![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা দেশ এই মুহুর্তে অপেক্ষা করছে প্রধান নির্বাচন কমিশনার দেশবাসী কে কি বলেন। আমি রাজনৈতিক দলের লোক না বা রাজনৈতিক বংশেরও না। তাই সম্পূর্ণ অন্য একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করে আপনাদের আনন্দ দেয়ার চেষ্টা করছি।
আমার মতো আপনাদের অনেকেরই হয়তো চেইন লেটার, চেইন ই মেইল বা এস এম এস পাওয়ার অভিজ্ঞতা হয়েছে। মনে আছে কি লেখা থাকতো ওগুলোতে?
প্রথমে আল্লাহ বা জেসাস সম্পর্কিত কিছু বক্তব্য। তারপর লেখা থাকতো এটা ১০ বা যে কোন সংখ্যক ফটোকপি বা ই মেইল করার প্রস্তাব।
দ্বিতীয় অংশে থাকতো দুইটা উদাহারণ। একজন যে এটাকে মেনে কি পুরস্কার পেলো আর দ্বিতীয় জন না মেনে কি শাস্তি পেলো।
এই হলো ভূমিকা। যাক আমিও ইমেইল এমন অনেক পাচ্ছি। যথারীতি ছেড়ে দিচ্ছি। একদিন মাথায় কি ভূত চাপলো একটাকে ধরে বসলাম। ওটার যে অংশে পুরস্কারের কথা ছিলো ওটাকে চেঞ্জ করে লিখলাম " Mr.(বন্ধুটার নাম ও ঠিকানা ) has followed the instruction and as a reward he is dating a beautiful 20 years old model in Bangladesh." হেডিং এ লিখলাম সবাই যেনো পাওয়ার পয়েন্ট এর ৫ নম্বর পেজ তা অবশ্যই পড়ে। ওখানেই আমার এদিতেদ অংশ তা ছিলো।
তারপর ওটা পাঠালাম ওই বন্ধু ও যে যে আমাদের চেনে সব্বাই কে।
তারপর যা হবার তাই...................পুরাই বিনুদুন ! বন্ধুর ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা। আর কোনো দিন এমন ইমেইল দেয় নাই।
©somewhere in net ltd.