![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
আজ অনেক দিন পর বাড়ি যাচ্ছি । বেশ কিছুদিন আগে থেকেই মনটা ছটফট করছিল মাকে দেখার জন্য । অবশেষে আজ সিদ্ধান্ত নিয়ে বসলাম যে বাড়ি যেতে হবে ।
মনের উপরতো কারো নিয়ন্ত্রণ নেই । হয়তোবা এজন্যই আজ ছুটেছি বাড়ি পানে ।
বাবা মা দুজনই অভিমান করে আছে আমার উপর । সংসারের ছোট ছেলে বলে কথা ।তাই আর কি !
যাচ্ছি মায়া ভরা আমার ছোট্ট গ্রামটিতে । মনে হচ্ছে অনেক দিন পর অমিয় সুধা পান করতে যাচ্ছি গ্রামের বাড়িতে ।
শহরের কৃত্রিমতা আর ভাল লাগেনা ।
তাই কিছুটা সতেজ বাতাস নিজের মধ্যে পুরে আনার জন্যই যাচ্ছি চির আপন মা -বাবার ভিটে ঘরে ।
মা আমি আসছি তোমার কোলে ।
©somewhere in net ltd.