![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরা একটা দিন সামহোয়ার ইন ব্লগ শোকে স্তব্ধ। মিথিলার শোক। হাহাকারে ভরপুর একেকটা পোস্ট। শোকাহতদের আমিও একজন। এলিজি আর শোকগাথায় ভরে গেছে। সেই সঙ্গে মিথিলার সঙ্গে শেষ কথোপকথনের রেশ। কেউ কেউ তো তার ওইলোকের জগত ঘুরে চাও খেয়ে এসেছেন!
কিন্তু এখন নিজেকে বড্ড প্রতারিত মনে হচ্ছে। ভীষণ প্রতারিত। মনে হচ্ছে আমার আবেগ নিয়ে দারুণ একটা খেলা খেলল কেউ বা কারা যেন! সঙ্গত কারণ আছে এই উপলব্ধির। মিথিলার পোস্ট, তার প্রেমিক রুবেলের পোস্ট এবং প্রাসঙ্গিক কিছু মন্তব্য আমাকে দ্বিধায় ফেলেছে।
কিছু ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। এইখানে কার মোটিভ কী? এর আগে পথিক নামে একজন ব্লগার রূপা নামে এক কাল্পনিক নারীকে সফলভাবেই প্রতিষ্ঠা করেছিলেন। রূপা কবিতা লিখত। পরে পথিক নিজেই জানিয়েছেন তা। রুবেল হয়তো একই পথ ধরেছিল। ক্যান্সারাক্রান্ত একটা মেয়ে, তার কল্পনার নারী। এইখানে যেই সমস্যাটা হলো সেটা ব্লগীয় আবেগ। মিথিলাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বেশ কিছু মিথ্যাচার করতে হয়েছে। কিন্তু কিছু ব্লগার তা সত্যি ভেবেছেন। আগ্রহী ও কৌতুহূলী হয়েছেন। তাদের কারণেই মিথিলাকে ব্লগাতে হয়েছে। মানুষের আবেগ নিয়ে খেলা করতে গিয়ে তাদের বুদ্ধিমত্তাকে এড়িয়ে গিয়েছেন রুবেল। যে কারণে মিথিলার পোস্টে বরফ পড়ে এমন সময় যখন নিউইয়র্কের ইতিহাসে ৯০ বছরে এই প্রথম বরফের চিহ্ন দেখা যায়নি। মিথিলা নিউইয়র্ক থেকে আনফেইথফুল গানের লিরিকস দেয়। পরের পোস্টে সে নিউইয়র্ক যায়।
তদন্ত এরপর সিলেট-ঢাকা হয়ে নিউইয়র্ক ঘুরে আসে। ঢাকার উত্তরায় সিলেমন রেস্ট হাউজে মিথিলা, তার বাবা কিংবা রুবেলের হদিস মেলেনা রেজিস্টার বুকে। এমনকি সিলেটের সেই পাড়াতেও না। নিউইয়র্কের কোনো হাসপাতালেই মিথিলা নামে ক্যান্সারাক্রান্ত কোনো বাঙালী মেয়ের লাশের খোজ পাওয়া যায় না।
অথচ মিথিমন কাব্য হয়। তৈরি হয় শিয়ামিজ টুইন। তাহলে রাগইমনের মোটিভ কী? তিনি একে উৎসাহ দিয়েছেন। একজন ক্যান্সারাক্রান্তের ডায়ালাইসিস হয় না। তার মতো ডাক্তারের তা জানার কথা। হলেও বা। কেমোথেরাপিই হলো না হয়। কিন্তু দুটোই খুব ব্যাথাতুর চিকিৎসা। সেখান থেকে উঠে এসে পরদিনই ব্লগিং-চ্যাটিং করা খুব কঠিন। ভার্চুয়ালিই সম্ভব। বাস্তবে না। ইমন চেপে গেছেন তা। কারণ? তার পাসওয়ার্ড অপব্যবহার ধামা চাপা। উনি মিথিলার সঙ্গে কথা বলেছেন দাবি করেছেন উল্টো।
হঠাৎই সুচিত্রা নামের এক ব্লগার তার গাত্রোদাহের কারণ হয়েছেন। সূচিত্রার একটা কবিতা থেকেই সংঘাত। সুচিত্রা তাকে ব্যান করার পর ইমন পোস্ট দিয়েছেন তা নিয়ে। তাতেও ঝাল মিটেনি। উনি মডারেটর ক্ষমতার অপব্যবহার করেছেন তার পোস্ট প্রথম পেজে ব্যান করে। অথচ সুচিত্রার এমন কোনো পোস্ট নেই যে কারণে তাকে প্রথম পেজে ব্যান করা যায়।
যে রাতে কৌশিকের পাসওয়ার্ড নিয়ে ঢুকলেন তিনি, তার উদ্দেশ্য ছিল স্রেফ সুচিত্রার কবিতায় কমেন্ট দেওয়া। সেটা তিনি করতে কৌশিকের আইডি ব্যবহার করেছেন। আলীপ্রাণেরটাও করতে পারতেন। করেননি। প্রথমে নিজের পোস্টে গিয়ে নিজেকে কমেন্ট দিলেন যে আপনার গদ্য আপনার কবিতার চেয়ে শক্তিশালী, তারপর সুচিত্রাকে। এরপর হিমু আর ধুসর গোধুলীর পোস্টে কমেন্ট দিতে গিয়ে ফাসলেন। কারণ উনি তার ছন্দ ছড়া দিয়ে কমেন্ট দিয়েছেন ওখানে। পরে কৌশিকের আইডিতে অআবার ঢুকে ইংরেজীতে কমেন্ট দিয়ে পাস ওয়ার্ড হ্যাক হয়েছিল বোঝাতে চেয়েছেন। বুদ্ধিমানরা ঠিকই বুঝেছে।
এই গুহ্য ব্যপারটা যখন প্রমাণাদিসহ ফাস হবার, তখন মিথিলা মরল। রাগইমন ঝাপিয়ে পড়লেন সেটা সত্য প্রমাণে। আবেগের খিচুরি পাকানো হলে ব্লগারদের। বেশ বেশ। (চলবে)
২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৭
অতিথি বলেছেন: এসব কী হচ্ছে? উফ। একটু সময় কাটানোর জন্য এখানে আসতাম। এখানেও বাহ্যিক জগতের মতন মিথ্যে প্ররোচনা...
৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৮
অতিথি বলেছেন: দারূন নাটকীয় একটা গল্পের প্লট পাচ্ছি। পুরো নাটকটা মঞ্চস্থ হলে আমি কিন্তু এটা লিখবো, আগেভাগে কপিরাইট নিয়ে রাখলাম।
৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৪
ইমটি বলেছেন: কী হচ্ছে এসব!
৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৫
অতিথি বলেছেন: কৌশিক রাগইমনকে save করতে চাচ্ছেন। ওনাকে বোকা বানিয়েছেন তিনজন: ইমন, রুবেল এবং মিথিলা। এখন স্বীকার করতে লজ্জা পাচ্ছেন।
৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৬
অতিথি বলেছেন: ভাইজান আপনারে স্যালুট।
৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৯
অরূপ বলেছেন: আমি আরেকটু হাসি!
৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৫
অতিথি বলেছেন: কিন্তু ইমন নাকি মিথিলার সাথে টেলিফোনে কথা কইছিলো....ইমন কি জানান দিবেন একটু আসলেই...যদি টেলিফোনে কথা হয় তাইলে কিন্তু এর সাথে একটা সংঘবদ্ধ চক্র থাকনের ইঙ্গিত দেখা দেয়...ক্রিস্টি, পোয়রো সাহেব কি আছেন এইখানে?
৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২২
অতিথি বলেছেন: জটিল কথা বলেছেন: ভাষ্কর
১০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২২
অতিথি বলেছেন: সরি, বানার ভুল করেছি, ওটা ভাস্কর হবে
১১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৪
অনিক বলেছেন: মেয়েটা অন্যের দাঁত তুলতে তুলতে নিজের আক্কেল দাঁত তোলার কথা ভুলে গ্যাছে। এখন কষ্ট সামলাতে যেয়ে খেয়াল হলো আরে নিজের দাঁতেই দেখি যত ব্যাথা।
১২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৭
অতিথি বলেছেন: আবারো 5
১৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৭
অতিথি বলেছেন: বিষয়বস্তু নিয়ে কমেন্ট করছি না। কিন্তু আপনার লেখার ধরণটা দূর্দান্ত।
পরবর্তী পর্বের অপেক্ষায়...
১৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৮
আসল ট্র্যাপ বলেছেন: এইটা তিমুর লিখছে।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩০
অতিথি বলেছেন: মিথিলার ব্যাপারটা নিয়ে কিছু বলবো না। কিন্তু রাগিমন কৌশিকদার আইডি নিয়া লগইন করেছিলো, কথাটা কতোটা সত্য?
যদি সত্য হয়, তাইলে খুব বাজে কাজ করেছেন উনি। কারো আইডি নিয়ে ঢুকে আবার 'আমার আইডি কি হ্যাক হতে পারে?'টাইপ পোস্ট দিয়েছেন।
শেইম, শেইম।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৮
পথিক!!!!!!! বলেছেন: যত প্যাচ তত
১৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৮
অতিথি বলেছেন: ক্রিস্টির এতোবড় পোস্ট পইড়া আমার খালি একটা কথাই মনে হইলো সে বলতে চায় ইমন নিজে মিথিলা ইসু্যটারে ব্যবহার কইরা তার বিরুদ্ধে আনা অভিযোগরে ধামা চাপা দিছে...এইটা সত্য ইমন নিজে আবেগী মন্তব্য দিছে বেশি মিথিলা রহস্যে, যতোটা সে দিতে পারতো ডাক্তারী বিদ্যা থেইকা তা সে দেয় নাই। কিন্তু তাই বইলা ইমন আজীবন ধামাচাপা দিতে পারবো বইলা নিশ্চয়ই মনে করতো না? যদি তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হয় তাইলে সেইটা এক দিন না একদিন প্রকাশ পাইবোই...
১৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৯
তিমুর বলেছেন: এটা আমার পোস্ট না ।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৮
অতিথি বলেছেন: অরুপ,আপনের হাসিতে আমারে সাথে নেন।আমি আবার একলা হাসতে পারি না।হা:হা:হা:
২০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৯
অরূপ বলেছেন: বেগতিক ভাই,
হাসেন হাসেন! দুর্দিনে হাসিই মহৌষধ
২১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:১৯
ঝরা পাতা বলেছেন: কালে কালে কতো দেখবো আন্টি। এখন তো আমি আমাকেই বিশ্বাস করতে পারছি না।
কিন্তুযতদূর জানি, মডারেটর হিসেবে তো এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।
২২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২৫
সুমন বলেছেন: কি জানি ক্যামনে কি?
ফ্যান্টাসী তে থাকা অনেক আলোচিত এক ব্লগার ভাল লাগে যখন দেখেছিলাম উনি থাইল্যান্ড যাচ্ছে, ভীষণ অসুখ আবার সব ঠিক দুইদিন পরে।
২৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২৮
অতিথি বলেছেন: যতো কান্না ততো হাসি-
বলে গেছে রাম সন্না!
..... কিন্ত মিললোনা ক্যা?
২৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩৯
অতিথি বলেছেন: @ধুসর গোধূলি
মিলছে না তাতে কি
চিড়ছে তো.....
২৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৫
420-2 বলেছেন: Emon is a nut case. She should be put into a mental hospital. Did you guys notice she is not present tonight where as every other night she is present
২৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩০
সুমন বলেছেন: কঠিন সব ব্যাপার মাথা ঘুরছে।
২৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৮
অতিথি বলেছেন: রাগ ইমন কি মডারেটর।
তাইতো@420-2।
গল্পটা জোশ।
২৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৩
420-2 বলেছেন: EMON comments on everyhting. Why is she quite now? Respond this to us
২৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৫
অতিথি বলেছেন: বেশ মজা পাইলাম ।
কেমন যেন তিন গোয়েন্দা টাইপের গল্প হয়ে যাচ্ছে ।
চালিয়ে যান অনুসন্ধান ।
৩০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১১
অতিথি বলেছেন: ইমন হয়তো ছদ্মনামে ব্লগাচ্ছে। লালমোহনবাবু যেমন জটায়ু নামে লিখেন।
৩১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৭
420-2 বলেছেন: Rubel and Emon both of you should respond to these allegations if you feel you are being truthful?
Respond cowards
৩২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২০
ত্রিভুজ রামছাগল বলেছেন: (ক্লোজআপহাসি)
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৪
অতিথি বলেছেন: সাসপেন্স!
মজা পাওয়ার জন্য ব্লগে আসা ..... .... শতভাগ সফল ......
টিভিতে আর নাটক দেখা লাগতাছে না... কি মজা!!!
আমিও হাসতেছি (সপরিবারে!) ..... .... হা.. হা.. হা.. ঠা.. ঠা.. ঠা .... ইত্যাদি
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৫
অতিথি বলেছেন: সত্যিই মজা।@মি।মো।হু
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
420-2 বলেছেন: CHOR WHY not defend these allegations too?
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
420-2 বলেছেন: CHOR WHERE ARE YOU? YOU WANT TO DEFEND RAG EMON NOW
৩৭| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:৩৯
অতিথি বলেছেন: কেম্নে কি ?
৩৮| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:৫৭
অতিথি বলেছেন: খালি মানুষরে জিগান কে? নিজে পইড়া জানতে পারেন না?@সুমন ভাই
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:৫৮
অতিথি বলেছেন: পড়লাম । পড়ার পরেও যদি প্রশ্ন থাকে তাইলে কিকরুম ?
৪০| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০০
অতিথি বলেছেন: তইলে....
জানিনা
৪১| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০১
অতিথি বলেছেন: পড়তে পড়তে একদিন বুইঝা যাবেন ইনশাল্লাহ
৪২| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০১
অতিথি বলেছেন: ব্লগ তো দ্যাশের পলিটিক্সরেও হার মানাইল। আইজকা খবরের কাগজ পড়ি নাই, ব্লগ পড়তে গিয়া।
৪৩| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:০২
অতিথি বলেছেন: হা হা @শমসের
৪৪| ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:৩০
420-2 বলেছেন: CHOR WHERE ARE YOU? YOU WANT TO DEFEND RAG EMON NOW
৪৫| ১৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:২৮
420-2 বলেছেন: চো র আমার ধারনা তুমি রুবেল মারতাছো
৪৬| ১৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩৯
অতিথি বলেছেন: এই মহাবিশ্ব বড়ই জটিল!!!!!!
৪৭| ১৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৪১
420-2 বলেছেন: http://web.mit.edu/
massachusetts institute of technologyhttp://web.mit.edu/
৪৮| ১৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫৪
অতিথি বলেছেন: এমআইটি'তে কি বাংলায় পড়ানো হয়?
৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০৯
অতিথি বলেছেন: আমি কি করেছি আমাকে নিয়ে টানাটানি কেনো?
৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১০
ফেলুদা বলেছেন: আগাথা আন্টিকা ইয়াদ আয়া
৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
আরণ্যক যাযাবর বলেছেন:
ধুর, কমেন্টগুলানে নাম মুইছা গেসে গিয়া।
৫২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
ফেলুদা বলেছেন: তদন্তের শেষে চলবে লেখা কেনো? তদন্ত রিপোর্ট কি অর্ধ-সমাপ্ত? কার আঙুলী হেলনে থামিয়াছে তা?
৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
রনি রাজশাহী বলেছেন: দিলাম ঠেলা। রিলেটেড কয়েকটা পোস্টের লিঙ্ক থাকঃ
মিথিলা... - ভার্চুয়াল ক্যারেক্টার?
মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন।
মিথিলা, মিথ, মিথিমন, মিথ্যা, নাকি দুই মিথ্যুকের যৌথ প্রযোজনা
মিথিলা কেসের সরেজমিন তদন্ত -1
ব্লগীয় জাবর ৩: মিথিলা-কাণ্ড: আসলেই কি সবকিছুর অবসান হয়?
মিথিলার ছবি
৫৪| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
স্নিগ বলেছেন: সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ !!!
৫৫| ১৪ ই জুন, ২০১১ রাত ১:৫৬
সরসী রায় বলেছেন: আজকাল এমন নাটক কেউ করতে পারেন না? কিচ্ছু মজা লাগছে না।
৫৬| ১৪ ই জুন, ২০১১ রাত ২:৩৪
রাষ্ট্রপ্রধান বলেছেন: বাপরে
৫৭| ০৮ ই জুলাই, ২০১১ রাত ১:২৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: এসব কী??
৫৮| ১৩ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৮
ঘুমন্ত আমি বলেছেন: সামুর বিখ্যাত ইতিহাস কাহিনী!
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৭
অতিথি বলেছেন: ব্যাপারটা নিয়ে জল ঘোলা হবে বলে মনে হচ্ছে,তাই এই ব্যাপারে কোন কমেন্ট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
তবে,আপনার উল্লেখ করা তথ্যগুলো যদি সঠিক হয়,তবে আপনার observation power এর প্রশংসা করতেই হবে..