![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসপ্তক এর কথা মনে আছে? যারা দেখেছেন তারা নিশ্চয় ভুলতে পারেননি। মিয়ার ব্যাটা আর রমজান। একজনকে ছাড়া অন্যজনের চলে না। যাবতীয় অকাম - কুকাম এর সঙ্গী। মিয়ার ব্যাটা লাঠিয়াল হিসেবে রমজানকে ব্যবহার করতো সব বাজে কাজ করানোর জন্য। মিয়ার ব্যাটার একটা ইজ্জত আছেনা!!! সে তো হুরমতিকে ধরে বাগান বাড়িতে নিয়ে আসতে পারেনা!! কাওকে শায়েস্তা করতে যে জোর আর অস্ত্র ব্যবহার করতে হয়, সেটা করেও নিজের ওপর জুলুম করতেও সে রাজি না। তাই ভরসা? অবশ্যই রমজান।
অন্যদিকে রমজান ক্ষেত -খামারে কাজ করে যা কামাতো তার চেয়ে অনেক কম পরিশ্রমে অনেক বেশী কামাতে পারে। তার উপর মিয়ার ব্যাটার "খাস" লোক হওয়ায় সে ধরা ছোঁয়ার বাইরে।
এখনকার আমাদের সমাজে কি রমজানদের দরকার ফুরিয়ে গেছে? না, একেবারেই না। মিয়ার ব্যাটারা এখন অনেক চালাক ! তারা রমজানের জবটা out source করে দিয়েছেন।
একটু চিন্তা করে মিলিয়ে নিন।
সব মিয়ার ব্যাটার রমজান কিন্তু এখনো আছে !
১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: শুকুইজ্জা কডে? মনে পরে সেই যুগান্তকারী ডায়লগ? এখন সরকারী - বেসরকারী অনেক শুকুইজ্জা !!! ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিয়ার ব্যাটারা এখন অনেক চালাক ! তারা রমজানের জবটা out source করে দিয়েছেন।
ডিজিটালের জামানায় আপনি কি এনালগ রমজান চান!!!!???
সেইই!! আসলে আমরা পুরা মানব সব্যতাই বুঝী সেই একই বৃত্ত আবদ্ধ!!
!!!!