নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

এত লজ্জার কি আছে?

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১




ইত্যাদি অনুষ্ঠানে একটি অংশে দুই মার্কিন ডাঃ জেসন আর মেরিন্ডা কি লজ্জায় ফেলো দিলো আমাদের, ঠিক বুঝলাম না৷
এত লজ্জার কি আছে?
ওনারা ছাড়াও আরো অনেক বিদেশী দির্ঘদিন বাংলাদেশে ছিলেন ও আছেন।
বহু বাংলাদেশী আফ্রিকায় সেবা দিয়ে যাচ্ছে। শান্তি রক্ষায় অনেক বাংলাদেশী জীবন দিয়েছে দিচ্ছে।
ইউরোপ আমেরিকার বহু বাংলাদেশি ডাক্তার আছে যারা বিদেশি ভালো পরিবেশ ছেড়ে বাংলাদেশে গ্রামে ফিরে হাসপাতাল করেছে। আমরা তাদেরকে উৎসাহ দেয়ার বদলে মামলা হামলা করে বিপাকে ফেলছি।

বরং জঙ্গি ও জঙ্গি সমর্থকদের জন্য আমাদের লজ্জা হওয়া উচিত।
২০১৪ দিকে তুচ্ছ রাজনৈতিক সুবিধার জন্য একটি জঙ্গি সমর্থক মহল বিদেশী নাগরিকদের হত্যা সুরু করেছিল।
রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামের নিরিহ স্বেচ্ছাসেবক জাপানী নাগরিক হোসিও কোনি ও ইটালিয় তাবেলা সিজারকে হত্যার পর বিদেশীরা দলে দলে বাংলাদেশ ত্যাগ শুরু হলে ব্লগ ও সোশাল মিডিয়ায় জঙ্গি সমর্থকরা খুসিতে অনেক লাফালাফি করছিল। সেসবই বরং বেশী লজ্জার।

হলি আর্টিজান হামলায় ২২ জন বিদেশী হত্যার পর ভেবেছিল এবার আর মিস নেই - এবার ডুববেই বাংলাদেশ!
কিন্তু ডুবেনি। বরং ঘুরে দাঁড়িয়ে রুখে দিয়েছে। দলে দলে পিতামাতারাই অসভ্য জঙ্গি ও জঙ্গি সমর্থক পুত্রদের ধরিয়ে দিচ্ছিল। মৃত যেহাদিদের লাশ পিতামাতারাও গ্রহন করতে অশ্বীকার করেছিল।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি তিতা হলেও সত্যি, হলি আর্টিজান পরবর্তী পরিস্থিতি যথেষ্ট দক্ষতার সাথেই সামাল দেওয়া গেছে নইলে পরিনতি হতো ভয়াবহ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
২০১৪ সালের পর ব্লগার হত্যা, বিদেশী হত্যা, শিক্ষক হত্যা, ভিন্নমতাবলম্বি মৌলবি হত্যা, ঈদজামাতে হামলা ও সুপরিকল্পিত ভাবে হলিআর্টিজান হামলায় ২২ বিদেশী যারা মেট্ররেল, সেতু সহ বিদেশী জরুরি নীতি নির্ধারক ছিল, তাদের হত্যা করে।
বাংলাদেশের মেরুদন্ড বাংলাদেশের কপাল ভেংগে একটি মহলের রাজনৈতিক সুবিধার ব্যাবস্থা করে দিয়েছিল।
কিন্তু রাষ্ট্র ও জনগন সবাই সম্মিলিত ভাবে যথেষ্ট দক্ষতার সাথেই সামাল দেওয়া হয়েছিল।
বেশিরিভাগ জনগন তখন সমর্থন না দিলে সম্ভব হতো না।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২

রাশিয়া বলেছেন: আপনি কি মৃত জঙ্গীদেরকে যেহাদি ভাবেন? যেহাদ বলতে আপনি আসলে বোঝেন কি?

বিদেশিরা দলে দলে দেশত্যাগ করাতে কোন সোশ্যাল মিডিয়াতে কে খুশিতে লাফালাফি করেছিল - আপনার কাছে কোন স্ক্রিনশট আছে কি? থাকলে শেয়ার করুন পারলে। নইলে ভাষা ব্যবহারে সংযত হোন।

নিরীহ নিরস্ত্র মানুষকে যারা হামলা করে নিহত করে - সেইসব কাপুরুষ কুলাঙ্গারদের প্রতি এই দেশের একটি মানুষেরও কোন সহানুভূতি নেই - এরা ঘৃণার পাত্র। বিচার না করে এদেরকে জনগণের হাতে ছেড়ে দিলে বুঝা যেত - এদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কেমন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সকল মিলিট্যান্ট ইসলামিষ্ট চরমপন্থি, আলকায়দা, বালকায়দা, আইএস সবাই নিজেদেরকে যেহাদি বলে, দাবি করে।
বাংলাদেশী হাজারখানেক যারা সিরিয়া গেছিল তারাও। বাংলাদেশী মহিলারাও গেছিল যেহাদে, মানে বিছানা যেহাদে।
এদেশি জেএম্বি, নিউ জেএমবি হরকাতুল আনসারুল আইএস দাবিদাররা নিজেদের হামলাকে যেহাদ বলছে, বলে যাচ্ছে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই,
বাংলাদেশে শত শত বছর ধরে বিদেশী ডাক্তার পড়ে আছেন অজ পাড়া গায়ে সম্ভবত হানিফ সংকেত সাহেব সেসব ভুল মেরে বসে আছেন। বাংলাদেশে ক্রিশ্চান মিশন ইতিহাস যতো বছরের ঠিক ততো বছর ধরে রাখেন বিদেশী ডাক্তারদের ইতিহাস এই দেশে। আরো ইতিহাস তুলে আনলে হাজার বছরের ইতিহাস পাওয়া যাবে বঙ্গভূমিতে।

বাংলাদেশের অনেক ডাক্তার সহ সামরিক বেসামরিক অফিসার বিদেশে শান্তিরক্ষী মিশন, রেডক্রস রেডক্রিসেন্ট সহ নানা এনজিওর সাথে কাজ করে যাচ্ছেন নিরলস। - জীবন দিচ্ছেন আফ্রিকার গহীন বনে। কার খবর কে রাখে ধুলায় অন্ধকার।


আমি একটি পোষ্ট দিবো এ বিষয়ে। আশা করি পাশে পাবো আপনাকে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই
বাংলাদেশে ক্রিশ্চান মিশন ইতিহাস যতো বছরের ঠিক ততো বছর ধরে রাখেন বিদেশী ডাক্তারদের ইতিহাস এই দেশে। আরো ইতিহাস তুলে আনলে হাজার বছরের ইতিহাস পাওয়া যাবে বঙ্গভূমিতে।
সঠিক কথা।

এছাড়াও বিভিন্ন কারনে রিভার্স জীবন বেছে নেয়ার উদাহরণ পৃথিবীর বহু উদাহরণ আছে, এরা একা না।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি একটি পোষ্ট দিবো এ বিষয়ে। আশা করি পাশে পাবো আপনাকে।

অবস্যই! আমাকে পাবেন, ব্লগের সবাইকেও পাবেন নিশ্চিত। বিদেশে UN শান্তিরক্ষী মিশন নিয়ে আপনার কাছে অনেক অনেক কিছু জানার আছে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: বলা উচিত ছিল বাংলাদেশি ডাক্তারদেরকে লজ্জায় ফেলে দিল। আসলেই তো লজ্জা পাওয়া উচিত বাংলাদেশি ডাক্তারদের। দেশের কোনো ডাক্তার ডাঃ এড্রিক বেকারের আহবানে সাড়া দেননি এগিয়ে আসেননি।
ডাক্তারির সেবা ও পেশার সাথে অন্যকোন কোনো পেশা বা কাজের তুলনা করাটাও চরম বোকামি বলে মনে করি৷

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
হয়তো কোনো ডাক্তার ওনাদের আহবানে সাড়া দেননি।
ডাক্তার চেয়েছিলেন কি না সেটাও সত্য কি না যানা যাচ্ছে না। কারন ওনার প্রতিষ্ঠানে যা কাজ সেসব একজন ডাক্তার নেতৃত্তে প্যারামেডিক দিয়েই উনি চালাচ্ছিলেন বলে যানা যায়।

ডাক্তারির সেবা ও পেশার সাথে অন্যকোন কোনো পেশা বা কাজের তুলনা করছে না কেউ।
সব সেবাই মানবতার জন্য সেবা।
ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশী ডাক্তারদের কাজকে আমি খারাপ বলছিনা। ওনারা মহান মানবতার কাজ করে যাচ্ছেন।
কিন্তু সেই যেহাদি ছাগুরা সোসাল মিডিয়ায় এই বিদেশী ডাক্তারদের এখন অপবাদ দিচ্ছে।
ছাগুরা বলছে খ্রিষ্টান মিশনারির পক্ষ থেকে খ্রিষ্ঠান ধর্মের দাওয়াতী মিশন পালন করতে বাংলাদেশে হাসপাতাল চালাচ্ছে।
যদিও সেখানে ১ টিও ধর্মান্তরনের কাজ হয়নি কখনোই ।

তবে ছাগুদের এই ট্যাগলাইনটা খুব ভয়ানক। এমন ট্যাগলাইনের কারণে মানুষের জীবনের নিরাপত্তা সংকটাপন্ন হয়ে পরে।
তাদের নিরাপত্তা নিয়ে আমি সংকিত, উদবিগ্ন।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ন একমত।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশে শত শত বছর ধরে বিদেশী ডাক্তার পড়ে আছেন অজ পাড়া গায়ে সম্ভবত হানিফ সংকেত সাহেব সেসব ভুল মেরে বসে আছেন। বাংলাদেশে ক্রিশ্চান মিশন ইতিহাস যতো বছরের ঠিক ততো বছর ধরে রাখেন বিদেশী ডাক্তারদের ইতিহাস এই দেশে। আরো ইতিহাস তুলে আনলে হাজার বছরের ইতিহাস পাওয়া যাবে বঙ্গভূমিতে।

বাংলাদেশের অনেক ডাক্তার সহ সামরিক বেসামরিক অফিসার বিদেশে শান্তিরক্ষী মিশন, রেডক্রস রেডক্রিসেন্ট সহ নানা এনজিওর সাথে কাজ করে যাচ্ছেন নিরলস। - জীবন দিচ্ছেন আফ্রিকার গহীন বনে। কার খবর কে রাখে ধুলায় অন্ধকার।
+++
অসাধারণ বলেছেন। একমত। আমি ধার নেব।
হাসান কালবৈশাখী ভাই,
অনেক ভালো কাজ , ব্যক্তি বা ঘটনা আছে যে গুলো বাংলাদেশ রিপ্রেজেন্ট করে। যে গুলো আমরা এড়িয়ে যায় , হাইলাইট করি না , মাতামাতি করি না। দুঃখজনক !
আপনার পোস্ট ভালো লেগেছে।



০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

কায়েস মাহমুদ! বলেছেন: লজ্জার ব্যাপারটা আসলে একটা ভয়াবহ ঔপনিবেশিক চিন্তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.