![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সাফল্য ও ধারাবাহিকতা:
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠার পর পুরো ক্রিকেটবিশ্ব বাংলাদেশের ব্যাপক প্রশংসা করে।সেই সাফল্য যে ঘরের মাঠে পাকিস্তানের সাথে পারবে কিনা এটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল।কেননা বাংলাদেশকে দেখা যেত কোন একটা ম্যাচ বা সিরিজে ভাল খেলার পর পরিবর্তেতে যেন খেই হারিয়ে ফেলে।কিন্তু সব কিছু উপেক্ষা করে দাপটের সাথে ম্যাচ বাই ম্যাচ পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে বাংলাওয়াশ করে।তারপর গতকালের পূর্নশক্তি টিম ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রমান করল বাংলাদেশ কতটা উঁচু মানের দলে পরিনত হয়ে গেছে।
বাংলাদেশ এখন পর্যন্ত এ বছরে ১০টি ম্যাচে ৭টি জয় পেয়েছে ।আর ঘরের মাঠে অপরাজিত রয়েছে ৯ ম্যাচে।এসব সাফল্যের পিছে সব ক্রিকেটারেরই দেখবেন ধারাবাহিকতা আছে।আর যার যে পজিশন সে অনুযায়ী পারফর্ম করে যাচ্ছে।১মে আসি তামিমের পার্টনার সৌম্য সরকারের কথায়।বিশ্বকাপে একটিমাত্র ফিফটি করলেও বেশ কয়েকটা ম্যাচে চল্লিশোর্ধ্ব ইনিংসের পাশাপাশি অপর প্রান্তের ব্যাটসম্যানদের সাথে জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়েছেন।পাকিস্তানের বিপক্ষে অনবদ্য শতক করেছেন।আজ ভারতের সাথে ৫৪ রানের একটি ভাল ইনিংস খেলেন।এরপর আসি সাব্বির রহমানের প্রসঙ্গে।গত এক বছর ধরে দলে একজন দক্ষ ফিনিশারের বড়ই অভাব দেখা যাচ্ছিল।সাব্বির রহমান এসে সে অভাবটা ভালই সামলাচ্ছেন।বিশ্
বকাপেও কয়টা ম্যাচে দারুন খেলেছিলেন।বিশেষ করে স্কটল্যান্ড,শ্র
ীলংকা,নিউজিল্যা
ন্ডের সাথে দারুন ব্যাটিং করেছিলেন।আজও দলের বিপর্যয়ে ৪৪ রানের একটি গুরুত্বপূর্ন ইনিংস খেলেন।বিশ্বকাপে তামিম মেলে ধরতে না পারলেও।পাকিস্তা
নের বিপক্ষে টানা ২ ম্যাচে শতকের পর পরের ২ ম্যাচে ২টা ফিফটি।তামিম যে ভাল ফর্ম আছেন বলার অপেক্ষা রাখে না।অন্যদিকে মুশফিক আর সেরা অলরাউন্ডার সাকিবত পারফর্ম করেই যাচ্ছেন।
আর বর্তমানে বাংলাদেশ দলের পেসারদের দাপট যে যেকোন সময়ের চেয়ে সেরা তা বলার অপেক্ষা রাখে না।মাশরাফি - রুবেল- তাসকিন ৩ জনই উইকেট টেকিং বোলার হিসেবে প্রয়োজন মুহুর্তে প্রতিপজ উইকেট তুলে নিতে সক্ষম।স্পিনার আরাফাত সানিও ইকোনমিকাল ও উইকেট নেয়ার ক্ষমতার স্বাক্ষরত দিয়েই যাচ্ছেন।আর আজ মুস্তাফিজের ওয়ানডে অভিষেকের দিনে আগুনঝড়া বোলিংয়ে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে বুঝা যাচ্ছে টাইগার নতুন সেনশেসন যুক্ত হচ্ছে
আপনি আরেকটা জিনিষ লক্ষ্য করবেন এসব জয়গুলো একক সাফল্য কারো নয়।প্রায় ৪/৫ জন এমনকি সবার অবদান থাকে।ভারতের সাথে জয়টাই দেখুনত সবার অবদানই আছে কারো বেশি কারো কম
©somewhere in net ltd.