![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
***কোন কাজের ৭৫শতাংশ শেষ করে যদি আপনি মনে করেন যে আপনার কাজ প্রায় ই শেষ, তাহলে মাঠে মরলেন!
কারণ, শেষের ২৫শতাংশই আপনার পুরো কাজের সারাংশ বহন করে। তাই পুরো উদ্যোমে ১০০ভাগ কাজ ই শেষ করতে হবে।
***যে মেয়ে যে কারো দেয়া গিফট গ্রহণ করে এবং তা আপনি প্রত্যক্ষ করেছেন, তবে মনে রাখবেন ঐ মেয়ের চারিত্রিক সমস্যা আছে!
কারণ যে প্রত্যেকটা গিফট ই দেয়া হয় কোন প্রতিদানের আশায়!
***অপরিচিত যায়গায় রাস্তার ছোট্ট বিড়ালকেও কর দিয়ে চলতে হয়!
২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭
লোকনাথ বণিক বলেছেন: ভালো
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪
অদৃশ্য প্রতিভা বলেছেন: আমাদের জীবনের প্রতিটা পরতেই অভিজ্ঞতা লুকিয়ে থাকে! যদি কিছু হয়ে থাকে কণ্টকময় কিন্তু মেনে নিতে হয়!
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১১
উদাস মাঝি বলেছেন: অপরিচিত যায়গায় রাস্তার ছোট্ট বিড়ালকেও কর দিয়ে চলতে হয়!
১০০% রাইট ।
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪
ওমেরা বলেছেন: ভাল !!
৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: অপরিচিত জায়গায় আপনাকে বোকা বানানোর মত লোকের অভাব হয় না!
১০টাকার রিক্সা ভাড়া অগত্যা ৩০টাকা দিতে হয়!
৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩
জগতারন বলেছেন:
জীবনের অভজ্ঞতাগুলো সুন্দর করে অক্ষরে লিপিবদ্ব করে পাঠক-পাঠীকাদের জন্য তুলে দেয়ায় অভিন্দন জ্ঞাপন করছি।
৮| ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৪২
অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ, হে ভাই জগতারন!
প্রশান্তচিত্ত থাকুক সর্বদা আপনার!
৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮
প্রামানিক বলেছেন: কথা সত্য। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: সত্য কথাই লিখেছেন।