![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
চারিদিকে জঙ্গি নিধন হচ্ছে!
ওরা কোন অকারণ লাভের পিছনে ছুটে নিজেকে বিপথগামী করছে! কিন্তু কেন তার উত্তর আমার জানা নেই, কেন তা করছে!
কিন্তু এই জঙ্গি জঙ্গি খেলায় সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ছে ধার্মিক ছেলে মেয়েগুলো কিংবা শিক্ষার্থীরা!
ওরা একদিকে টার্গেট হচ্ছে জঙ্গি নেতাদের আবার আরেক দিকে পুলিশের বাঁকা চাহনিতে!
এই জঙ্গিগুলো ধর্মকে পুঁজি করে ধার্মিক লেবাস নিয়ে চলছে যা আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষগুলোর পক্ষে বুঝাটা কঠিন!
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, আজ টুপি, দাঁড়ি, পায়জামা, পাঞ্জাবী পড়লেই মানুষ সন্দেহ করা শুরু করে দেয়! আর পাঁচ ওয়াক্ত নামাযের পাশাপাশি একটু গম্ভীর ঘরানার হলেই বন্ধুরা আপনাকে "জঙ্গি" ট্যাগ দিয়ে দেয়!
শালার সাচ্চা জঙ্গিগুলোও উপরোক্ত ব্যাপারগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে!
মেসে যাপনকারী ছাত্রগুলো আজ অসহায় ও জিম্মি! প্রতিনিয়ত পুলিশি অভিযান হচ্ছে!
কি করবে ওরা??
এই বিপথগামী জঙ্গিদের কারণে আজ আমরা ছাত্র-ছাত্রীরা হুমকির মুখে!
রুম থেকে বের হলেই কেমন যেন ভয় লাগে!
ওরা ছদ্মবেশী! ইসলামের শত্রু।
ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যা সমর্থন করেনা!
ওরা যে জেনে বুঝে একটা নির্দিষ্ট ধর্মের বিপক্ষে কাজ করছে তা স্পষ্ট!
ইহা নিশ্চিত যে, আইএস এর দালাল এরা! আর আইএস ইসরাইলের হয়ে কাজ করছে!
আমার শান্তির দেশে ওরা (জঙ্গিরা) অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে!
অল্প লিখেছি কিন্তু অনেক কিছুই বুঝিয়েছি।
ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোন যারা পড়াশোনা করছেন তাহারা যে কি বিভিষীকাময় দশার মধ্য দিয়ে যাচ্ছে তার উপলব্ধি থেকেই ব্লগটি লিখেছি!
হতে পারে আমিও এই বাজে দশাটির ভুক্তভোগী!
©somewhere in net ltd.