| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাওলানা মামুনুল হক খুলনা কারাগারে, শুনানী ১৯ মে,সারা দেশে মুক্তি দাবী
মুহাম্মাদ মুরসালিন
খুলনা প্রতিনিধি
ইসলামবার্তা ডটকম
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রা. এর সাহেবজাদা মাওলানা মামুনুল হককে আটকের পর খুলনা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। গত কাল সকালে তাকে আদালতে আনা হলেও এজলাসে হাজির করা হয় নি। তার মামলার শুনানী আগামী ১৯ মে ধার্য করা হয়।
উল্লেখ্য গত রবিবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। যুব মজলিসের কেন্দ্রীয় দফতর সম্পাদক হাফেজ মাওলানা শহিদ ইসলামবার্তা ডটকমকে জানান, গত ২২ ফেব্রোয়ারী খুলনায় এক মাহফিলে প্রদত্ত বক্তব্যের কারনে তার বিরুদ্ধে মামলা করা হয়। সে মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হক সকালে খুলনায় আসেন। এরপরই পথিমধ্যে তাকে আটক করা হয়।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক’র গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসূফী, ও মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ হুমায়ুন কবীর।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে সরকার আলেমওলামাদের গ্রেফতার করে অন্যদিকে নাস্তিক মুরতাদদের প্রোগ্রাম করার সুযোগ করে দিচ্ছে। এতে বুঝা যায়, সরকার নাস্তিকদের পক্ষাবলম্বন করেছে। গ্রেফতার ও মামলা দিয়ে মুসলমানদের ঈমানী আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
বাংলাদেশ যুব মজলিসের ১ম কেন্দ্রীয় সম্মেলনে ইতিবাচক রাজনীতির আহবান জানালেন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক
View this link
©somewhere in net ltd.