নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথীলা

মিথীলা › বিস্তারিত পোস্টঃ

ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ।।

১৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫১

বেতন পঁচিশ টাকা,

সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি।

খেতে পাই দত্তদের বাড়ি

ছেলেকে পড়িয়ে।

শেয়ালদা ইস্টিশনে যাই,

সন্ধ্যেটা কাটিয়ে আসি,

আলো জ্বালাবার দায় বাঁচে।

এঞ্জিনের ধস্ ধস্ ,

বাঁশির আওয়াজ,

যাত্রীর ব্যাস্ততা,

কুলি-হাঁকাহাঁকি।

সাড়ে-দশ বেজে যায়,

তার পরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯

মৈথুনানন্দ বলেছেন: এইটা কে - মিথিলার মেয়ে?

২| ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭

ফিরোজ খান বলেছেন: টাকার অঙ্কে জীবনের সময়গুলো ভাগ যায় না, এ যেন গনিতের সাথে দর্শনের চুলাচুলি। মানবেই না। তাই বলি সামান্য বেতন।নিঝুম অন্ধকার কি কখনও কাটে, কাটে না। জীবনের শুধুই রাতে আসে, নাকি প্রহর রোদে বসেও মাঝে আমি আল খুজে পাই না। তবে কি এ অন্ধকার রাত নয়। আর আলো জ্বালাবার দ্বায় বাচে, আলো জ্বালিয়েও কি কখনও অন্ধকার দুর করা গেছে, যায়নি। অতন্ত আমার কাছে। আপনি কবি, সমালোচনা করার যোগ্যতা আমার নাই। কিন্তু লিখতে ইচ্ছা হল, তাই লিখছি।উল্টো লিখলে ক্ষমা করবেন কিন্তু।

৩| ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫১

মিথীলা বলেছেন: সবাইকে ধন্যবাদ

৪| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪০

কবিতা বালিকা বলেছেন: ভাল লাগল

৫| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৭

অ্যামাটার বলেছেন: আচ্ছা, কবিতাটা যেন কার?
সুনীল গঙ্গোপাধ্যয়ের কি?
অনেক পুরোনে একটা ক্যাসেটে আমার কাছে এর আবৃত্তি আছে।
এর প্রথমের কয়েকটা লাইন আগোছালো ভাবে মনে পড়ছে,
যেমন,
ঘরে আর একটি প্রাণি আছে,
সেটি টিকটিকি,
আমার সাথে পার্থক্য এই যে,
নেই তার অন্নের অভাব..... অনেকটা এই রকম।
কবির নাম টা একটু বলতে পারবেন?
আমি স্মরন করতে পারছি না।
+ ফর হ্যাপি ব্লগিং।

৬| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৯

মিথীলা বলেছেন: আপনার কবিতার মত না।
এটা রবী ঠাকুরের ।

৭| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫

অ্যামাটার বলেছেন: হায় খোদা!
আমাকে তো মানুষ পুরা পাগল বলবে !
এটা কবি গুরুর কাব্য, আমি জানতাম-ই না !!!
আগের কমেন্ট টা ডিলিট করে দেন প্লিইইইইইইজজজ...........

৮| ২৫ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭

হাসিব বলেছেন: হে হে হে ম্যালফাংশন অব ভ্যাড়াটার

৯| ২৫ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১১

হেকমত বলেছেন: ভ্যাড়াটার ুচির পোরে আজগে দেক্তাছিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.