![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরে পড়ে মনটা খারাপ হয়ে গেল। একজন টগবগে যুবক। মাত্র দেশের সবচেয়ে নামী বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারইং পাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঢুকেছে। সে কিনা shop lifting এর দায়ে ধরা পড়ল!
ঘটনা এখানেই শেষ না। তার স্বীকারুক্তি অনুযায়ী তাদের গ্রুপের আরো অনেকে চুরি করেছে ওই দোকান থেকে। তাদের দেখেই সে চুরি করেছে।
ভাই মোট ১৬ বা ১৮ বছরের শিক্ষা, মা বাবা, মুরুব্বি সবার দেয়া শিক্ষা আপনি কয়েকজন চোর এর সাথে থেকেই ভুলে গেলেন?
ধিককার এইসব শিক্ষিতদের। আপনাদের চাইতে আমাদের ফজল চাষা অনেক ভাল।
নিজে ডুবলেন সাথে ডুবালেন বুয়েটকে!
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
ঘুষ বাংলাদেশে চালু করেছে বুলশিট বুয়েট!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: বুয়েট তো চুরি শেখায় নি। অবক্ষয় সবখানে।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: হতে পারে অথবা নাও হতে পারে। ঘুষ বুয়েট এর জন্মের আগে থেকেই এ দেশে প্রচলিত।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশি এই ধরনের চুরদের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার চালু করা হোক ।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: অল রেডি দেয়া হচ্ছে!!!!
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১
সানজিদা আয়েশা সিফা বলেছেন: এটা খুব দুঃখজনক ঘটনা , সাধারণ চুরির সাথে দেশের সম্মান জড়িয়ে থাকে না । কিন্তু এখানে সরাসরি দেশের সম্মানের প্রশ্ন ।
নিজের মা আর দেশকে ছোট করা উচিত না ।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৭
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: একমত।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১
শাহ আজিজ বলেছেন: এরা কূটনীতিক হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে তাই হেড ফোনের চর্চা চলছিল।
বুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিঙে শপ লিফটিং সাবজেক্ট আছে নাকি??
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সালাম শাহ আজিজ ভাই। shoplifting ৪০১ কোরস করা মনে হচ্ছে!!!!! চ
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: Netherlands সরকারের টাকায় training করতে গিয়ে ওখানকার এক দোকান থেকে headphones চুরি করে ধরা পরেছে।