নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ইংল্যান্ডেরই প্রাপ্য

১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৭

বিশ্বকাপ ইংল্যান্ডেরই প্রাপ্য।
ইংল্যান্ড ক্রিকেটের জনক, ফুটবলেরও জনক। সভ্যতার ও শিল্পবিপ্লবের পায়ওনিয়ার।

বাংলাদেশ কে টেস্ট স্টেটাস দিতে যে রাজি ছিলো না সেটি নিউজিল্যান্ড।
বিশ্বকাপের শুরুতেই নিউজিল্যান্ডের ম্যাককলাম বাংলাদেশ কে নিয়ে অপমান জনক ভবিষ্যত বাণী করে বসে!

অন্যদিকে চারবারের ফাইনালিস্ট ইংল্যান্ড অন্তত একটা বিশ্বকাপ ডিজার্ব করে!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বকাপ ইংল্যান্ডেরই প্রাপ্য।
.........................................................
আমার সমর্থন ছিলো তবে অতি কষ্টে জিতেছে ।

২| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:২১

আমিই মুসাফির বলেছেন: ধরেন, এই কাপডা আইজ পাকিস্তান নিলো, আপনার পোষ্টে কি লিখত্যেন?
হুনি?

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ফাকিস্তান কাপ নিবো হাগলে পাইছে নি?
যেই পাক-সতান লাড্ডু টিম আবগানিস্তানের লগে পাতানো ভিক্কা কইরা জিততে হয়!
লজ্জা থাকা উচিত।

৩| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত:
সিলেটে এখন থেকে জমকালো ঈদের উৎসব স্টার্ট নিয়েছে....


=p~

৪| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইংলিশদের একটা কাপ পাওয়া দরকার ছিল। মোটের উপর ওরা ভালো ছিল।

কিন্তু আজকের খেলা দেখেছেন?
আবেগ দিয়ে নয়, খেলা দিয়ে বিচার করলে দেখবেন, আজ ভালো খেলেছে নিউজিল্যান্ড। ভাগ্যটা জাস্ট ওদের সহায় ছিল না। (দুটো রিভিউ, অাম্পায়রের সীদ্ধান্ত, শেষেরর এক্সট্রা কিছু রান...)
১৪১/৮
১৪১অল আউট




পুনশ্চঃ
১.
বিশেষ কারণে পাকিস্তানের বিরোধীতা করেন, আর ইংল্যান্ডকে সাপোর্ট করেন ক্যাম্নে কী? তেনারাও তো ২০০বছর রক্ত খাইছে।(১৭৭০সালের দুর্ভিক্ষে কোটি খানেক লোক মরছে)

২. বাংলাদ্যাশের কথা আর কি কইবো। আরো খারাপের দিকে যাবে। ভাবি কোচ সুজন আর ক্যাপ্টেন মাশ্রাফি, বেশী আর কইলাম না। পুস্টের চেয়ে মন্তব্যই বড় হইয়া যাইবো। শুভরাত্রি...

৫| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৩:০৭

আরোগ্য বলেছেন: লাস্ট ওভারে ঐ এক্সট্রা চার রান না দিলে কিউইরা কাপটা পেত। যাই হোক চরম একটা খেলা হয়েছে।

৬| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৭:১২

বলেছেন: অভিনন্দন টিম ইংল্যান্ড

৭| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ইংল্যান্ড বাংলাদেশের কাছে হারার পর থেকেই তাদের পরিবর্তন শুরু হয়েছে।

৮| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত আমি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে সমর্থন করার চেয়ে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলংকাকে সমর্থন করি। কিন্তু গতকাল ইংল্যান্ডের সমর্থক ছিলাম। ম্যাককালামের জন্য না। শুধুমাত্র 'তারা' খেলাকে খেলা হিসাবে দেখে বলে, তারা ৪ বার ফাইনালে উঠেছে বলে।

তবে শেষ বলের ঐ ডিসমিসাল উপমহাদেশের কোন উইকেট কিপার করতে পারত কিনা সন্দেহ আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.