![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
স্বপ্নটা হয়তো আকাশ ছোঁয়ার মতই ছিল । বড় কিছু হয়ে বাবা মার মান উচু করব বা নিজেকে নিয়ে যাব অনন্য পর্যায়ে । এগিয়েও গিয়েছিলাম স্বপ্নের সাথে তাল মিলিয়ে । কিন্তু মাঝপথে কয়েকটি দুর্ঘটনা পাল্টে দিল সব কিছু । এ এক আজব বিধিবাম ! কোন কিছুর হিসেব মিলাতে পারছিনা । জীবন খাতার প্রত্যেকটা অংকই ভুল হচ্ছে বারেবার । গড়পড়তা হিসেব করেই যাচ্ছি ! কি আজব ব্যাপার ! বিধাতার লীলাখেলা বুঝাই দায় । হাটতে চেয়েছিলাম এক পথে এখন দেখছি আরেক পথে । খুবই শ্রান্ত পথিক আজ আমি । ক্লান হয়ে জীবনটাকে জীর্ণ শীর্ণকায় করে ফেলেছি ।
তবুও হাঁটছি ............
২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ সাবির ভাই ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
এহসান সাবির বলেছেন: মুক্ত গদ্য ভালো লেগেছে।