নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
অনেক দিন আগে এক নোয়াখাইল্লা জাহাজের খালাসি, জাহাজে জাহাজে ঘুরতে ঘুরতে
এক সময় সুযোগ পেয়ে লন্ডনে। কাজ-কাম না পেয়ে চাকরি না পেয়ে কিছুদিন লন্ডনের রাস্তায় ঘোড়াঘুরি ---
অবশেষে রাস্তার পাসে তাবু টেনে অস্থায়ী হেকিমি-কবিরাজি ক্লিনিক খুলে বসল।
তাবুর বাইরে ইংরেজিতে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল --- সর্ব রোগের চিকিৎসা, বিফলে মূল্য ফেরত।
'GET TREATMENT FOR £20 - IF NOT CURED GET BACK £100.'
এক ব্রিটিশ বাংগালী আইনজীবী চিন্তা করল এই বাটপার নোয়াখাইল্লারে একটু সায়েস্তা করা দরকার। সাথে ১০০ পাউন্ড ধান্ধা করার এই সুযোগ।
উকিল গিয়ে ডাক্তারকে বলল- আমার জিহ্বায় কোন কিছুর স্বাদ পাইনা, আমি কোন স্বাদ পরখ করতে পারিনা, আমার চিকিৎসা করুন।
কতদিন জাবৎ?
এই ৩-৪ মাস, জিব্বায় লবন -চিনি কিছুই বুঝি না।
ডাক্তার তার ইংরেজ এসিস্ট্যান্টকে হাক দিয়ে বলল--- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।
ঔষধ খাওয়ানোর পর উকিল চেচিয়ে উঠল- ইসস স কেরোসিন! ওয়াক থু
ডাক্তার: গুড, আন্নের জিবলা কাম শুরু কইচ্ছে, ভিজিট ২০ পাউন্ড দিয়া হালান।
২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবেচিন্তে উকিল আরেক দিন আবার আসল ডাক্তারের কাছে।
উকিল: আমার স্মৃতি কাজ করছেনা, কিছুই মনে থাকে না। আপনি আমার চিকিৎসা করুন।
ডাক্তার আবার তার এসিস্ট্যান্টকে হাক দিয়ে বলল- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।
খাওয়ানোর পর উকিল রেগেমেগে একাকার। বলল: ওয়াক থু, এই কেরোসিন তো জিহ্বায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতবার!
ডাক্তার: এই তো স্মৃতি ফিরে এসেছে। ভিজিট বিশ পাউন্ড।
৪০টা পাউন্ড হারিয়ে মেজাজ খারাপ উকিলের।
টাকা উদ্ধারের আশায় + প্রতিশোধের নেশায় -- আবার এক দিন উকিল সেই ডাক্তারের তাবুতে। এবার চোখে কালো চশমা, হাতে সাদা ছড়ি।
ডাক্তার: কি সমইস্যা দাদা?
উকিল: আমি চোখে কিছু দেখিনা, অন্ধ হয়ে গেছি আমার চোখ ভালো করে দিন।
ডাক্তার: দুই আংগুল উচু করে - এখানে কয়ডা আঙ্গুল?
উকিল: আমি চোখে কিছুই দেখিনা।
ডাক্তার: দাদা এই চিকিৎসা আমার আওতার বাইরে, বিফলে মূল্য ফেরত এই ন্যান ১০০ পাউন্ড, বলে একটা নোট বাড়িয়ে দিল।
উকিল খেয়াল করে দেখলো -- সেটা ৫ পাউন্ডের নোট।
উকিল চেচিয়ে বলল: এটা কি দিলেন? এটা তো পাঁচ পাউন্ডের নোট!
ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বলল: দাদা আন্নের চোখ ভালা হইয়া গেছে -- ভিজিট বিশ পাউন্ড দিয়া হালান।
(সংগ্রহিত ও সম্পাদিত ০৮-২৫-২০১৯)
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ জাদিদ ভাই।
চাঁদগাজী ও ফরিদ ভাইয়ের বাড়ী গ্রেটার নিউখালী। তাই দিলাম
২| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: বেশ মজার।
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা। আমারও হাসি পেয়েছিল ভিষন ..
৩| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০২
জাদিদ বলেছেন: ফরিদ ভাইয়ের বাড়ি তো যতদূর জানি সিলেট!! চাঁদগাজী ভাইয়ের বাড়িও যে নোয়াখালি সেটা জানা ছিলো না।
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ফরিদ ভাইয়ের বাড়ী ফেনি। মানে গ্রেটার নোয়াখালী।
উনি আমার অনুরোধে ওনার ভাষা নোয়াখাইল্লা ভাষায় একটি সনেট লিখেছিলেন বছর দুই আগে।
৪| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৪
ইসিয়াক বলেছেন: সুন্দর।
২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন: - হা হা হা .. বেশ মজার।
৫| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজী মনে হয় চট্টগ্রামের। তবে ফেনীর 'চাঁদগাজী'তে উনি যুদ্ধ করেছিলেন। আমিও বৃহত্তর নোয়াখালীর। নোয়াখাইল্যাদের নিয়ে এসব কৌতুক ভালই লাগে। কারণ, এসব কৌতুকে পাঠানদের মত বোকা দেখানো হয় না। চালাক/বুদ্ধিমান দেখানো হয়...
২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজীর লেখা পড়ে যতদুর বুঝি ওনার বাড়ী ফেনীর 'চাঁদগাজী'তে।
চাঁদগাজী এই পোষ্টে কমেন্ট করেছেন, কোন আপত্তি তো দেখলাম না।
আপনি নোয়াখালীর জেনে ভাল লাগলো।
আমি নোয়াখালীর না হলেও ছিলাম ২ বছর। খুব ছোটকালে। নোয়াখাইল্লা ভাষা এখনো ভুলিনি। আমার পিতা জেলা জজ। বাসভবন ছিল মাইজদি শহর থেকে বেশ দূরে সোনাপুর। একটা বিশাল দিঘির পাড়ে টিনের ছাদের বাসা। নোয়াখালীকে ভুলবোনা কোনদিনও।
৬| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১:৫২
হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ সাজ্জাদ ভাই।
৭| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: মজার রম্য। ধন্যবাদ কালবৈশাখী ভাই।
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
নোয়াখাইল্লা জিন্দাবাদ!
৮| ২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
ল বলেছেন: Ha ha....
নোয়াখাইল্লা দ্যা গ্রেট।।।
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন: নোয়াখাইল্লা দ্যা গ্রেট!
৯| ২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
কে এই কবিরাজ, সেই সম্পর্কে তথ্যাদি দিতে পারবেন ব্লগার গিয়াস উদ্দিন লিটন।
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
- ওস্তাদ! লিটন দা যা কইলো,
.. .. .. .. .. .. .. .. .. .. .. ..
শুইন্না অজ্ঞান হইয়া মাটিতে পইরা গেলাম!
১০| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৪
নাসির ইয়ামান বলেছেন: খালি নোয়াখালী! হা হা!
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন: - নিউখালী! .. হা হা হা ..!
১১| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজা পেলাম।
++++
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫২
হাসান কালবৈশাখী বলেছেন: হা হা হা ..! মজা।
১২| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাহাজে জাহাজে ঘুরতে ঘুরতে এক সময় সুযোগ পেয়ে লন্ডনে। আপনি এডিট করে আমেরিকার স্থলে লন্ডন লাগিয়েছেন।
আমাদের সেই কবিরাজ সম্ভবত এই ব্লগেই আছেন।
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
হা হা হা ..
শেষ পর্যন্ত ওস্তাদ ধরা খাইলো!
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৮
জাদিদ বলেছেন: হা হা হা হা! জটিল!