নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
নূরুল কবীরের ফেসবুক একাউন্ট নাকি বন্ধ করে দিয়েছে সরকার --
অভিযোগটি নূরুল কবীর নিজে করেননি। করেছেন আজফার হোসেন। আজফার হোসেন বিএনপি জামায়াত চিনাবাদাম বুদ্ধিজীবী। তিনি কতোটা বিশ্বাসযোগ্য? অভিযোগটি নূরুল কবীরেরই করা ঠিক হতো। কোন মিডিয়া না ছাপলে নিজের পত্রিকায় ছাপতো সেটা বিশ্বাসযোগ্য হতো।
আর নূরুল কবীর কি নিজে সব সময় সত্যি কথা বলেন?
একবার এক টকশোতে বলছিলেন দেশে বাকস্বাধীনতা নেই, টকশোতে আসতে দেয় না, কথা বলতে দেয় না।
সঞ্চালক গালে হাত দিয়ে বসে শুনছেন। সঞ্চালক বলতে পারতো - কথা বলতে দেয় না? এতক্ষন কে কথা বলছে?
ইদানিং তিনি দলবাজি না মৌলবাদিদের সুরে কথা বলছেন। প্রয়োজনে তিনিও বেশ মিথ্যে বলতে অভ্যস্ত। একটা প্রমাণ দেই--
রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ জন্মদিনে একটি টেলিভিশ টকশোতে নূরুল কবীর বললেন, রবীন্দ্রনাথকে নিয়ে বাংলাদেশীদের উৎফুল্ল হওয়া ঠিক নয়। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন।
নূরুল কবীর কোনো রেফারেন্স দেননি তখন। প্রকৃতপক্ষে এটা মিথ্যে।
রবীন্দ্রনাথ কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেননি। করেছিলেন পশ্চিমবাংলার অনেকেই, মাওলানা আকরাম খাঁ, স্যার সৈয়দ আহমেদ, ব্যারিস্টার গোলাম রসুল সব অনেক নামী ব্যক্তিও ছিলেন। আবার কিছু হিন্দু লোকজনও বিরোধিতা করেছিলেন।
দুপক্ষের এই বিরোধিতার মুখে ছাই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় দুবার সংবর্ধনাও দেয়া হয়েছিল।
নূরুল কবীর কেনো রবীন্দ্রনাথ বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ কেন করেছিলেন?
করেছিলেন এই কারণে যে, এই মিথ্যেটি অপপ্রচারটি জামায়াত বিএনপি ঘরানা ও মৌলবাদি সমর্থকরা করে থাকে। তারা পাকিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনার ঘোরতর বিরোধী। আজফফার হোসেনও তীব্রভাবে রবীন্দ্রবিরোধী লেখক কথক।
নূরুল কবীর মুলত বাম ঘরনার লোক হলেও দির্ঘদিন জাবত জামায়াত বিএনপির লেজুরবৃত্তি করে যাচ্ছেন।
নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ফেসবুক একাউন্ট কে বন্ধ করেছে? আর কেইবা ফিরিয়ে দেবে?
ফেইসবুক অ্যাকাউন্ট কেবলমাত্র ফেইসবুক কর্তৃপক্ষের আওতাধীন। বাংলাদেশ, এমনকি আমেরিকান কোন সরকারের ক্ষমতা নাই কারও আইডি বন্ধ করে দেয়ার। সরকার চাইলেও সেটা পারেনা কারণ ফেইসবুক কর্তৃপক্ষ সেটা অ্যালাও করে না।
উদাহরন পিনাকি ক্যানসার। সরকার বহুবার চেষ্টাকরেও এই ক্যানসার বন্ধ করতে পারে নি।
ফেসবুকে কারো পোস্টের সেটা যদি ফেসবুকের স্ট্যান্ডার্ড না হয় তবে ফেসবুক তার একাউন্ট সাস্পেন্ড করে কিছু দিনের জন্য। পরে আবার খুলে দেয়। এ সময়ে ফেসবুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। নুরুল কবীর ওয়ালাদের উচিত গুজব না ছড়িয়ে ফেসবুককে যোগাযোগ করাক।
আপডেট ২৩-১১-২০১৯
অবশেষে নরুলকবিরের একাউন্ট ফিরিয়ে দিয়েছে ফেসবুক।
এক স্ট্যাটাসে উনি নিজেই লিখেছে , কিছু ভুল বানান (সিম্ফেথাইজড বানান ভুল Sympathized হবে)। -
Nurul Kabir
13 ঘণ্টা ·
I have got my FB account back after it was being 'disabled' some six weeks ago. I sincerely thank those in the FB and beyond who have helped me to get the account restored. Meantime, my best wishes to the friends who sympathised with me after I lost the account. I have nothing against those who have unduly abused me for telling my friend that the government has earned the technological capability to disable FB accounts at its will while I only wish that the abusers in question would not suffer this censorious capability of the government in the years to come. Nevertheless, am sorry my friend, Azfar Hussain, for taking your share of the abuses for me. Best.
১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
নুরুল কবিরের ফেবু কে পড়ে?
বিদ্ঘুটে কঠিন ইংরেজিতে কিসব লেখে হয়তো নিজেও বুঝে না।
আমি তো বুঝিই না।
২| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আলোচনার আসার সস্তা ফন্দি!
১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন: সঠিক কথা বলেছেন, জুনায়েদ ভাই।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২২
ঢাবিয়ান বলেছেন: নিউ এজ এর সম্পাদক নুরুল কবিরই শুধু নয় সাপ্তাহিক পত্রিকার গোলাম মর্তুজাসহ আরো কিছু জনপ্রিয় ফেসবুক সেলিব্রিটি যারা ফেসবুকে নিয়মিত বর্তমান সরকারের বিরুদ্ধে নিয়মিত কলাম লিখতেন, তাদের একাউন্ট এখন আর দেখা যাচ্ছে না। হয় এদের ফেসবুক একুন্ট হ্যকড নাহয় তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে লেখালেখি ছেড়ে দিতে।
১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নুরুল কবির ও গোলাম মর্তুজাকে প্রায়ই টিভিতে দেখা যায়। মর্তুজাতো ৭১ টিভিতেও নিয়মিত দেখা যাচ্ছে। লাইভ টকশো, এডিট করার উপায় নেই। যার যা ইচ্ছা যা মুখে আসছে তাই বলছে।
নুরুল কবির ও আসিফ নজরুলকে চ্যানেল আই তৃতিয়মাত্রা তে কিছুদিন পরপর দেখা যায়। আমি একবার এই দুজনকে একত্রে দেখেছি। কোন ডিফেন্স না এনে বিরোধি মতের দুইজন সুযোগ দেয়া খালিমাঠে গোল দেয়ার মত নীতিহিনতার কাজ।
সঞ্চালক জিল্লুর দেখি আরো এককাঠি উপরে। ভুল কথা মিছা কথা তো বাধা দেয়ই না উলটো আরো কুৎসা মিসিং হলে ধরিয়ে দেয় । তখন স্যান্ডেল দিয়ে পিটাতে ইচ্ছে করে।
এসব ফাজিলরা ভয়ে লেখালেখি ছেড়ে দিচ্ছে? বিশ্বাসযোগ্য?
এইসব লোকেরা ভয়ে কখনো লেখালেখি বন্ধ করবে?
৪| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
নূরুল কবির সাহেবের প্রতিটি আপডেট হিসেব করে ফেসবুক মিনিট ঘন্টা হিসেবে পে করে। ক্ষয় ক্ষতির পরিমান কতো তাকি জানালেন নূরুল কবির সাহেব?
বাংলাদেশ গুজবের দেশ, বাংলাদেশ বাম রাজনীতির দেশ সব সময় বাম সাইটে চলেছে এই দেশের রাজনীতি।
১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
নূরুল কবির সাহেব খুব কম স্ট্যাটাস দিতেন , মাসে একবারের বেশি চোখে পড়ে নি। কিছুদিন আগে দেখেছিলাম মামুলি ক্যাসিনো ফ্যাসিনো নিয়ে গতানুগতিক কথাবার্তা। এইসব স্যাটাসের বেইল আছে?
৫| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ৩নং মন্তব্য কতটা সত্য? সেটাই ভাবছি।
১৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এত ভাবাভারির কিছু নেই।
ওনারা খাসোগজি কে টুকরা টুকরা করা দেশকে, কাজের মহিলা ধর্ষণকারি বিচার না করা দেশকে ইমরানখাদের দেশ কে আইনের শাসন থাকা আদর্শ দেশ সোনার দেশ মনেকরে।
আর বাংলাদেশে সারা রাত টকশোতে হাসিনার মুন্ডুপাত করে পরদিন হাসতে হাসতে আবার আরেক টিভিতে....
এরপর বলবে দেশে বাকস্বাধীনতা নেই! এই দেশ আমার না।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুকে 'রাজনৈতিক লেখা' বন্ধ করার দরকার; কারণ, ফেইসবুকের বক্তব্য সামাজিক ডোমেইনের অংশ নয়; ফলে, এখানে মিথ্যা অপপ্রচার হচ্ছে!
১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
'রাজনৈতিক লেখা' কথাটাই বিভ্রান্তিকর।
সাধারন ধর্মিয় ওয়াজে রাজনীতির কথাবার্তা এসে যায়। তাদের নিজস্য মতবাদ প্রচার করছে।
কবিরা কবিতার চিপা দিয়া রাজনীতির স্লোগান দিচ্ছে
কিছু গল্পকার নামধারি শিবির! গল্পের ভেতর ইনিয়ে বিনিয়ে বঙ্গবন্ধুর পাছা মারছে।
মিথ্যা অপপ্রচার থামানো মুশকিল।
তবে ফেবু ও সোশাল মিডিয়া তে একটা জবাবদিহিতা থাকা দরকার। ফেবুর সব একাউন্ট ভেরিফাইড হওয়া দরকার।
মিথ্যা প্রচার, মিথ্যা কপি শেয়ার করলে যাতে আর্থিক জরিমানা করা যায়।
জরিমানা পরিশোধ করতে ব্যার্থ হলে ১০ বার কান ধরে উঠবস করার 'লাইভ ভিডিও' প্রচার করতে হবে।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন: নুরুল কবিরকে চিনিনা
১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
একটি ইংরেজি সংবাদ পত্র 'নিউ এজ' পত্রিকার সম্পাদক।
এই পত্রিকা কেউ পয়শা দিয়ে কিনেনা, হকারদের কাছেও দেখা যায় না।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩৯
গরল বলেছেন: রবীন্দ্র নাথ ঠাকুর যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এটা বিএনপি-জামাতের অপপ্রচার এটা নিশ্চিৎ কিন্তু নুরুল কবির সাহেবও এটা বলেন তা কেন যেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ ১/১১ এর পর সামরিক সরকারের সময়ও একমাত্র উনাকেই দেখেছি সাহসের সাথে সামরিক বাহিনীর সমালোচনা করতে তাই উনার প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল।
১৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
নুরুলকবির সাধারনত চ্যানেল আই তৃতীয় মাত্রাতে আসেন। সেখানে সারাক্ষণই বিএনপি-জামাতে
র পক্ষে বলেন। সরকারের সমালোচনা করেন।
১-১১ সামরিক সরকারের প্রবল সমর্থক ছিলেন। কিন্তু ২০০৮ এর পর মইনুল গং দের অপসারন করে খালেদা হাসিনাকে জেল থেকে ছেড়ে দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হলে সামরিক সরকারের উপর নাখোশ হতে দেখা যায়।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নুরুল কবির একজন নাস্তিক। কিন্তু এন্টি আওয়ামী লীগার হওয়াতে তার কথাবার্তা জামায়াত বিএনপি'র পক্ষে যায়।
রবীন্দ্রনাথ ঠাকুর যদি ঢাবি প্রতিষ্ঠার বিরোধীতা করেও থাকে তো সমস্যা কোথায়? রবীন্দ্রনাথের কী কোন দোষ, ত্রুটি, সমালোচনা থাকতে পারে না? রবীন্দ্রনাথের পারিবারিক ব্যবসা যে পতিতালয় ছিল সেটাও তো তাহলে গোপন রাখা উচিত। রবীন্দ্রনাথরা পূর্ববঙ্গের মুসলমানের জন্য ঢাবি প্রথিষ্ঠার বিরোধীতা করতেই পারেন! আকরাম খাঁ রা যে বিরোধীতা করেছিলেন সেটার রেফারেন্স কী? ইতিহাসকে নিজের গতিতে চলতে দিন।
নুরুল কবিরের আইডি সরকারের কারো দ্বারা হ্যাক্ড-ও হতে পারে। যা মনে হতে পারে সরকার বন্ধ করেছে(যদিও তা সম্ভব নয় বলেছেন আপনি)
১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
নুরুল কবির একজন নাস্তিক না বলে বেনামাজি নাফরমান, বেত্তুমিজ বলতে পারেন।
ফরহাদ মাযাহার, আসিফ নজরুল, পিনকি ভট্ট, গোলাম মোর্তজা এবং বহুল আলোচিত শহিদুল আলম এরাও নাস্তিক বা নাফরমান, মদপান পার্টিতে মাঝে মাঝে দেখা যায়
এদের মসজিদে, শুক্রবারেও মসজিদে খুজে পাবেন না।
এরা ডে নাইট পদে পদে যুদ্ধাপরাধীদের বিচার করতে বাধা দিয়েছে, বলে আওয়ামীলীগে থাকা রাজাকারদের বিচার না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, আন্তর্জাতিক আইন বাদে বিচার হয় না, বিচার করা যায় না। এরপর উলংগ ভাবে হেফাজত ও ব্লগার হত্যা সমর্থন ... রবীন্দ্রনাথ বিরোধীতা তথা জাতীয় সঙ্গীত বিরোধীতা .. অকারন ভারত বিরোধিতা ..
এসব কোনটাই এন্টি আওয়ামী লীগার কথাবার্তা না। পুরাই মানবতা বিরোধী কথাবার্তা।
ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এই লেখাতে অনেক কিছু জানতে পারবেন।
view this link
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নূরুল কবীর কেনো রবীন্দ্রনাথ বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ কেন করেছিলেন?
.............................................................................................................
যারা কিছু একটা বলে লাইম লাইটে আসতে চায়,
তারা এধরনের কর্মকান্ড করে,
তাদের নিয়ে কথা না বলাই ভালো ।