নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

আগুনে পেট্রোল ঢালার মতো একটি সংবাদ সম্মেলন

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০০

আগুনে পেট্রোল ঢালার মতো একটি সংবাদ সম্মেলন -



আমরা শান্তির পক্ষে - আগামি মঙ্গলবার হরতাল

শান্তি ও সংহতি রক্ষা করুন - এখন রাস্তার নামার সময়



যোদ্ধাপরাধীর বিচার আমরাও চাই - মুক্তিযুদ্ধের চেতনার নামে ওরা কী করছে!



এরকম কিছু স্ববিরোধীতায় পূর্ণ বক্তৃতা শুনলাম আমাদের মাননীয় বিরোধীদলীয় নেত্রীর পঠিত বক্তব্য থেকে।



যোদ্ধাপরাধী দলটির মুখপাত্র হয়ে আজ তিনি কথা বললেন। ভুলে গেলেন তিনি যে স্বাধীন বাংলাদেশের জনগণের প্রতিনিধি। হায় রাজনীতি!



সাংবাদিকদের কোন প্রশ্ন তিনি কখনও গ্রহণ করেন না, কারণ ওগুলোর উত্তর লেখা নেই তার হাতে।







এধরণের বিরোধীতায় গণজাগরণের বিপ্লবীদেরকে ভয় না পেয়ে সাবধান হতে হবে। নিজেদের স্বকীয়তা তুলে ধরতে হবে। কোন দলের সাথে মিশে না গিয়ে স্বাতন্ত্র্য রক্ষা করতে হবে। তা না হলে, কোন বিশেষ দলের রাজনৈতিক ব্যর্থতা তাদের ঘাড়ে গিয়ে চড়ে বসতে পারে।



সাংগঠনিক ভিত মজবুত হওয়া চাই। প্রয়োজনে ‘গণজাগরণ সংহতি’ ইত্যাদি নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলা যেতে পারে, যার স্থায়িত্ব হবে দাবি আদায় পর্যন্ত।



অহিংস বিপ্লব চলতে থাকুক বিজয় অবধি!

জয় বাংলা - জয় জনতার!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.