নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন রাষ্ট্র, সফল রাষ্ট্র বাংলাদেশে জন্ম নিয়েছে বলেই সাকিব আজকের সাকিব।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১২

এই কদিন ব্লগ/ফেবুতে অনেকে বার বার বলছিল সাকিব ভুল রাষ্ট্রে জন্ম নিয়েছে। ব্লগার রাজীবনুর একটি কমেন্টে এরকম বলেছিলেন।
তাই কিছু জবাব।

স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে জন্ম নিয়েছে বলেই সাকিব আজকের সাকিব।
পাকিস্তানে জন্ম হলে বাঙ্গালী হিসেবে স্থান হোত করাচি বস্তিতে। যত ভালই খেলুক পাকিস্তান টেষ্ট টিমে চান্স পেত না।
বাংলাদেশ স্বাধীন না হলেও একই অবস্থা হোত, মানে পরাধীন পুর্বপাকিস্তানে মাগুরার জেলা ক্রিকেট দলে।
ভারতে জন্ম নিলে? বাঙ্গালী হিসেবে বহু কষ্টে স্থান হয়েছিল সৌরভের। ইতিহাসে দেখা এক বাঙ্গালী। সাকিবের কোন স্থান হোত না টিম ইন্ডিয়াতে।

স্বাধীন উদিয়মান সফল রাষ্ট্র বাংলাদেশ।
জনগনের করের টাকায় তৈরি বিকেএসপিতে প্রায় বিনামুল্যে পড়ানো হয়েছে সাকিবকে, ট্রেনিং হয়েছে, ভাল পেরেছে, তাই টেষ্ট প্লেইং নেশান 'টিম বাংলাদেশে' চান্স পেয়েছে। তাই সাকিব আজকের সাকিব হয়েছে।

মুজিব, মুজিবনগর সরকার ও আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশটি স্বাধীন ও উন্নত না করলে সাকিব পরাধীন অবস্থায় পুর্বপাকিস্তানি হিসেবে পাকি টেষ্ট টিমে চান্স পেতনা, পশ্চিম পাকিস্তানে গেলেও পাকি টিমের চা বিস্কুট আনা ছাড়া কোন কাজ পেত না। নতুবা দেশে ডাংগুলি খেলতে হতো মাগুরায়।

আর স্বাধীন বাংলাদেশেও মুক্তিযুদ্ধ পক্ষ পুনরায় ক্ষমতায় এসে শেখ হাসিনা, ডালমিয়া, লোটাসকামাল সাবেরহোসেন চৌধুরীরা প্রথমে ওয়ান ডে স্ট্যাটাস, এরপর টেষ্ট স্ট্যাটাস চেয়ে জোরাজুরি করে টেষ্ট স্ট্যাটাস ছিনিয়ে না আনলে তখন এগিয়ে থাকা কেনিয়া টেষ্ট স্ট্যাটাস পেয়ে যেত। আর বাংলাদেশের ক্রিকেটাররা কেনিয়ার মত পথে পথে ঘুরতো, কেনিয়া এখনো টেষ্ট স্ট্যাটাস পায় নি। বাংলাদেশের পরে দুই যুগ পার হয়েছে। আর কেউ পায় নি টেষ্ট খেলার যোগ্যতা।

বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস ওয়ান ডে স্ট্যাটাস না থাকলে সেই সাকিব এই সাকিব হতে পারতো না।
মাসে বেতন, বিজ্ঞাপন, স্পনসর বাবদ কোটি টাকা কামাতে পারতো না।
বড়জোড় কলাবাগান ক্লাবে বা এজাক্স ক্লাবে, শুধু ক্রিকেট সিজনে, নামমাত্র বেতনে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: কথা অবশ্য মিথ বলনি, তবে আমাদের উদিত হওয়াটা এখনো শেষ হলো না। অল্প ভোগেই আমরা আমাদের প্রাপ্তি ভুলে গিয়ে উদীয়মান বলে বলে নিজেকে শান্তনা দিয়ে চলেছে। কষ্টে থাকার চেয়ে এটা অবশ্য ভাল উপায়।


হ্যা, সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রকে অপমান করে কথা বলা যেমন রাষ্ট্রদ্রোহিতার সামিল ঠিক তেমনি একজন কুনাগরিকের পরিচয়ও বটে। সাকিবকে সুযোগ দান ও মূল্যায়ন যদি বিসিবি না করতো, তবে সাকিবের এতদূর এগুনোটা সম্ভব হত না হয়ত।



জয় বাঙলা,
জয় বিসিবি।।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
ইয়োর এক্সিলেন্সি, দ্যা প্রেসিডেন্ট।
একদম সঠিক বলেছেন স্যার।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: এই লেখাটি কি আপনি পড়েছেন?

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সৌদি শেখরা আমাদের কাছে পীর পয়গম্বর পর্যায়ের।
তারা ধর্ষন করে পেটের দায়ে কাজে যাওয়া বাংগালী মেয়েদের, নির্যাতন করে মেরে ফেলে কোন বিচার নেই
সৌদিদের কিছুই বলা যাবেনা, কিন্তু সরকার কেন পাঠায় সেটা বলা যাবে। (যদিও সরকার পাঠায় না, শুধু যেতে বাধা দেয় না)

বাংলাদেশে ইমরান খানও একজন পীর৷ তার অনিয়ন্ত্রিত যৌনাচার, সন্ত্রসি প্রতিপালন, পারমানবিক হুমকি নিয়ে কিছু বলা যাবেনা।

তেমনভাবে সাকিব আল হাসান ও একজন পীর। সে বছর বছর জুয়াড়িদের সাথে যোগাযোগ রেখেছে, দেখা করতে চেয়েছে, মোবাইলের অনেক মেসেজ মুছে দিয়েছে, তারপর ও সে পীর। তাকে কিছুই বলা যাবেনা। সবাই জানেও সেটা, কিন্তু বলা যাবেনা।
গাছের চেয়েও কম আই কিউ সম্পন্ন এই বেকুবগুলার ধারনা, সবাই সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

বলেছেন: কেউ বলে বাংলাদেশ মানে সাকিব -- এমন কপালপোড়া আমরা সেটা শুনতে হয়।।।
বাংলাদেশের জন্ম হয়েছিল বলে সাবিক -- এটাই সত্য।।

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ লতিফ ভাই।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: আইসিসি বিসিসিআইয়ের সঙ্গে হাত মিলিয়েই জুয়াড়িদের প্রশ্রয় দিচ্ছে। এ কারণেই সাকিব প্রক্রিয়াগত ভুল করার পরও তাঁর জন্য এত হাহাকার। সাকিব দোষ স্বীকার করার পরও ভক্তরা মনে করেন, তিনি ষড়যন্ত্রের শিকার।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সাকিব কখনোই বলেনি তিনি ষড়যন্ত্রের শিকার।
বরং ধরা খেয়ে ২ বছর এত কান্ড হওয়ার পরেও চুপচাপ ছিল।
একবারও কি বলতে পারতো না "আমাকে অনৈতিক চাপ দেয়া হচ্ছে"?

আকসু দুদকের মত সম্পুর্ন ইন্ডিপেন্ডেট সংস্থা । একে অসীম ক্ষমতা দেয়া হয়েছে। বাংলাদেশও আকসু স্বাক্ষরকারি দেশ।
ভারত কেন, পাপন কেন, পৃথিবীর কারো কথাতেই আইসিসি/ আকসু প্রভাবিত হয় না। এদের বেশিরিভাগ সদস্য অবসরপ্রাপ্ত স্কটল্যান্ড ইয়ার্ড ও ব্রিটেন/অষ্ট্রেলিয়ার তুখোড় প্রাক্তন পুলিশ অফিসার। সাইবার সিকুরিটিতে এরা এফবিআইয়ের চেয়েও চৌকোস।

আগারওয়ালার ফোনে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন প্রমান পাওয়ার কারনে চলতি বছরের ২৩ শে জানুয়ারী এবং ২৭ শে অগাস্ট কাঠগড়ায় দাড় করিয়ে দু'টি সাক্ষাৎকার নেয়া হয়েছিল সাকিবের আকসু'র সাথে৷তখনো সাকিব কাউকে কিছু বলে নি।

২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত বিভিন্ন ঘটনা।
অনেক তদন্ত শেষে ২৯ শে অক্টোবর সাকিবের বিরুদ্ধে গঠন করা হয় অফিশিয়াল চার্জ শিট।
সাকিব বিনা তর্কে সব স্বীকার করে নিয়েছে। সাকিব কোথাও বলেনি তাকে ফাসিয়ে দেয়া হয়েছে।
বরং বলেছে রায়/শাস্তি যাই দিক ভারত সফরের আগেই দেয়ার জন্য।

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

যাযাবর জোনাকী বলেছেন: সিরিয়াসলি!?

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

ঢাবিয়ান বলেছেন: পোস্টের প্রতিটা লাইনে লাইনে চুড়ান্ত দাম্ভিকতা, অহংকার , ক্ষমতার বড়াই ও নিম্ন মন মানসিকতা ছাড়া আর কিছু প্রকাশ পায়নি।

সামু ব্লগের কাছে অনুরোধ যে পোস্টে ডিসলাইক বাটন চালু করা হোক।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি তো আমার নিজ দেশকে নিয়ে গর্ব অহংকার করলাম। হয়তো সেটা দাম্ভিকতাই।
আপনার ভাষায় নিম্ন মন মানসিকতা।
কিন্তু আপনার উচ্চমানসিকতার নমুনা তো দেখি।

কিন্তু আপনি তো পরের দেশ নিয়ে গর্ব অহংকার করেন।
ইমরান খানকে নিয়ে ইমরান বন্দনা করে তো অনেকগুলো পোষ্ট দিয়েছিলেন!

ইমরান খান কে দিয়ে বাংলাদেশের কি উপকার?
ইমরান খান বা পাকিস্তান কখনো বাংলাদেশের মঙ্গল চেয়েছে?
ইমরান বা পাকিস্তান বাংলাদেশ বা বাংলাদেশের নাগরিকদের কি উপকারে আসবে?

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কি বলেন ভাই, এই তো দু'বছর পূর্বে আয়ার‍ল্যান্ড ও আফগানিস্তান টেস্ট মর্যাদা পেলো। যাইহোক, সাকিবকে নিয়া যারা এমন কথা বলেছেন, এটা স্রেফ আবেগ থেকে; ভালোবাসা থেকে। এসব নিয়ে এতো সিরিয়ার আলোচনা সমালোচনার কিছু দেখছি না।

এসব সহজভাবে নিলেই ভালো।
দ্বিতীয়ত,
বর্তমান বিসিবি সভাপতির সমকালীন কিছু বক্তব্য ভালোলাগার মতো নয়। এসব বক্তব্যের কারণে মানুষ এদের বিরুদ্ধে কথা বলছে। সাকিব একটা উছিয়ালা মাত্র।

পাপন সাহেবদের বুঝা উচিত, তিনারা সাধারণ মানুষের কাজের লোক। কাজ করার পূর্বে, কথা বলার পূর্বে সচেতন থাকলে মানুষ এতো কথা বলার সুযোগ পেত না ।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

অদৃশ্য বালক বলেছেন: আপনার চেতনা তো ভাই সেই লেভেলের! দেশের প্রতি ভালোবাসা আমাদেরও আছে। কিন্তু একটু ভেবে দেখেছেন সাকিবের সাথে যা হয়েছে তা পরাধীন দেশেই হতে পারে, স্বাধীন দেশে এটা কাম্য নয়।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে বিভিন্ন মানদন্ড অর্জণ করতে হয়। তারমধ্যে অন্যতম হলো- (১) ভৌগলিক আয়তন, (২) জনসংখ্যা (৩) সরকার (৪) বহিবিশ্বের স্বীকৃতি । এখানে সাকিব বা পাপন হলেন জনসংখ্যার (উপাদান-২) একটি অংশ মাত্র। সাকিব বা পাপনের জন্য রাষ্ট্রকে ভুল রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা যায়।

তবে রাষ্ট্র অনেক সময় ব্যর্থতা দেখায় বা ব্যর্থ রাষ্ট হিসেবে উপস্থাপন করে। এটা সে সময় ঘটে যখন সরকার ভুল পলিসিতে রাষ্ট্র পরিচালনা করে। এখানেও রাষ্ট্রের ভৌগলিক উপাদানের কোন হাত নেই। বরং প্রতিনিধিত্বশীল সরকারের হাত রয়েছে।

পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলি পাকিদের প্রতিনিধিত্বশীল সরকারের ভুল রাষ্ট্রনীতির কারণে। ১৯৭১ সালে আমরা যদি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন না হতো তাহলে পাকিস্তান থাকত রাষ্ট্রের মালিক বা ভূ-স্বামী আর আমরা থাকতাম তাদের রায়ত। আর রায়তের অধিকার কেমন হতে পারে সেটা না বল্লেও বুঝবেন।

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই। ১১ নং মন্তব্য দেখে সংসোধন করে লিখে দিলাম।

একটি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে বিভিন্ন মানদন্ড অর্জণ করতে হয়। তারমধ্যে অন্যতম হলো-
(১) ভৌগলিক আয়তন,
(২) জনসংখ্যা
(৩) সরকার
(৪) বহিবিশ্বের স্বীকৃতি ।

এখানে সাকিব বা পাপন হলেন জনসংখ্যার (উপাদান-২) একটি অংশ মাত্র।
সাকিব বা পাপনের জন্য রাষ্ট্রকে ভুল রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা যায় না।

তবে রাষ্ট্র অনেক সময় ব্যর্থতা দেখায় বা ব্যর্থ রাষ্ট হিসেবে উপস্থাপন করে। এটা সে সময় ঘটে যখন সরকার ভুল পলিসিতে রাষ্ট্র পরিচালনা করে। এখানেও রাষ্ট্রের ভৌগলিক উপাদানের কোন হাত নেই। বরং প্রতিনিধিত্বশীল সরকারের হাত রয়েছে।

পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলি পাকিদের প্রতিনিধিত্বশীল সরকারের ভুল রাষ্ট্রনীতির কারণে।
১৯৭১ সালে আমরা যদি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন না হতো তাহলে পাকিস্তান থাকত রাষ্ট্রের মালিক বা ভূ-স্বামী আর আমরা থাকতাম তাদের রায়ত। আর রায়তের অধিকার কেমন হতে পারে সেটা না বল্লেও বুঝবেন।

১০| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

ভুয়া মফিজ বলেছেন: দুঃখিত, একেবারেই যুক্তিহীন লেখা।

মনে করেন, আপনার এই লেখায় সাকীবের জায়গায় পাপন, লোটাস কামাল বা যে কোনও ক্ষেত্রে বাংলাদেশের সফল যে কোনও ব্যক্তির নাম বসিয়ে দিয়ে যদি মূলভাব ঠিক রেখে আবার লেখি.....তাহলে কি সেই একই ব্যাপার হবে না! যেমন, পাপন যদি পাকিস্তানী জমানায় থাকতো, তাহলে পিসিবির প্রেসিডেন্ট হতে পারতো? বড়জোড় সে তালতলা বস্তির কল্যান সমিতির সভাপতি হতে পারতো। =p~

আপনার দু'টা পাখা থাকলে কি হতো চিন্তা করা বাতুলতা। বর্তমান এবং বাস্তব চিন্তা করেই আমাদের কথা বলতে হবে, নাকি!! ভুল কিছু বললে মাফ করে দিয়েন। :P

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই। আপনার ভাবনা চিন্তা সঠিক।

তবে আমি নিরুপায় হয়েই পোষ্টটা দিলাম।
"সাকিব তুমি ভুল রাষ্ট্রে জন্মগ্রহন করেছো"
বার বার এসব অকারন যুক্তিহীন মন্ত্যব্যে মেজাজটা খারাপ হয়ে গেল। তাই এই পোষ্টের অবতারনা।

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সংশোধনঃ
একটি রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে বিভিন্ন মানদন্ড অর্জণ করতে হয়। তারমধ্যে অন্যতম হলো- (১) ভৌগলিক আয়তন, (২) জনসংখ্যা (৩) সরকার (৪) বহিবিশ্বের স্বীকৃতি । এখানে সাকিব বা পাপন হলেন জনসংখ্যার (উপাদান-২) একটি অংশ মাত্র। সাকিব বা পাপনের জন্য রাষ্ট্রকে ভুল রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা যায় না। হবে।

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দ্যা প্রেসিডেন্ট বলেছেন সাকিবকে সুযোগ দান ও মূল্যায়ন যদি বিসিবি না করতো, তবে সাকিবের এতদূর এগুনোটা সম্ভব হত না হয়ত। জি বিসিবি সাকিবের কোন যোগ্যতা ছাড়া আল্লাহর ওয়াস্তে দান করেছে।
লিখক বলেছেন- পাকিস্তানে জন্ম হলে বাঙ্গালী হিসেবে স্থান হোত করাচি বস্তিতে। পাকিস্তানে জন্ম নিলে বাঙালি হবে কেন?

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সাকিবের বাবা মা বাঙ্গালী, পাকিস্তানে জন্ম নিলেও বাংগালী। বস্তির কথা অতিকথা।
সাকিব করাচির নামী স্কুল কলেজে লেখাপড়া করলেও বাঙ্গালী হিসেবে পাকি ন্যাসানাল টিমে স্থান হতনা।
আর সাকিব পাকি পরিবারে জন্ম নিলে তার নাম তো সাকিব রাখা হত না। নাম দিত - সাক্কুর কাহান লান্ডিকোটালওয়ালা

১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

সাইন বোর্ড বলেছেন: স্বাধীন রাষ্ট্র, সফল রাষ্ট্র - কতটা স্বাধীন, কতটা সফল ?

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ অবস্যই স্বাধীন রাষ্ট্র, সফল রাষ্ট্র
সম্পুর্ন স্বাধীন এবং সফল। শুন্য থেকে উঠে এসে অন্তত দখলদার পাকি দেশ থেকে সফল।

আর 'সফলতা' একটা আপেক্ষিক শব্দ।
রাষ্টের আদালত গতকাল আলবদর নেতা এটিএম আজহারুল ইসলামের ফাসি ফাইনাল করলো।
আমাদের কাছে এটা সফলতা। অনেকের কাছে এটা বিফলতা, বিচারহীনতা।
ধন্যবাদ।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

জোবাইর বলেছেন: আফসোস! বর্তমান তরুণ প্রজন্ম আমাদের ক্রিকেটের ইতিহাস জানে না।

পাকিস্তান টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে ১৯৫২ সালে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কায়েদে আজম ট্রফি ছিল উল্লেখযোগ্য। ক্রিকেটের ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলা হতো পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানের খেলোয়াড়েরা পূর্ব পাকিস্তানে এসে খেলতো চাইতো না। ওরা মনে করতো পূর্ব পাকিস্তানের মানুষ ক্রিকেট খেলা বুঝে না।

মাঝে মাঝে দুই-একটা ফ্রেন্ডলি ম্যাচ ঢাকায় আয়োজন করতো। তখন টিভি ছিল না। সুতরাং পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের ক্রিকেট খেলার ফলাফলটুকু শুধু পরেরদিন পত্রিকায় জানতে পারতো। যার কারণে ক্রিকেটে পূর্ব পাকিস্তান পিছিয়ে ছিল। '৬৯-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের একজনকে নামেমাত্র জাতীয় টিমে অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু কোন ম্যাচে খেলার সুযোগ দেয়নি।

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
বর্তমান তরুণ প্রজন্ম আমাদের ক্রিকেটের বঞ্চনা কঠিন অবস্থা থেকে উঠে আসা ইতিহাস জানে না। জানার চেষ্টাও করে না।
ছাগু চিনে না, না বুঝেই সমর্থন সহমত এরা আমিন আমিন বলা .. সোশাল মিডিয়ায় ভুল বাংলা আধা বাংলা সর্ট কমেন্ট করা ভোদাই প্রজন্মে পরিনত হয়েছে।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





ভয়ঙ্কর লেখা।
মন্তব্য করে বিপদে পড়বো।
আগে নিজে বাঁচি।

০৩ রা নভেম্বর, ২০১৯ ভোর ৫:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিপদের কিছু নেই। সুধু মাথাটা খাটান।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: সাকিব যা বলেছে তা কি নিজের ইচ্ছা মতো বলেছেন?? না কি তাকে বাধ্য করা হয়েছে ??

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কি বলেছে সেটা না ভেবে কি 'করেছে' সেটা দেখেন।

সাকিবের কত টাকা দরকার?
মাসে ৪ লাখ শুধু বেতন। এরপর স্পন্সর, বিজ্ঞাপন, মডেলিং, আইপিএল, বিপিএল সব মিলিয়ে মাসে কোটি টাকার কাছাকাছি।
পাহাড়সম টাকার স্তুপ। আরো টাকা দরকার?
আগারওয়ালার অফারগুলো ২ বছর হাতে রাখা, নিরাপদ আর একটি সময়ে একটি বড়সড় 'দাও' মারা জন্য ..
‘কাজটা কি এখনই হবে, .. নাকি আমি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব?’

বাদলের পরামর্শেই ভারত সফরের আগে হুট করে কথিত বেতন বৃদ্ধির জন্য অন্যান্ন ক্রিকেটারদের ভুলবুঝিয়ে অকারন ধর্মঘট ডেকে বসে। মুলত বাদলের প্রতিশোধমুলক এজেন্ডা পুরনের জন্যই। আর সাকিব এক বছর আগেই জানে ব্যান হবে। ব্যান হওয়ার আগে একটু হাইলাইট পাওয়ার চেষ্টা।

সে নিজেই আগেই শাস্তি চেয়েছিল। শাস্তি যাই দেক তাড়াতাড়ি দেয়ার জন্য, তার হিসেব পরিস্কার। তাড়াতাড়ি রায় হলে শাস্তির মেয়াদ তাড়াতাড়ি শেষ হবে, এবং বিশ্বকাপ খেলতে পারবে।
কত হিসেবি স্বার্থপর খেলোয়াড়! প্রতারনা মুলক ভাবে নিজের স্বার্থে ক্রিকেটারদের ভুলবুঝিয়ে নাটক তৈরি, অপরাধ ক্যামোফ্লাজ করে সব দোষ বিসিবি, পাপন, তথা রাষ্ট্রের ঘাড়ে চাপানো।
আবার ব্যান খাওয়ার আগেই তারাহুড়া করে পারমিশান ছাড়াই গ্রামিনফোনের সাথে বেআইনি চুক্তি করে টাকা হাতিয়ে নেয়া।
সব ক্ষেত্রেই টাকা টাকা টাকা, স্বার্থপরতা .. শুধু নিজের লাভের কথাই ভেবেছে।
টাকার পাহাড় নিয়ে বাকিজীবন আমেরিকা স্থায়ী হতে চাওয়া?

এতগুলো অপরাধ স্বার্থপরতা ও দেশের সম্মান ভুলুন্ঠিত করাতে তার বড় অর্থদন্ড + জেল দন্ড হলে খুশি হতাম।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
লিঙ্ক - সাকিব নিজেই ভারত সফরের আগে নিষেধাজ্ঞা চেয়েছেন।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে একজন আধুনিক মানুষ, একজন বিজ্ঞানমনস্ক মানুষ পীর বিশ্বাস করে না। এ যুগে কোনো পীর নেই। কেউ যদি নিজেকে পীর দাবী করে তাহলে সে ভন্ড।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের সবচেয়ে বর্বর হারামি পরিবারেরও বাপ-বেটা একই মেয়েকে ধর্ষণ করতে পারবে বলে মনেহয় না,
কিন্তু চোওদী আরবে তা নিয়মিত চলছে।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাকিব সন্দেহের উর্ধে নয়। বড় মানুষের ছোট অপরাধ থেকেও বাচার চেষ্টা করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.