নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।

মিথিলা মাহমুদ

মিথিলা মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫








আমি...
কাউকে চিনি না,
কেউ চেনেনা আমায়।
চেনা অচেনার এই সমীকরণে,
অন্তর্জালে অমোঘ দিশা হাঁড়ায়।

এবার কোন নাবিক নেই,
পথ চেয়ে নেই বনলতা।
শুধু আছে কিছু অপ্রস্তুত শব্দদের,
ইতস্ততঃ সুর খোঁজা।


গল্পের আড়ালের গল্প খোঁজা,
আছে, অবাস্তব বাস্তবতা।
সাথী সম সাথী মম,
একটি স্পর্শের হারানো উষ্ণতা।


কি ছাই পুরনো সব গপ্পো!
ওসব ছিল অলীক উপাখ্যান।
তবে তো এই ভাল,
এই এমনি সহজ সাবলীল প্রস্থান।


ছবিঃ http://www.shellypenko.com





মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

কল্লোল পথিক বলেছেন: গল্পের আড়ালের গল্প খোঁজা,
আছে, অবাস্তব বাস্তবতা।
সাথী সম সাথী মম,
একটি স্পর্শের হারানো উষ্ণতা।
বাহ চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মিথিলা মাহমুদ বলেছেন: :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: চমৎকার,

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

জ্যোস্নার ফুল বলেছেন: এবার কোন নাবিক নেই,
পথ চেয়ে নেই বনলতা।
শুধু আছে কিছু অপ্রস্তুত শব্দদের,
ইতস্ততঃ সুর খোঁজা

এখন শুধু হাটাহাটি
নিযুত বছর ধরে পথ হাটিতে থাকিব তোমার অক্ষ পথে
আমারে কেউ শান্তি দেবে না কোনদিন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

মিথিলা মাহমুদ বলেছেন: দারুন!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো !!!!!!!!!!!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার । ব্যতিক্রম ধর্মী ছন্দক্রম ।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। শুভকামনা আর আমার ব্লগে আমন্ত্রণ।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বনলতারা আজ আর নেই। থাকলেও অক্ষিকোটরে বসে গেছে কালি উপচে পড়া চোখ। জীবনানন্দের অভাব আজ প্রকট। তাই সত্যিই পথ চেয়ে থাকে না তারা।

কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

মিথিলা মাহমুদ বলেছেন: হ্যা, আসলেই তাই! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.