![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
নাটক কাকে বলে?
উত্তরঃ যাহাতে কিছু সংখ্যক লোক তাহাদের অকল্পনীয় প্রতিভা দ্বারা হুবহু কোন বিষয়কে অভিনয়ের মাধ্যমে তুলে ধরে।
তাহার মানে হলো, পুরোটাই অভিনয়!
সাম্প্রতিক দেখলাম, এদেশের কথিত রাজনীতিবিদদের ঘৃণ্য অভিনয়ের একাংশ!!
আওয়ামী নেতারা যে কি পরিমাণ অভিনয় আর গায়েরজুড়ি খেলতে পারে, তা জনগণরে বুঝাই দিছে।
নামে এক হইলে আওয়ামী ক্যাডারও যে বিএনপির নেতা হইয়া যায়, তা বুঝছি!
গল্পটা এমন, " রসু নামের এক ব্যক্তি চোর হওয়ায় পৃথিবীর সকল রসু নামের লোকমাত্রই চোর"।
বিএনপি যে গোড়ের ধারেকাছে অবস্থান করছে, বুঝা গেছে! নেত্রীরে আক্রমণ করলো আর তোরা প্রতিহত করলিনা!!!
আজিব খেলা মাইরি!!!
গণতন্ত্র ই আসল কথা!!! আমি আমার কথা বলার স্বাধীনতা চাই। গঠনমূলক সমালোচনা করার স্বাধীনতা চাই।
৫৭ ধারা বানিয়ে কন্ঠ রোধ কেন করবেন?
এই আক্রমণ-প্রতিআক্রমণ বাদ দিয়ে সুষ্ঠুধারার রাজনীতি নিয়ে আসুন দেশে।
পৃথিবী দেখুক, বাংলাদেশ কেন সেরা!
২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৪
মলাসইলমুইনা বলেছেন: আপনার অপেক্ষা ঠিক কত দিন বা বছরের যে হবে বুঝতে পারছি না | আমাদের সবার ইগো এতো বেশি যে রাজনৈতিক একটা সমঝোতা হওয়া মুটামুটি মনে হয় অসম্ভব দেশে | তারপরও শুভ আশাবাদিতার জন্য ধন্যবাদ |
৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: বোধোদয় হোক সবার। শান্তির সুবাতাসের প্রতীক্ষায়...
৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: চাঁদগাজী, ভাই কিছুটা চাপিয়ে লিখি!!
তাই হয়ত অস্পষ্ট হয়ে পড়ে সবই!
৫| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: প্রিথিবীর মধ্যে সবচেয়ে বড় নাটকের নাম 'রাজনীতি'।
৬| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি'র বলাৎকার করেছে দুই পরিবার...
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
"এই আক্রমণ-প্রতিআক্রমণ বাদ দিয়ে সুষ্ঠুধারার রাজনীতি নিয়ে আসুন দেশে।
পৃথিবী দেখুক, বাংলাদেশ কেন সেরা! "
-আপনার লেখা বুঝতে হলে, পৃথিবীর সেরা হতে হবে, মনে হচ্ছে!