![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার রকমফের করতে আমি নারাজ। বিয়ের আগে প্রেম, বিয়ের সময় প্রেম, বিয়ের পরে প্রেম..প্রেম তথাপি ভালবাসা থাকলেই হল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর পরই প্রেম কেমন যেন নিভু নিভু হয়ে জ্বলে। অথচ উল্টোটাই হওয়া উচিৎ। সারাজিবন ভালবাসা-বাসিহীন কাটিয়ে দেবার মতন বেদনাদায়ক আর কি হতে পারে!
বিয়ের আগের হাসি-গল্প-খুনসুটি, কেন হারিয়ে যাবে রোজকার আলু-পটলের দিনযাপনে? আমার বর মজা করে একটা কথা প্রায়ই বলে "আরে ওগুলা হলো ইনভেস্টমেন্ট, বিয়ের পর সবাই শুধু রিটার্নের আশায় থাকে"। কিন্তু বিয়েটা তো "ওয়ার্ক-ইন-প্রগরেস্"। বিয়ের পর আপনি যখন পুরোনো আসবাবের মতন নিজের স্বামী বা স্ত্রীকেও নিত্য প্রয়োজনীয়র মত ব্যবহারই করে যান, কি করে আশা করেন সে ভেবে নেবে ব্যবহৃত হওয়ার মধ্যে ভালবাসা লুকিয়ে আছে? বিয়ের আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে, সুগন্ধী ছড়িয়ে সংগী-সংগিনীকে প্রলুব্দ করেছেন, বিয়ের পর কেন তারই ভাগ্য জরিয়ে যাবে ঘামে ভেজা, হলদে রংচটা অপরিচ্ছন্নতা?
অনেক প্রতিজ্ঞা/প্রতীক্ষার অর্জন যিনি, তার গোপন/প্রকাশ্য অশ্রুজল কেন আপনার মনে দাগ কাটবেনা?
যে মেয়েটি তার সমাজ, পরিবার, পরিচয় নির্বাসন দিয়ে শুধু আপনার জিবনের অনুষংগ হতে চলে এসেছে, তার ভাল-লাগা মন্দ লাগার কোন মূল্য কি আপনি দিতে পেরেছেন? উৎসবে, পার্বনে বছরের ৩২০টি দিন যে আপনাকে আর আপনার পরিবারকে সংগ দিয়েছে, সেই মেয়েটি দু-দিন তার মা-বাবাকে দিতে গেলে আপনি যখন আটকে দেন আপনারই কোন আত্মীয়ের অযাচিত উপস্থিতিতে, কি করে আশা করেন তার মন বিরুপ হবে না?
মেয়ে তুমি বাবার আদরে, মায়ের শাসনে বড় হয়েছো। মায়ের বকুনি, বাবার উপদেশ ছিল তোমার প্রতিদিনকার বেড়ে উঠার ডোজ, রোজ-রোজ। সেই তুমি বিয়ের পর কেন আরেক জোড়া বাবা-মায়ের একটু শাষনে আত্মগরিমায় ভোগো? কেন মেনে নিতে পার না যে তোমার নিজের বাবা-মায়ের মতন তাঁরাও তোমাকে শাষন-আদর করার অধিকার রাখতেই পারে?
সংসারে যে নতুন অতিথিটি এসেছে বা আসছে সে কেমন চোখে আপনাদের দেখবে সে দায়িত্বটি আপনার। সেইসাথে তার পরবর্তী জিবনের ক্রমবিকাশের জন্যও দায়ীই আপনি। এই পৃথিবীতে ভালবাসার বড়ই অভাব, শুরুটা হোক আমাদের ঘরেই।
২| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩০
অ্যামাটার বলেছেন: "বিয়ের পর পরই প্রেম কেমন যেন নিভু নিভু হয়ে জ্বলে।"--- হাহা! তাই মনে হয়। বিয়ে করলে রোম্যান্টিকতা শেষ!
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
মিথিলা মাহমুদ বলেছেন: সারাজিবন রোম্যান্স ছাড়া বাচাঁ ভয়াবহ ব্যাপার
৩| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪
কলমের কালি শেষ বলেছেন: তাই ভাবছি এখন আর প্রেম করবো না । বিয়ের পর নতুন বৌয়ের সাথে প্রেম করবো । আপাতত আবেগ অনুভূতিগুলো জমা থাক ।
৪| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫
আবদুর রব শরীফ বলেছেন: তবে কি বিয়ের পর ভালবাসা কেবলি দীর্ঘশ্বাস.....!
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩
মিথিলা মাহমুদ বলেছেন: তা কেন হবে? আগে ভাগে সতর্ক থাকলেই তো হয়
৫| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৮
সুমন কর বলেছেন: চমৎকার লেখায় ৩য় ভালো লাগা।
৬| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪
নীলু আহমেদ বলেছেন: বিয়ে মানেই ভালবাসা চলে যাবে, এই ভাবনা থেকে বের হয়ে আসতে হবে ।
৭| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: +++++++++++++++
খুব ভাল লাগল লেখাটা...
৮| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিয়ের আগের হাসি-গল্প-খুনসুটি, কেন হারিয়ে যাবে রোজকার আলু-পটলের দিনযাপনে?......
আগেতো বাপের হোটেলে থেকে প্রেম করতো! তাই দায়হীন জীবনে খালি রোমান্সই রোমান্স!
যখন ৯-৫টা টানাপোড়ের শুরু হয়ে যায়- তখন মধ্যবিত্তের আবেগের পারদ নেমে আসে চরায়!!!
৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭
মিথিলা মাহমুদ বলেছেন: কেন ভাই? ৯-৫টা অফিস করা লোকেরা প্রেম করেনা? পারদ শুধু বিয়ের দায়েই নেমে আসে? তাহলে তো মেনেই নিতে হয় প্রাশ্চাত্যের বিয়ে বহির্ভুত জিবনই শ্রেয়।
৯| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০১
মনিরা সুলতানা বলেছেন: খুব ভালো লিখছেন
শুরুটা তবে হোক আমাদের ঘড়েই
শুভ কামনা
১০| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
++++
এই পৃথিবীতে ভালবাসার বড়ই অভাব। ঠিক বলেছেন।
১১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৭
এম এম করিম বলেছেন: সুন্দর লেখায় ভালোলাগা।
+++
১২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১২
আরণ্যক রাখাল বলেছেন: একজনকে বেশিদিন ভাল্লাগে না| কি করি
৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৮
মিথিলা মাহমুদ বলেছেন: যখন ভাল লাগবে তখনই বিয়ে করবেন
১৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই লেখা পড়ে অবিবাহিতরা যদি বিবাহের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে,তাহলে আপনি কি দায় স্বীকার করে কোন বিবৃতি দিবেন কি?
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩
মিথিলা মাহমুদ বলেছেন: নিজেকে শুধরানোর দায় নেই, বিয়ে নিয়ে সমস্যা!!
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর পরই প্রেম কেমন যেন নিভু নিভু হয়ে জ্বলে। অথচ উল্টোটাই হওয়া উচিৎ। সারাজিবন ভালবাসা-বাসিহীন কাটিয়ে দেবার মতন বেদনাদায়ক আর কি হতে পারে!
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
জায়েদ উল ইছলাম বলেছেন: সমস্যাটা কমন কিন্তু অভাব জা দেখছি তা মানসিকতার আমনটা হও্য়া মানে মানুষটি চিনতে না পারা। সেখানে ভালবাসাই ছিল না ছিল মহ জা আজ আলু পটলে রুপ নিয়েছে.....................
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ++++