![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা হচ্ছিল শৈশব নিয়ে। সেই সব গান নিয়ে যার স্মৃতি মনের গহীন কোন আজো আলোকিত করে। সেই গানগুলি হারিয়ে যাচ্ছে কালের রুদ্র প্রকোপে। অন্তর্জালের বিস্তৃত পরিসরেও অনেকের চিহ্ন পাওয়া দুস্কর। তাই ভাবলাম কিছু কিছু প্রিয় গানের স্বরলিপি টুকে রাখবো। আপনারাও মনে করিয়ে দিতে পারেন আপনাদের ছোটবেলার বা বড়বেলার ভালো লাগা গানগুলোর কথা।
প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো
লতা মুংগেশকার
ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো।।
আমার এই মনের আধাঁর কোনে কোনে,
রংগে রংগে রং মশাল জ্বালো।
বহেনা মন্দ বাতাস ছন্দবিহীন অন্ধ সে আজ,
বনে বনে কোয়েল-দোয়েল বন্ধ সে আজ।।
মনে পরে যায়, জীবন সজল সজল উজ্বল-উছল নদী,
সে কখন কি কারণ শুখায়ে গেল।
প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো
আমার এই মনের আধাঁর কোনে কোনে,
রংগে রংগে রং মশাল জ্বালো।
জানিনা আর কোনোদিন তেমনি রঙিন সব বেদনা,
হবে কিনা হবে তেমন সংবেদনা।।
ঘুমিয়ে ছিলাম, এ জীবন শিয়রে মোর কখন বসে বসে,
হতাশে হুতাসে ফিরিয়া গেল।
প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো
আমার এই মনের আধাঁর কোনে কোনে,
রংগে রংগে রং মশাল জ্বালো।
বি:দ্র: বানান ভূলের জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
মিথিলা মাহমুদ বলেছেন:
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগলো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
মিথিলা মাহমুদ বলেছেন:
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
জানা বলেছেন:
খুব ভাল লাগলো। আমিও ফিরে গেলাম সেই সোনালী শৈশবে।
অনেক ধন্যবাদ মিথিলা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
মিথিলা মাহমুদ বলেছেন: আচ্ছা শৈশব যদি সোনালী হয়, যৌবন কি রুপালী..তাম্রবর্ণ??
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
লাবনী আক্তার বলেছেন: এই গানটা এখন আমার মনের মধ্যে বাজতেছে। ভালো লাগে গানটা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
মিথিলা মাহমুদ বলেছেন: মন ভরানো একটা গান। আমি নিজেও প্রায় এক দশক পরে গানটি শুনলাম।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
কামরুল ইসলাম সুখী বলেছেন: পৃথিবীতে কিছু শিল্পী জন্মায় মানুষের হৃদয়ে স্থান পেতে। লতা তেমন শিল্পী। এ গানের মত তাঁর অজস্র গান আমাদের দৈনন্দিন জীবনকে প্রাঞ্জল করে তোলে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
মিথিলা মাহমুদ বলেছেন: খুব সত্য কথা।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
মিথিলা মাহমুদ বলেছেন:
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মিথিলা মাহমুদ বলেছেন:
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরো কিছু লিখুন।অনেকদিন কিছু লিখছেন না তাই।ভক্ত এক পায়ে দাড়িয়ে নতুন কিছু পাব পড়ব তাই বলে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
মিথিলা মাহমুদ বলেছেন: খুবই লজ্জা পেলাম ভাই। :#> :!> আসলে কাজের চাপ একটু বেড়েছে। কিন্তু আপনার কমেন্ট পড়ে খুবই উৎসাহিত হলাম। অনেক অনেক ধন্যবাদ
৯| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭
ইখতামিন বলেছেন:
শৈশবের সেই মজা আর ফিরে আসে না...
১০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
ইষ্টিকুটুম বলেছেন: বেনীমাধব বিষয়ক গানটা কোথায় পাবো? অনলাইনে লিঙ্ক থাকলে দেবেন??
আপনার এই লেখার সাথে ছবিটা অসস্মভব ভালো লাগলো। আর গান সম্পর্কিত লেখাটাও ++++++
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫
মিথিলা মাহমুদ বলেছেন: গানটির লিংক আপনার পোস্টে দিয়ে এসেছি। আশাকরি ভালো লাগবে
১১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
ইষ্টিকুটুম বলেছেন: হুম, পেয়েছি। এবং শুনে খুব ভালো লেগেছে।
এইবার এসে আমার পেইন্টিং দেখে যাইয়েন।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
টুম্পা মনি বলেছেন: ভালো লাগলো।