নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।

মিথিলা মাহমুদ

মিথিলা মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অনস্তিত্ব কথন

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫










না, ঠিক এমন ভাবে না।
এইরকম হবার আশায় নয়।
এমনভাবে চাইছি না,
অন্যরকম কিছু কি চাইতে নেই?

খুব স্বাধারন নয়, অস্বাধারন তো নয়ই।
অচেনা কোনো অনুভূতি, আজানা কোনো স্বপ্ন।
তুমি-আমি-আমরা, এসবের বাইরে।
বুঝতে চাইনা, বোঝানোর দায় নেই।

এমন কি হতে পারে না?
না হলেও ক্ষতি নেই,
কিন্তু হলে বেশ হতো, তাই না...!





ছবি: "r@ssel's photography"

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

সালমান মাহফুজ বলেছেন: পড়লাম । কোন প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছি না বলে দুঃখিত !

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

মিথিলা মাহমুদ বলেছেন: দুঃখিত হবার কোনো কারন দেখছিনা :-)

২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই :)

শুভকামনা :)

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ :-)

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

তুষার কাব্য বলেছেন: অনুভুতি এমনি হয় দোটানায় উচাটন...

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

মিথিলা মাহমুদ বলেছেন: ঠিক তাই! কেউ তো বুঝলো :D

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো । +++

৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: মোটামুটি ভাল লাগল। লিখতে থাকেন। ভাল থাকবেন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

অদৃশ্য বলেছেন:





কিছু শব্দ বা কথা নাহয় উহ্যই থেকে যাক... লিখাটি ভালো লেগেছে আমার...


শুভকামনা...

৮| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''না হলেও ক্ষতি নেই,
কিন্তু হলে বেশ হতো ''

সুন্দর তো !!!
এখন লিখছেন না যে ???????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.