![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাটীগণিতের সবচাইতে জনপ্রিয় মনে হয় বানরের বাঁশ বেয়ে উঠা। তারপর মনে হয় ফুটাওয়ালা চৌবাচ্চা। সাথে বোনাস হিসেবে ছিল অসাধু ব্যাবসায়ী ও গোয়ালা। অসাধু ব্যাবসায়ী তার পন্যের দাম আগেই বাড়িয়ে রাখে ডিসকাউন্ট দিত আর গোয়ালা দুধে পানি মেশতো। বানর, ফুটাওয়ালা চৌবাচ্চা, ব্যাবসায়ী কিংবা গোয়ালা কোনদিন তাদের অপকর্ম স্কুলের প্রশ্নপত্রে থাকার প্রতিবাদ করেনি। এইবার এস এস সি পরীক্ষার প্রশ্নপত্রে ডাক্তারদের একজনকে (আবারো বলছি একজনকে) লোভী বলায় উনারা গোস্বা করেছেন। আমি স্ট্যাম্প এ লিখে দিতে পারি, প্রমানসহ দেখিয়ে দিতে পারি আপনাদের ডাক্তার বাবুদের অধিকাংশই অসৎ উপার্জন করেন। লোভ যেহেতু ষড়রিপুর একটা, তাই মানুষের মধ্যে থাকবেই। কম আর বেশি, বিভিন্ন জিনিশের প্রতি। তাই বলে আপনাদের গাল ফুলানো কিন্তু হাস্যকর। এটাকে যদি গালি হিসেবে নেন, তাহলে বলবো এই গালি আপনাদেরই অর্জন। You have earned it and you deserve it. আর যদি মনে করেন আপনার বাচ্চার সামনে আপনাকে লোভী হিসেবে চিহ্নিত করা হলো তাহলে আমি বলবো আপনি বোকার হদ্দ। কারন আপনার বাচ্চা ছোটকাল থেকেই অসুধ কোম্পানির বিনামুল্যে দেয়া ডায়াপার পড়েছে, অসুধ কোম্পানির দেয়া খাবার খেয়েছে এবং এই পরীক্ষাতেও যে কলম দিয়ে লিখেছে, সেটাও অসুধ কোম্পানি আপনাকে ঘুষ দিয়েছে। নগদ টাকা আর টেস্টের কমিশনের কথা নাই বললাম। C' mon Docs, cheer up. It happens!! ব্যাপার না। চালায়ে যান
©somewhere in net ltd.