![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন নিবেন স্বপ্ন? স্বপ্ন নিবেন স্বপ্ন? স্বপ্নের ফেরিওলারা ছোটবেলা থেকেই কত স্বপ্নের লোভ দেখাইছে। আমিও সেই লোভে পড়ে স্বপ্ন দেখা শুরু করেছি। ছোট ছোট স্বপ্ন, ছেড়া ছেড়া স্বপ্ন, আংশিক রঙিন স্বপ্ন, পূর্ণ দৈর্ঘ্য স্বপ্ন, সম্পূর্ণ রঙিন স্বপ্ন।
ছবি সুত্র:ইন্টারনেট
স্বপ্নের কি আর শেষ আছে? কতো রকম স্বপ্নই তো দেখেছি। শুধু আমার ঘুড্ডিটাই আকাশ জুড়ে থাকবে। কেও পারবে আমাকে বক্কাটা করতে??!!!!
স্বপ্ন দেখে ঝাঁকি দিয়ে ঘুম ভেঙ্গে গেছে, না সিঁড়ি মিস করেছি !!!
অনেক কষ্ট করে পড়া শেষ করে স্কুলের যাচ্ছি। কঠিন পরীক্ষা আজ।স্যার তো খাতা দিয়ে দিয়েছেন। আমি এখনো বরই গাছতলা থেকে একপা ও নড়তে পারছিনা। কারণ আমি গেলেই ওই পাড়ার ওরা সব বরই নিয়ে যাবে। এখন বুঝুন ঠেলা !!!
পাড়ার সবচেয়ে কুচ্ছিত কুকুরটা তাড়া করেছে। পালানোর চেষ্টা করছি। কিন্তু আমার পা দুটো রীতিমতো হরতাল ডেকে বসে আছে !!! যন্ত্রণার কি আর শেষ আছে??
জীবন নিয়ে ফেরিওলাদের বিলানো স্বপ্নের পসরা নিয়ে দ্বিতীয় পর্বে লিখব। ধন্যবাদ পড়ার জন্য।
( চলবে )
©somewhere in net ltd.