নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুরি গুম অপহরণ দেখে আমরা অভ্যস্ত। যতক্ষণ পর্যন্ত নিজের ক্ষতি না হয় ততক্ষণ পর্যন্ত শান্ত থাকার নিয়ম কর্মজীবনের কষ্টার্জিত অবসর সময়টিকে বিসর্জন দিয়ে হাবিজাবি কিছু লিখি। তাও আবার চুরি হয় দেখে হতাশা লাগেই তো। অনেক দিন পর বিষয়টি চোখে পড়লো। সন্দেহপ্রবণ হয়ে না খুঁজলে হয়তো কখনও বুঝতে পারতাম না। সন্দেহটা কীভাবে সৃষ্টি হলো সেকথা পরে বলছি।
‘ঘোড়া ও ছাগল ’ নিয়ে আমার একটি লেখা সামুতে প্রকাশ করেছিলাম ২৩ মে ২০১৩ তারিখে। আজ বিস্মিত হয়ে দেখলাম, ডিসেম্বরের ১৭ তারিখে ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি ফেইসবুক গ্রুপ লেখাটি প্রকাশ করেছে। সেখানে আমার নামও নেই! কবিতার আকৃতিতে হুবহু লেখাটি প্রকাশ করে তারা ‘লাইক’ পেয়েছে ৩১৭ জনের এবং শেয়ার হয়েছে ৮৯ বার । এসব চোরদেরকে প্রতিরোধ করার কোন পরামর্শ কি কারও জানা আছে?
এবার বলছি কীভাবে সন্দেহ সৃষ্টি হলো। আমার বিশ্বাস বিষয়টি সকলকে উপকৃত করবে। ‘হুইটম্যান’ এর কয়েকটি কবিতা আমি অনুবাদ করেছিলাম। বাংলায় হুইটম্যান’র কোন লেখা আছে কিনা জানার জন্য আজ ‘অনুসন্ধান’ দিয়ে দেখলাম, আমার অনূদিত কবিতাগুলো ‘ক্রন্দসি’ নামের একটি সাইট প্রকাশ করেছে। তাদেরকে আমি চিনিই না। ‘আমাদের-কথা ডট কম’ নামে আরেকটি সাইট আছে যারা নিয়মিতভাবে সামু’র গুরুত্বপূর্ণ পোস্টগুলো পুনঃপ্রকাশ করছে। জানিনা সামু’র সাথে তাদের কোন অংশিদারিত্ব আছে কি না।
দেখুন কয়েকটি দৃষ্টান্ত:
দৃষ্টান্ত ১: ক্রন্দসি নামের সাইটটিতে আমার অনুবাদ কবিতা
দৃষ্টান্ত ২: 24deshinews.com-এ অনুমোদনবিহীন প্রকাশ
দৃষ্টান্ত ৩: pipilika.com নামের একটি সাইটে আমার লেখা । (আপনার লেখাও থাকতে পারে!)
দৃষ্টান্ত ৪: আমাদের কথা ডট কমে অনুমোদনবিহীন লেখা প্রকাশ । আপনার লেখাটিও খুঁজুন
দৃষ্টান্ত ৫: আমাদের কথা ডট কমে আমার অনেক লেখা প্রকাশ করেছে। আমি তাদেরকে চিনি না। কেউ কি চেনেন?
কিছুদিন আগে সহব্লগার খেয়াঘাটের তদ্রুপ একটি দৃষ্টান্ত দেখেছিলাম। দেখে বিস্মিত হলেও ক্ষিপ্ত হই নি, কারণ বিষয়টি নিজের নয় তো কিন্তু আমি অত বড় লেখক নই। তবু নিজের হাবিজাবি লেখাটি অন্যের নামে প্রকাশিত হতে দেখলে কার ভালো লাগে? ব্লগারদের লেখার বুঝি কোন দাম নেই? (যথেষ্ট রাগও করতে পারি না, এজন্য রাগও আরও বেড়ে যায়!)
তাই সকলেরই নিজ লেখার ‘খোঁজ দ্য সার্চ’ করা উচিত। চোরের মার বড় গলা হবার কারণে দেখা যাবে যে, চোরই মৌলিক লেখক হিসেবে আবির্ভূত হয়েছেন।
সহব্লগারদের প্রতি আমার পরামর্শ:
যদি মৌলিক লেখার মালিক হোন, তবে গুরুত্বপূর্ণ পোস্টগুলোর শিরোনাম নিয়ে গুগল-এ গিয়ে সার্চ দিন। আপনিও একই ফল পেতে পারেন। এসব বিষয়ে মৌলিক লেখকদের সচেতনতা না হলে লেখাচোরদেরকে প্রতিহত করা যাবে না।
সামুতে অধিকাংশ ব্লগার মৌলিক বিষয় নিয়ে লেখেন। তাদের আছে অগণিত সৃজনশীল লেখা। এসব লেখাকে বাঁচানোর জন্য সামু কর্তৃপক্ষেরও কিছু করার আছে কিনা আমার জানা নেই। যদি থাকে, তবে বিষয়টিতে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইন্টারনেটে লেখাচোরদেরকে থামানোর কোন উপায় থাকলে দয়া করে নিচে শেয়ার করুন। এটি সকলেরই উপকারে আসবে বলে আমার বিশ্বাস।
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: আমি মাঝেমধ্যেই সার্চ দিয়ে দেখি। চুরেরা আমার লেখা পছন্দ করে না। হেহে।
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অবশ্যই লেখা সংরক্ষণের কোন কায়দা আপনার জানা আছে...
অথবা শান্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন
আপনার মঙ্গল কামনায়...
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার লেখাও যে কেউ চুরি করবেনা এ ব্যাপারে আমি সেন্ট পার্সেন্ট শিওর ! আমি নিজেই করতাম না ||
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিশ্বাস করতে কষ্ট হলেও মজা পেলাম...
তবে এমন না হোক, এই কামনা করি
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২
বেলা শেষে বলেছেন: Brother , you are right! ....we have to learn....! Information is the part of "High Technology". Not only that, original writing we may translate it 90 languages as a 90 writers Name - in a one click!!!
You are good , respect & salam to you, up to next time!!!
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তাই তো? ওটা তো ভেবে দেখি নি
কত রকমের চুরি আছে...
অনুবাদের চুরি তার মধ্যে অনুপম
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, বেলা শেষে
৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আমার লেখা মাঝে মাঝে চুরি হয়।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখাগুলো বেশি গুরুত্বপূর্ণ হলে সংরক্ষণ করুন।
তবে ‘নিশ্চিন্ত’ থাকবেন না
শুভ কামনা...
৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩
সামুরাই০০৮ বলেছেন: সবাই করে। আমি , আপনিও করি।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫
রিফাত ২০১০ বলেছেন: লেখা চোরের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শেষ পর্যন্ত লেখার মালিকানা নিয়ে না একটা বাজাবাজি হয়
আগেই সাবধান করে দিলাম
৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
লাল সবুজের ফেরি্ও্য়ালা বলেছেন: আমি তো মাত্র শুরু করলাম লেখালেখি ।যদি ও আমার লেখা চুরি হবার কোন কারন নেই তাও সতর্ক হতে হবে
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার জন্য অনেক শুভেচ্ছা, লাল সবুজের ফেরিওয়ালা
ব্লগিং আনন্দময় হোক...
৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগের লেখা চুরি বন্ধের কোন সহজ উপায় আছে বলে আমার মনে হয়না। ইন্টারনেট এক বিশাল সমুদ্র। এই সমুদ্রে কে কোথায় কার লেখা চুরি করে অন্যত্র পোস্ট করে দিচ্ছে, খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া মুশকিল। তবে আপনার মতো গুনী ব্লগারের লেখা চুরি হবে, এ আর অস্বাভাবিক কী? আমাদের মতো আম ব্লগারের লেখা মনে হয় কেউ চুরি করতে যাবে না। তারপরেও যদি চুরি হয় আর আমি যদি জানতে পারি, তাহলে নির্ঘাত মামলা ঠুকে দেব। আমার বাবা (পরলোকগত) ও মা দু'জনেই উকিল। হাঃ হাঃ হাঃ।
সতর্কীকরণের জন্য ধন্যবাদ মইনুল ভাই।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আমাদের মতো আম ব্লগারের লেখা মনে হয় কেউ চুরি করতে যাবে না। তারপরেও যদি চুরি হয় আর আমি যদি জানতে পারি, তাহলে নির্ঘাত মামলা ঠুকে দেব।//
-ঠিক ইহাই শুনিতে চাহিয়াছি জনাব... আইনের আশ্রয় কীভাবে নিতে হয় জানতে হবে। আপনি আমার পথপ্রদর্শক হইবেন
তদুপরে যাহা বলিয়াছেন তাহাকে ভালোবাসার প্রকাশ হিসাবে মানিয়া নিলাম।
চুরি বন্ধের কোন উপায় সত্যিই নাই। অন্তত ইন্টারনেটে ইহার কোন সুরাহা দেখিতেছি না। কপিরাইট আইন কি ব্লগে প্রযোজ্য হইবে?
সালাম জানিবেন, আবুহেনা ভাই
১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: যদিও আমি নিজের লেখা নিয়ে ততোটা চিন্তিত না, কিন্তু সব ব্লগেই কিছু না কিছু ভালো মানের লেখক/ব্লগার আছেন, তাদের মৌলিক লেখাগুলো যদি চুরি হয়ে যায়, তবে তো আসলেই চিন্তার ব্যাপার। দেখা যাবে একই লেখার মালিকানা নিয়ে টানাহেঁচড়া চলবে। আমার মনে হয় একমাত্র ব্লগ কর্তৃপক্ষই পারে, এই ধরণের চুরি রোধ করতে। তুলে ধরা লিংকগুলোতে ঘুরে এলাম। এই ব্যাপারে ফেবুতে কয়েকদিন আগে জাকিয়া জেসমিন যূথী, সেলিনা ইসলাম এবং ফেরদৌসি বেগম (শিল্পী) আপাকে স্ট্যাটাস দিতে দেখে ছিলাম। বিষয়টা নিয়ে ব্লগ কর্তৃপক্ষ ভাববেন বলেই আশা করছি। আপনার এই পোস্ট তাদের ভাবনাকে ত্বরান্বিত করবে নিশ্চয়।
বিষয়টি সবার দৃষ্টিতে আনার জন্য অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবগুলো লিংক দেখেছেন? ধন্যবাদ, বিদ্রোহী বাঙালী
২৪দেশিনিউজ-এর লিংকে সমস্য ছিলো। দুঃখিত।
সত্যিই ‘চিন্তার ব্যাপার’।
দেশের কপিরাইট আইন নিয়ে কিছু আছে কিনা ভাবছি।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মইনুল ভাই আপনার কথা ঠিক। আমি নিজে তেমন একটা ভালো লিখতে পারিনা। তারপরও কিছু জায়গাতে দেখি আমার লেখা হুবুহু কপি পেস্ট করা হয়েছে। নিজেরি শরম লাগে যখন মনে মনে চিন্তা করি আমার বানান ভুল লেখাগুলা অনেকে পড়ছে আর আমারে গালি দিচ্ছে।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শরমেরই ব্যাপার
সামুতে এরকম একটি বিব্রতকর অবস্থা হয়েছে। একজন বেশ পরিচিত ব্লগার উপরোক্ত কাজটি করেছেন। তাকে শুধুই মন্তব্যে বলেছি। আর কিছু বলতে বিবেকে বাধলো।
আপনাকে অনেক ধন্যবাদ, দেওয়ান কামরুল হাসান রথি। আপনার লেখাগুলোতে আদর্শ ব্লগের বৈশিষ্ট পাই। চালিয়ে যান
১২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
ইমিনা বলেছেন: আপনার লেখা পড়েই দৌড় দিলাম সার্চ করতে। আমার ব্লগ বাড়ীতে দেওয়া প্রথম পোস্ট করা কবিতাটা ই সর্ব প্রথমে সার্চ দিলাম।
তারপর দেখি, কি মজা! পেয়ে ও গেলাম একজন চোর কে ...
বাকীগুলোও একে একে সার্চ দেওয়া শুরু করবো এখন।
কি যে মজা লাগতেছে
ক্লিক :
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রথমে ‘মজা’ পাবেন, পরে কিন্তু রাগও লাগবে
অতএব সাবধান!
আপনার জন্য শুভ কামনা, ইমিনা
আমার ব্লগে প্রথমে আসার জন্য বিশেষ অভিবাদন গ্রহণ করুন
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
নিশাত তাসনিম বলেছেন: চোরে চোরে দেশ হয়ে গেলো শেষ।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুব করে চাচ্ছি, দেশ ও জাতির খারাপ দিকটি ব্লগে কত চাপা রাখা যায়...
প্রিয় নিশাত তাসনিমকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখা চুরি দেখতে দেখতে নিত্যনৈমিত্তিক ব্যাপার মনে হয় এখন।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দুঃখজনক। সৃজনশীলতার অপমৃত্যু যেন না হয়...
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
েমঘপরী শীলা বলেছেন: যাই লিখি ভাইয়া, যত ছাইপাশ হোক,লেখা টা তো নিজের। অন্যের নামে দেখতে এত অসহ্য লাগে!
আরেকজনের পছন্দ হলে নিয়ে নিক না! কাটেসি বলে তো একটা ওয়ার্ড আছে, সেটা দিয়ে নিলেই হয়।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনে হচ্ছে, আপনারই এরকম একটি পোস্ট দেখেছি... তাই না?
আপনার জন্য শুভ কামনা
কার্টেসি বিষয়টিই পেলাম না।
অনেক ধন্যবাদ, মেঘপরী শীলা...
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: জনতার ব্লগ নামে একটা ব্লগে সামহয়্যারইনের প্রায় পরিচিত সব লেখকেরই লেখা মেরে নিজের নামে পোস্ট করে মানুষ। আশ্চর্য!
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিষয়টি ক্রমেই সংক্রমিত হচ্ছে। সাবধান হওয়া দরকার।
এখন তো সাক্ষর-নিরক্ষর সবার হাতেই ইন্টারনেট!
দেশের কপিরাইট আইন কি ব্লগে বা ইন্টারনেটে কার্যকর হয় না?
প্রোফেসর শঙ্কুকে আবার ধন্যবাদ এবং শুভ কামনা
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
মুদ্দাকির বলেছেন: আমার মনে হয় না কপি পেষ্ট ওয়ালারা আমার পোষ্ট পছন্দ করবে !!!!!
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কথা ঠিক বলেছেন ভাই। কিন্তু বিষয়টি টু-মাচ হয়ে গেছে
শুভেচ্ছা আপনাকে
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
অপু তানভীর বলেছেন: আমার লেখা কতবার যে চুরি হয়ে তা আব কিভাবে বলবো ! আমার লেখা অন্যের নামে কোন পেইজে দেখলে মাথায় আগুন ধরে যায় !
মনে হয় থাকড়ায়ে কান মুখ গরম করে দেই !
অফটপিক: ইমে মানে আমার পোস্টে আপনার সর্বশেষ মন্তব্য টা ভুল করে ডিলিট করে ফেলেছি ! দয়াকরে কিছু মনে নিবেন না !
খানিকটা লজ্জিতও বটে !
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অফটপিকের লেখাটি পড়ে ‘দুঃখ পেলেও খুশি হলাম শুনে’
যাক, আপনি তো লজ্জিত হয়েছেনই
এবার টপিকের কথা হলো: নিজ লেখার মালিকানা নিজ দায়িত্বে রাখুন...
অনেক শুভেচ্ছা অপু তানভির
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সাদরিল বলেছেন: বিপিেল নিয়ে লেখা ামার একটি লেখা অনুমতি না নিয়ে প্রকাশ করেছিলো একটি সাইট। তবে তারা আমার নাম প্রকাশ করেছিলো
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নামসহ প্রকাশ করলে, কিছুটা ক্ষমা করা যায়।
আমরা তো ব্লগার... ব্লগাররা তো উদার জাতির মানুষ
সাদরিলকে ধন্যবাদ...
২০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রথমেই একটা প্লাস দিয়ে আসা গেল আপনার পোস্টে, মনের কথা বলেছেন যে
আর লেখা চুরি রোধের একটা উপায় অবশ্যই বের হওয়া উচিত বলেই মনে করছি!
তাতে অন্তত এমন অভিজ্ঞতা পোহাতে হবেনা লেখকেই, যে আমার লেখা আমাকেই দেখিয়ে ভাব নিচ্ছে, কিংবা আমার মৌলিক লেখা নিয়ে আমারই যুক্তি তর্ক করা লাগছে
এই অভিজ্ঞতা যে কতোটা জঘন্য !!
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিজ্ঞতাটি সত্যই জঘন্য
এসব নিয়ে ব্যস্ত থাকলে লেখবো কখন...
একটু খারাপই লাগছে।
দি অ্যানোনিমাস, আপনার জন্য অনেক শুভ কামনা রইলো
২১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই বিষয়টা নিয়ে আমিও দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলাম। তবে এভাবে ভেবে দেখিনি। খোঁজ করতেই পেয়া গেলাম
মিল অমিল নেপোলিয়ন হিটলার (পঞ্চম পর্ব- প্রথম যুদ্ধ)
এটা সামুতেই আছে। আজ এটার একটা পর্ব দিবো চিন্তা করছিলাম। হায়!
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লিংক দেখে আসলাম। দেখলেন তো!
এই ‘আমাদের-কথা’ কারা?
লেখার যত্ন নিন।
শুভেচ্ছা জানবেন, মোঃ সাইফুল ইসলাম সজীব
২২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩
খেয়া ঘাট বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এইভাবে দুঃখের পোস্টে হাসা কিন্তু ভালো না, ভাইজান
আপনার কি আরও ওইরকম হয়েছিলো
২৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
সামুর ভক্ত বলেছেন: এই জন্য আমি কিছু ই লিখি না
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম সঠিক অবস্থানে আপনি আছেন...
সামুর ভক্তকে শুভেচ্ছা
২৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯
দি সুফি বলেছেন: আমার ৩টা নিছে। ১টাতে সোর্স হিসেবে আমার নাম দিছে
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘নাম’ দিলে ক্ষমা করে দিন... এবারের মতো
দি সুফি’র জন্য আন্তরিক শুভেচ্ছা
২৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯
আরজু পনি বলেছেন:
আমি সার্চ দেই না, যদি দেখি আমার রেখা চুরি হয়ে গেছে তবেতো আমার পায়াভারী হয়ে যাবে
তবে এমনিতেই দেখতে দেখতে একদিন এক সাইটে অবাক হয়ে দেখি আমার বই রিভিউ নিয়ে লেখাটা হুবহু মেরে দিয়েছে, নিচে আমার নিজের ব্লগসাইটের ঠিকানা দিয়েছে
যাক একেবারে চোর কীভাবে বলি , যদিও আমার লেখা ভাষা হুবহু নেয়াও চুরিই
সচেতনতা জাগানো পোস্ট...চলুক ।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পায়াভারি... হাহাহা। হালকা জুতা পড়ুন
নাম উল্লেখ করলেও লেখকের অনুমতি নেওয়া উচিত।
লেখকের নামও যখন উল্লেখ করে না, তখন সেটিকে চুরি না বলে উপায় নেই।
প্রিয় ব্লগার আরজুপনি’র অনেক শুভেচ্ছা...
২৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০
আরজু পনি বলেছেন:
ডকুমেন্ট হিসেবে নিয়ে গেলাম আপনার পোস্টটা ।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আচ্ছা... ধন্যবাদ
এসব বিষয়ে আরও খোঁজ নিয়ে আপনি আমাদেরকে আরও সচেতন করতে পারেন। আমব্লগাররা এতটুকু দাবি আপনার কাছে করতেই পারেন
২৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য একটা কথা বলি- মানুষের কথা কি বলব... আমি ই তো কত লেখা চুরী করেছি।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম আমি জানি। কিন্তু ভালো লেখকদেরকে কেন এটি করতে হয় আমার উপলব্ধিতে আসে না
দায়িত্বশীল এবং পেশাদার লেখকরা কারও লেখা ব্যবহার করলে ‘তথ্যসূত্রে/ গ্রন্থপঞ্জিতে’ তাদের নাম উল্লেখ করেন।
ভালো কথা, লেখার কোন অংশ কপি-পেস্ট করে যে চুরি, সেটি কিন্তু সার্চ দিলে আসবে না
এসব ক্ষেত্রে চোর ধরার চান্স নেই....
আপনাকে অনেক শুভেচ্ছা, রাজীব নুর
২৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮
অন্ধবিন্দু বলেছেন:
লেখকের প্রচার প্রসার না ঘটলেও লেখালেখির প্রচার-প্রসার ঘটছে। ভালোই তো !
থিংক পজেটিভ
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, পজিটিভলি থিংক করলাম। কিন্তু নাম উল্লেখ না করলে ওটাকে ইতিবাচক হিসেবে নেবার সুযোগ নেই, ভ্রাতা
অনেক ধন্যবাদ আপনাকে, অন্ধবিন্দু
২৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মইনুল ভাই, কপিরাইট আইন ব্লগের ক্ষেত্রে প্রযোজ্য কী না, আমার জানা নাই। তবে যেহেতু প্রায় প্রতিটি ব্লগেই লেখার সত্ত্ব ও প্রকাশের দায় দায়িত্ব লেখকের থাকে বলে ব্লগ কর্তৃপক্ষের ঘোষণাই দেওয়া থাকে, সেহেতু এটি কপিরাইটের সমতুল্য অধিকার বলে মনে করি। হুবহু একই লেখা অন্য কেউ চুরি করে অন্যত্র প্রকাশ করলে নিশ্চয় তার প্রকাশের তারিখ আপনার প্রকাশের তারিখের পরে হবে। এটাই চুরি প্রমানের জন্য যথেষ্ট। এ ক্ষেত্রে আমার জানামতে সংশ্লিষ্ট চোর লেখক ও চুরি যাওয়া লেখা প্রকাশকারী ব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের অর্থ দাবী করে আপনি উকিল নোটিশ দিতে পারেন। তিনবার নোটিশ দেওয়ার পরেও যদি তারা জবাব না দেয় বা প্রদত্ত জবাব সন্তোষজনক না হয়, তাহলে ক্ষতিপূরণ দাবী করে আপনি আদালতে মামলা করতে পারেন। ধন্যবাদ।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় আবুহেনা ভাই, এবার হয়েছে। লেখার গুরুত্ব মোতাবেক উকিল নোটিশ পাঠাবার ব্যবস্থা করতে হবে। উকিল মা-বাবার সন্তান হওয়ায় দেখুন, আমরা কত সুবিধা নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। আরও নেবার আশা রাখি
আমার বিশ্বাস কপি রাইট আইনটি এখানে কাজে আসবে।
অনেক ধন্যবাদ, ফিরে এসে আবারও মন্তব্য করার জন্য
৩০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১
বিদ্রোহী বাঙালি বলেছেন: সবগুলোই দেখেছি। তবুও ভালো কয়েকটাতে অন্তত আপনার নামটাই রেখে দিয়েছে। পিপীলিকার ব্যাপারটা ক্লিয়ার না। আমার জানা মতে পিপীলিকা একটা বাংলা সার্চ ইঞ্জিন যেটার উদ্বোধনে অধ্যাপক জাফর ইকবাল স্যারও ছিলেন।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় বিদ্রোহী বাঙালী, দ্বিতীয় বার এসে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। নাম উল্লেখ করলেও অনুমতির দরকার। এভাবে লেখক হবার আমার কোন সাধ নেই আমি ব্লগার হয়েই থাকতে চাই আপাতত। পিপীলিখা শুধুই সার্চ ইঞ্জিন না।
শুভেচ্ছা জানবেন
৩১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
ইমিনা বলেছেন: হু, বিনীত ভাবে বিশেষ অভিবাদন গ্রহন করলাম
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তাহলে তো আমরা এখন পরস্পরের সহ-ব্লগার
আবারও শুভেচ্ছা
৩২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮
আমি তুমি আমরা বলেছেন: এই চোরগুলাকে মানুষ করা যাবে না।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুবই চিন্তিত আছি.... আমি তুমি আমরা!
ভাবছি ‘মহাকাব্য’ লেখার পরিকল্পনাটি বাতিল করবো
৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: নিজের লেখা যখন পেস্ট করা অবস্হায় কোন অখ্যাত ব্লগে পাওয়া যায় যেখানে লেখকের নাম দেওয়া থাকেনা আর সেখানে প্রকাশক নিজ চেহারাটা দিয়ে দেয় তখন রাগ লাগবেই।গুগলে সার্চ দিয়ে দেখি আমার একটা পোস্ট দিয়াই ঐ টপিকের একটা পেইজের সবগুলা স্ট্যাটাস সাজানো।ইনবক্স করলাম যে নামটা দিয়ে দেন কিন্তু কোন রিপ্লাই নাই।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঠিক একই ঘটনা ঘটেছে আমার ক্ষেত্রে...
বলুন এমন পরিস্থিতিতে কি মহাকাব্য অথবা মাস্টারপিস ধরণের কিছু লেখা যায়?
ধন্যবাদ আপনাকে, জেনারেশন সুপারস্টার
৩৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
ভালোবাসার কাঙাল বলেছেন: ভাই একদমই মনের মতো একটা পোস্ট। এই ব্যপারটা এমনই যে না যায় সহা না যায় কিছু করা। আমার মতো ক্ষুদ্রের লেখাতেও চোরের নজর পরছে। সময় হলে দেখতে পারেন-
Click This Link
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখে আসলাম। দুঃখজনক।
নিজের লেখা সংরক্ষণের উপায় বের করুন...
ভালোবাসার কাঙালকে ধন্যবাদ
৩৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: হুবহু না হলেও পুরানো লেখার ভাব নিয়ে অনেক নুতন লেখা খোদ সামুতেই অনেক আছে।। আর মন্তব্য,লাইকও পেয়ে থাকে। কিন্তু প্রথম লেখাটা শুধুই পঠিত। মন্তব্যের ঘর ফাঁকা!!
এটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছি। নুতন যে......তাই।। ধন্যবাদ এমন একটি বাস্তবতাকে তুলে ধরার জন্য।।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//হুবহু না হলেও পুরানো লেখার ভাব নিয়ে অনেক নুতন লেখা খোদ সামুতেই অনেক আছে।। আর মন্তব্য,লাইকও পেয়ে থাকে। কিন্তু প্রথম লেখাটা শুধুই পঠিত। মন্তব্যের ঘর ফাঁকা!!//
-চরম হতাশাজনক একটি বিষয়। এজন্যই মহান সামু’র দৃষ্টি আকর্ষণ করলাম।
ধন্যবাদ আপনাকে, সচেতনহ্যাপী
৩৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
সীমানা ছাড়িয়ে বলেছেন: চোরেরা আমারে পছন্দ করে না
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সীমানা যেদিন ছাড়িয়ে যাবেন, সেদিন অবশ্যই চোরেরা আপনাকে পছন্দ করবে
৩৭| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: সুযোগ নাই , আমি আমার লিখায় পাসোয়ার্ড দিয়া রাখছি
ফেসবুকে মাঝে মাঝে এক বড় ভাই স্ট্যাটাস কপি করে , আমি শুধু লাইক দিয়ে , হাসির ইমু দিয়ে চলে আসি ! বাকীটা তার বোধের ব্যাপার !!
শুভকামনা মইনুল ভাই , আপনার চমৎকার লিখাগুলোর নিরাপত্তা কামনা করি ! একই দোয়া আমার জন্য ও করবেন কিন্তু !
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বুঝলাম এখন থেকে লেখায় পাসওয়ার্ড উল্লেখ করে দেবো... যেন কপি না হয়...
তাদের ‘বোধ’ থাকলে কি ‘উহা’ করে?
শুভ কামনার জন্য ধন্যবাদ, প্রিয় স্বপ্নবাজ অভি...
আমি জানি কবিতা চুলে গেলে কবিদের ‘কী দশা’ হয়।
অতএব আপনার জন্যও একই শুভকামনা
৩৮| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭
এহসান সাবির বলেছেন: সার্চ করব আজ, দেখবো ঘটনা কি.......
আপনার চমৎকার লিখাগুলোর নিরাপত্তা কামনা করি !
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... ধন্যবাদ, এহসান সাবির
আপনার জন্যও একই কামনা রইলো...
খুঁজে দেখুন এবং বুঝে চলুন
৩৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: সামান্য কয়েকটা সার্চ দিয়ে কোন চুরি কাহিনী পাইনি । তবে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম । 'টুডে ব্লগ' নামক একটা ব্লগ আমার দশ-বারোটা পোস্ট প্রকাশ করেছে আমারই নামে । উৎস হিসাবে 'সামহোয়্যারইন ব্লগ উল্লেখ করে দিয়েছে । এতে খুশি বা দুঃখ কোনটাই লাগেনি । তবে আমি যেহেতু ব্লগে আর ফেবুতে নিয়মিত, তাই তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেই লেখা প্রকাশ করতে পারত !
সচেতন করে দেয়ার জন্য ধন্যবাদ মইনুল ভাই । একটু ব্যস্ত সময় যাচ্ছে, ফ্রি হলে সব লেখা সার্চ দিয়ে দেখব ।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার লেখা তো পাইকারি হারে কপি এবং ‘কপির কপি’ হবার কথা
ব্যস্ততা কাটলে সার্চ দিন।
সাবধানতা দরকার। তা না হলে যা বললাম তা-ই হবে...
অর্থাৎ চোরই আসল মালিক বনে যাবে
ধন্যবাদ, এবং
অবারিত শুভেচ্ছা, জনাব
৪০| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখজনক !!!
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... আমার অবস্থা এবং দুঃখের জননী
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, প্রিয় কাণ্ডারি অথর্ব!
*খুব কম দেখছি আজকাল?
৪১| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি অবশ্য আমার কয়েক লাইন গুগলেও পাইলাম না! কবিতা মনে হয় কম চুরি হয় অথবা আমি সেফ!
যাই হোক, লেখা চুরি হইলে অসম্ভব মেজাজ খারাপ হয়, নিজের বাচ্চারে কেউ চুরি কইরা অক্সফোর্ড পরাইলেও ভালো লাগে না যেমন! ব্লগ-পুলিশ গঠন করা হোক! ব্লগারদের নিরাপত্তার জন্য এইটা জরুরী, খেয়াল রাখতে হবে ব্লগ-আর্মি কিন্তু চাই নাই! কারন ব্লগাররা শান্তি চায়, নিরাপত্তা চায়,- যুদ্ধ না!
সবাই এক যোগে ব্লগ পুলিশের আবেদন জানাই চলেন! আমরা এইখানে লিখে কোনো টাকা রোজগার করি না, তার মানে এই না যে আমাদের লেখার নিরাপত্তায় ব্লগের বা সম্মিলিত কোনো পদক্ষেপ থাকবে না! কী কন?
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //ব্লগ-পুলিশ গঠন করা হোক! ব্লগারদের নিরাপত্তার জন্য এইটা জরুরী, খেয়াল রাখতে হবে ব্লগ-আর্মি কিন্তু চাই নাই! কারন ব্লগাররা শান্তি চায়, নিরাপত্তা চায়,- যুদ্ধ না!//
)
এর পর কি আর অমত করার কিছু আছে?
দারুণ প্রস্তাব
সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ...
আপনার চমৎকার লেখাগুলোতে যেন কারও নজর না লাগে
সেই কামনা করছি, কবি ৎঁৎঁৎঁ
৪২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬
মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার।
শুভেচ্ছা রেখে গেলাম।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, মোঃ ইসহাক খান
৪৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
জুন বলেছেন: মাইনুউদ্দিন মইনুল আপনার লেখার বিষয়বস্তটি অত্যন্ত গুরুত্বপুর্ন।
আমার মতন অখ্যাত লেখকের লেখা ব্লগে পেপারে আমার জানামতে ছেপেছে। আমার নাম প্রকাশ করে নি, লিখেছে নিউজ ডেস্ক
আমি কিছু বলি নি, কি লাভ বলে !
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুবই দুঃখ লাগে... সত্যিই
ধন্যবাদ আপনাকে, জুন...
‘ভালো থাকুন’ বলার সাথে এখন থেকে বলবো
আপনার লেখা সুরক্ষিত থাকুক
৪৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: আমি খ্যাত খ্যাত লেহি। আমার লেহা কপি মারনের মত কেউ নাই। তারপরেও ডর করে সার্চ দিতে। কিছু পাইলে মেজাজ খ্রাপ হৈব। থাক। সার্চ না দিয়াও ফ্যাচপুকে মাঝে মইধ্যে দেহি আমার লেহা আমার সাম্নে আইসা পরে। ওহানে ব্লক মাইরা এট্টু রাগ দমাই। :p
২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অন্যের হাতে নিজের লেখা দেখলে মাথায় খুন চাপে...
কিন্তু কী আর করা...
লেখকেরা তো আর খুনি হতে পারে না
ধন্যবাদ ডেমিনিয়াক ম্যাডম্যান, আপনাকে...
৪৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯
জন কার্টার বলেছেন: আমি প্রায় দেখি অনলাইনে অনেকে লেখা কপি করে কিন্তু কার্টেসী দেয় না ।
আমি মনে করি এটা তারাই করে যারা হীনমন্যতার অধিকারী । এই ছাড়া আর কিছু বলার নেই ।
২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, জন কার্টার। ঠিকই বলেছেন
ভালো থাকুন....
৪৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া আমার পাপেট শো দেখো। স্পেশালি তোমার বাবুকে দেখাবে।
Click This Link
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শায়মা, আপনাকে অনেক ধন্যবাদ। দেখে আসলাম পাপেট শো। দেখাবোও।
৪৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০১
মহামহোপাধ্যায় বলেছেন: ঘটনা সইত্য, আমিও ভিক্টিম/ভুক্তভোগী
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মহামহোপাধ্যায় যদি বলেন ‘ঘটনা সত্য’ তবে আর কার সাধ্য আছে অস্বীকার করার
চলুন ‘দুনিয়ার ভুক্তভোগী’ এক হই...
৪৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমার লিখাগুলো এখনও চোরের হাতে যায়নি বলেই মনে হলো । কিন্তু কেউ যদি শিরোনাম পরিবর্তন করে ফেলে তখন ??
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চোরের অপেক্ষায় থাকবেন না - সাবধান হোন
কোন্ মন্তব্যে যেন একটা ‘ডিসক্লেইমার’ দিয়েছি।
আবারও বলছি: শিরোনাম বদলিয়ে লেখা চুরি করলে, তার জন্য এই নাদান লেখক দায়ি নয়
ধন্যবাদ আদনান শাহরিয়ার, সবসময় সঙ্গ দেবার জন্য
৪৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১
মাহমুদ০০৭ বলেছেন: এখন হতে মাইনুদ্দিন ভাইয়ের সব লেখা '' আমাদের কথা '' সাইট হতে পড়ব
কে দিবে চোর হইতে মুক্তি ? কে দিবে আশা ? কে দিবে ভরসা ?
ভাল থাকুন প্রিয় রসিক ব্লগার মাইনুদ্দিন ভাই
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখার ‘মোরাল’ একদম ধরে ফেলেছেন
ওই কথাটিই আমি বলতে চেয়েছিলাম... ‘আমাদের কথা’ হলো আমার নতুন ঠিকানা
//কে দিবে চোর হইতে মুক্তি ? কে দিবে আশা ? কে দিবে ভরসা ?//
প্রিয় মাহমুদ০০৭কে অনেক দিন পর পেয়ে আমোদিত
৫০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
মশিকুর বলেছেন:
সতর্কীকরণের জন্য ধন্যবাদ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুর লেখা অন্য সাইট ঘুরে এসে সামুতেই পেস্ট হয় মাঝে মাঝে কয়েকটাকে ধরে সাইজ দিসিলাম। ব্যাপারটা আসলে বিরক্তিকর সাথে হতাশাজনক দেখি কিছু লেখা সার্চ দিয়ে...
ভাল থাকুন।।
০১ লা মে, ২০১৪ রাত ৯:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সাইজ করেছেন...
দেখুন তো সার্চ দিয়ে....
অনেক দিন পর আমার একজন প্রিয় সহব্লগারকে দেখতে পেয়ে আনন্দিত। শুভেচ্ছা জানবেন, মশিকুর
৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
দৃষ্টিসীমানা বলেছেন: তাহলে কি আমার সহজ পদ্ধতির রেসেপি গুলোও ঝুকিতে আছে ?
শুভ কামনা রইল আপনার জন্য ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুঁজ নিন এখনই।
শুভেচ্ছা, আপনার জন্যও
৫২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: দুঃখ এবং উদ্বেগের বিষয়।
গুগল সার্চ দিতে ভয় হয়, যদি সত্যি সতিই গরু হারা গেরস্থ বনে যাই!
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা! লেখা চুরি হবেই। এটি অবধারিত।
দ্রুত বই প্রকাশ করুন, যেটি আপনি করছেনই।
দ্রুত ব্যক্তিগত সাইট ডিভেলপ করুন। ওয়ার্ডপ্রেস-এ বিনামূল্যেই করা যায়। শুধু কপি পেস্ট করে রেখে দিন।
দু’টিরই প্রয়োজন।
শুভেচ্ছা অনেক
৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
বনমহুয়া বলেছেন: লিখে আবার চোরের পিছেও দৌড়ানি দিতে হবে? কি জ্বালা ।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কোন দরকার আছে কি? আমি তো সেটা মনে করি না।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন