নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মধুর বাণী

অবিবাহিত

মধুর বাণী › বিস্তারিত পোস্টঃ

ভিপিএন সার্ভার কনফিগারেশন এর ব্যাপারে সাহায্য চাই

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

ভাই রিমোট কম্পিউটার (ইন্টারনেট) থেকে কোন এক প্রাইভেট আইপি হোল্ডার সার্ভারকে লোকাল কানেকশন এর মত এক্সসেস করতে রাউটার এ কিভাবে ভিপিএন সার্ভার কনফিগারেশন করবো এবং রিমোট কম্পিউটার (ইন্টারনেট) এ কিভাবে ভিপিএন ক্লাইন্ট কনফিগারেশন করবো তার ব্যাপারে সাহায্য চাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আবাব বলেছেন: OpenVPN, IPsec, L2TP.

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

এ্যাপেলটন বলেছেন: .... very simple .....better go youtube or google ;-)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

চাঁন মিঞা সরদার বলেছেন:
এখানে অনেক গুলো ব্যাপার আছে? প্রথম কোশ্চেন হলো আপনার সার্ভার যেই নেটোয়ার্কের অন্তর্ভুক্ত সেটায় আপনি কোন রাউটার ইউজ করছেন , মাইক্রোটিক ?
এর পরে আপনি যেই রাউটার এর আন্ডারে রিমোট হোষ্ট থেকে এক্সেস করবেন সেই পিসিটি কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? সেটাতে কি আপনি রিয়েল আইপি ইউজ করবেন নাকি সেটাতেও প্রাইভেট আইপি ইউজ করবেন?

যদি আপনি রিমোট কম্পিউটারে কোনো কোম্পানীর মডেম ইউজ করেন তাহলে ব্যাপারটা আরো বেশী ভিন্ন হবে।

আর যদি আপনি ডাটা কানেক্টিভিটি ইউজ করতে চান তাহলে একই কোম্পানীর ক্লাউডে ডাটা দিয়ে দুই প্রান্তে সেন্ড/রিসিভের নিশ্চয়তা পাবেন।

আরো কিছু বিষয় আছে যেমন কানেকশন মিডিয়া ও কতো ব্যান্ডুইথ ইউজ করবেন। যদি হিউজ ডাটা ট্রান্সফার দরকার না হয় , শুধুই রিমোট এক্সেস দিয়ে সার্ভারে কাজ করবেন তাহলে টিমভিউয়ার সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.