নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক কথন..............

০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:০৬

আমার আর আমার গার্লফ্রেন্ড এর মধ্যে ঝগড়ার প্রধান কারণ হল ওর আর আমার মধ্যবর্তী দূরত্ব! সে থাকে উত্তরবঙ্গ-এ আর আমি থাকি দক্ষিণনবংগে।
বিড়বিড় করে আর বিষন্ন মনে বন্ধুদের উদ্দেশ্যে বলল, মুহিন।

মুহিন আর মৌ একে অপরকে খুব ভালবাসে। ৪ বছরের সম্পর্ক তাদের। মৌ ডাক্তারি পড়ছে আর মুহিন পড়ছে ইঞ্জিনিয়ারিং।
দুজনের মধ্যে রসায়নটা খুবই দারুণ।
দুজনই অত্যন্ত মেধাবী।

স্কুল লাইফ থেকেই মুহিন মৌকে পছন্দ করত। ২০০৭ সাল মুহিন যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখন থেকেই মৌকে পছন্দ করত। স্কুল লাইফে পরপর ৩ বার প্রেম প্রস্তাব দিয়েছিল মুহিন। কোনবারই রাজি হয়নি মৌ।

অবশেষে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে প্রেম আদানপ্রদান হয়। সেইযে শুরু এখন পর্যন্ত প্রেম চলছে।
দুজনেই স্বপ্ন দেখে ছোট্ট একটি ঘর বাধার।
সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে দুজন।

কিন্তু ইদানীং দুজনের মধ্যে কিছুটা ঝামেলা দেখা দিয়েছে। মৌ দাবি করছে যে মুহিন তাকে avoid করছে। আর তাকে আগের মত সময় দিতে চাচ্ছেনা।
মুহিন বিষয়টি বরাবরই অস্বীকার করে যাচ্ছে আর বলছে যে সে কোনভাবেই মৌকে Avoid করছেনা।

কিন্তু মৌ তা মেনে নিচ্ছেনা আর সে তার দায়ের করা অভিযোগের উপর অটল অবস্থান নিয়েছে।
অপরদিকে মুহিনও তার কথার উপর অবস্থান নিয়েছে।

এ বিষয় নিয়েই গত কয়েকদিন দুজনের মধ্যে খুব সমস্যা হচ্ছে।

কিছুক্ষণ আগে মুহিনের মোবাইলে মৌ একটি মেসেজ পাঠিয়েছে। মেসেজটি ছিল এমন,
cl kre dsturb krar jonno sorry.

মুহিন তার বন্ধুদের তা দেখালো এবং সে মুখটা অনেকটা গোমড়া করে বসে রইল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১৬

মুক্তকণ্ঠ বলেছেন: দুইজনরে ধইরা বিয়া পড়ায়া দেন। কাহিনী খতম।

২| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১৭

মুক্তকণ্ঠ বলেছেন: হে হে! আপনেই যে মহাজ্ঞানী মুহিন, এইডা বুঝতে আমার কিঞ্চিৎ সময় লাগছে =p~

৩| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:২৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: হাহাহাহা @মুক্তকণ্ঠ। আপনি অতি বিচক্ষণ, আমি নিশ্চিত।

৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১১:৩৬

বদিউজ্জামান মিলন বলেছেন: আহা রে মেয়েরা খুবই নিষ্ঠুর..

৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:১৪

অদৃশ্য প্রতিভা বলেছেন: সত্যিই ভাই @বদিউজ্জামান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.