নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মোঃ কবির হোসেন

একজন কৃষক যখন সারাদিন মাঠে কাজ করে ঘরে ফিরে দেখে চাল নেই। বৌ-ছেলে-মেয়ে সবাই মিলে উপোস থাকে সেই অসহায় মানুষগুলো কোন দিন কিছু পায়না।

মোঃ কবির হোসেন › বিস্তারিত পোস্টঃ

অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।

২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

কতবার কতজন দিয়েছিলো কথা, দ্ব্যর্থহীন
জীবনের ব্যস্ততার ভীড়ে সব‌ই নিলো কেড়ে
বুঝলাম-অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।

কৈশরে হৃদয় নতুন চরে এসেছিলো যারা
হারিয়েছি সব-এখন স্মৃতির আকাশ তারা।
জীবনের কিছু কষ্টরা পড়ে আছে শব্দহীন
আসলে-অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।

যৌবনে এক, দুই অত:পর তিন ললনারা
পরিয়েছে মূকুট দিয়েছে আনন্দধারা।
একদিন ফুরিয়েছে সব করেছে তীরহারা।
অন্ধকারের স্রোতের মত আছে নৈরাশ্য অন্তহীন।
আসলে-অর্থ ছাড়া ভালবাসা অর্থহীন।
---০০০---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

২| ২৮ শে মে, ২০২১ সকাল ৮:৫১

শেরজা তপন বলেছেন: আপনার ভালবাসা'র অর্থ @ সেলিম আনোয়ার করে দিয়েছেন তার ঢং-২ কবিতায়!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.