![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
জীবনের সর্বশেষ প্রেম প্রস্তাব দিয়েছিলাম কিছুদিন আগে!
রেজাল্টঃ রিজেক্টেড।
জিদ দেখিয়া ঐ রমণীকে আর কোন নক ই করিনাই!! ৩দিন পর কেবল "হাই" জানালাম!
তাতেই কেল্লা ফতে!
মেয়ে শুরু ই করছে "সরি" বইলা! কিছুই বুঝলামনা!
পরে বললো যে ও আমাকে কষ্ট দিতে চায় নাই!
কি আর কমু! আবারও জিগাইলাম সাড়া দিবে কিনা আমার প্রস্তাবে!
উত্তর যথারীতি, না!
মেজাজ গরম হইয়া গেলে ডিরেক্টলি, চ্যাট অফ!!!
আমার আর প্রেম করা হইলো না!!!
এবার বিয়ে বাকি!!!!!
প্রেমের হিসেবে দাঁড়ি চিহ্ন দিয়ে দিলাম!
কিন্তু আশাবাদী, প্রেমটা হতেও পারে!
২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১১
অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই, মাইয়া বুঝছে যে কোন টাইপের মদন আমি!
৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
প্রোপোজেল বলতে কিছু নেই; হৃদয়ে ভালোবাসা থাকলে মেয়েরা অনুভবে বুঝে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা ছেলে চিনে