| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিহাম
আমি ভবঘুরে, আমি দুর্বার; আমি অসৎ এর সাথে, অগ্নিল স্ফুলিঙ্গাকার । আমি কোমল, আমি দুর্বোধ্য; আমি হিংস্র, করি অসুরের দ্বার রুদ্ধ ।

কত শত অ্যাপ, আর হাই হ্যালো চলছে;
মন দিয়ে সবে কথা, অবিরাম বলছে ।
নেই নেই কোথা নেই, বিশ্রামের ফুরসত;
কি সুন্দর ডিপি দিছে, মামা তুই দেখছোত ?
লাইক লাইক খেলা চলে, রিয়েক্টের বন্যায়;
স্ট্যাটাসে দেয়নি লাইক? করেছে সে অন্যায় ।
নীল সাদা জগতে, আছে কত এঞ্জেল;
ও বাড়ির মকু টাও হয়ে গেছে মাইকেল !!
মরা বাপ রেখে পাশে, সেল্ফি সে তুলছে;
কেঁদেকেটে একাকার, তবু লাইক গুনছে ।
রঙঢঙ করে ওরা, আসছে যে লাইভে;
আপামর জনতা আর কত সইবে ?
চুপ থাক, কথা কম, আমায় তুই চিনিস?
ফেসবুকে ফলোয়ার তিনশত পঁয়ত্রিশ ।
চাই চাই, ছবি চাই.. ডিএসেলারে তোলা;
মুখ হবে ফর্সা, পিছ তার ঘোলা ।
ফেসবুক বিশারদ, লিখে কত এপিক;
নেই তার ভাবনা, টপিক আর টপিক ।
খাদহীন ভালোবাসা প্রমাণও করছে,
প্রেয়সীর ছবি তাই, এলবামে ঝুলছে ।
খেতে হবে..
তার আগে, গোটা দশেক ছবি চাই;
ইন্সটায় আপ দিলে, বেড়ে যাবে ভাব টাই ।
স্ন্যাপচ্যাটে সেল্ফি, আছে কত ফিল্টার;
জনি কে ট্যাগ দিলে,গলে যাবে দিল তার ।
আমি, তুমি, আমরাই.. এইসব করছি;
দিনশেষে এই আমি, সামুতে'ই লিখছি !!
২|
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯
তিহাম বলেছেন: আশেপাশে সবখানে এমন'টাই ঘটছে, যা খুব ই দুঃখজনক ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মরা বাপ পাশে রেখে, সেল্ফি সে তুলছে,
কেঁদে কেটে একাকার, তবু লাইক গুনছে!
কি নিষ্ঠুর বাস্তবতা।
চমৎকার, ভালো লাগলো আপনার
সমসাময়িক কবিতার পংক্তিমালা