![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
আমি কখনোই সিরিয়াস নই, সেটা যেই বিষয় ই হউক।
প্রথম প্রেমের পরশ ই শিখি ওকে দেখে।
ভালো লাগতো, ভালোবাসতাম ও।
এখন আর ও নিজের মত নেই, আমিও নেই সেই আগের মত।
প্রথম ছিল সে। তাই হয়তো সবকিছুর পেছনে ওকেই খুঁজে পাই।
কেন এমন হয়না, যে আবার ১০ বছর পিছনে ফিরে যাই।
যান্ত্রিক জীবনের সঙ্গী এখন আমি। সকালে অফিস, রাতে এসে খেয়ে ঘুম। এইভাবে চলছে।
কিন্তু শূন্যতা কোথায় যেন কোন এক প্রথমা এর।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
অদৃশ্য প্রতিভা বলেছেন: প্রথম প্রেম �
রাজী নুর, ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: মেয়েটি কে?