| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেরুন
"কষ্ট সহজ, বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ... স্পর্শ সহজ, হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ... দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ... শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..."
অনেক দিন পরে ঘুরতে যাবার সময় পেলাম। এই প্রথমবার দেশের বাইরে মালয়েশিয়া ঘুরতে গেলাম। সাথে ছিল আমার কন্যা ও তার বাবা। এবারের ভ্রমণটা বেশি আনন্দের ছিল কারণ এবার সাথে আমার পরী ছিল আর প্রথমবার বাইরে গিয়েছি। যাই হোক অনেক দিন ব্লগে কোন পোস্ট দেয়া হয়না। এবার যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই সেই ভ্রমনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি ভালো লাগবে।
১) আকুরিয়া কেএলসিসিঃ
এই জায়গাটা অনেক সুন্দর। এটা টুইন টাওয়ারের পেছনের দিকেই পরে। আমাদের হোটেলটাও এর পাশেই ছিল। নানান রকমের ছোট বড় অসংখ্য মাছ এখানে। এত সুন্দর করে বানান,অদ্ভুত লাগে দেখতে। বিশাল আকারের হাঙ্গরের দেখাও মিলবে এখানে। আমার কন্যা অবশ্য প্রথমে ভয় পেয়েছে কিন্তু পরে অনেক মজা পেয়েছে।
২) আকুরিয়া কেএলসিসিঃ
৩)
৪)
৫) আমার কন্যাঃ আমার কন্যা। বয়স মাত্র আড়াই বছর। টুক টুক করে কথা বার্তা বলে। পুরো ভ্রমণ কাহিনী তার মুখস্ত।
৬) টুইন টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্যঃ
এটা টুইন টাওয়ারের ৮৬ তলার উপর থেকে দৃশ্য। এখানে ঢুকতে সকাল বেলা টিকিট কেটে রাখতে হয়। আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা। এতো উচুতে ওঠার আগে অনেক ভয় লাগছিলো কিন্তু এখানকার লিফট এতো দ্রুত চলে যে চোখের পলকে ৮৬ তলায় পৌঁছে গিয়েছিলাম।
৭)
৮) টুইন টাওয়ারের ভেতরেঃ
৯)
১০)
১১)লঙ্কাউইতে হোটেল রুমের বারান্দা থেকেঃ
১২)
১৩) লঙ্কাউইতে আমরাঃ
১৪)থ্রি ডি আর্ট মিউজিয়ামঃ এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আমার মেয়ে অনেক মজা পেয়েছে এখানে। এতো সুন্দর করে ছবিগুলো আঁকা যেন জীবন্ত।
১৫)
১৬)
১৭)
১৮)
১৯)
২০) ঈগল স্কয়ারঃ এই জায়গায় বিশাল আকৃতির একটা ঈগল পাখি বানানো আছে। জেটির ঠিক পাশেই। প্রথম দিন রাতে গিয়েছিলাম। পরে দিনে গিয়েছিলাম। ছবি তোলার জন্য ভালো জায়গা।
২১)
২২) টুইন টাওয়ারঃ
২৩)
২৪)
২৫)
২৬)
২৭)লঙ্কাউই স্কাই ব্রিজ এর উপরেঃ
২৮) উয়াইল্ড লাইফ পার্ক, লঙ্কাউইঃ
২৯)
৩০)
ইচ্ছা ছিল বড় করে বর্ণনা দিবো কিন্তু সময়ের অভাবে দিতে পারছিনা। আশা করি পরে অন্য কোন পোস্টে বর্ণনা দিয়ে দিবো। ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪১
মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২
আবিদা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। তবে সাথে বর্ণনা থাকলে আরও ভালো লাগতো। দেখেন না লিখে ফেলা যায় কিনা!
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৩
মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ। সময়ের কারণে বর্ণনা দেয়া হয়নি তারপরেও আপনার অনুরোধে অল্প কিছু বর্ণনা দেবার চেষ্টা করলাম। ভালো থাকবেন।
৩|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৪
নেক্সাস বলেছেন: প্রায় দেড় বছর পর লিখেন। সুন্দর ভ্রমণ কাহিনী। ওয়েল্কাম ব্যাক
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৪
মেহেরুন বলেছেন:
ধন্যবাদ। অনেক দিন পর একটা পোস্ট দিলাম। আসলে সময়ের অভাবে কিছু দেয়া হয়না। আশা করছি মাঝে মাঝে লিখবো। ভালো থাকবেন।ব্লগে আসার জন্য ধন্যবাদ।
৪|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯
রক্তিম দিগন্ত বলেছেন:
আহারে! আরো বর্ণনা থাকলে কত্ত ভাল লাগতো।
বিশেষ করে আপনার পরীর অভিজ্ঞতার বর্ণনা দিলে তো সোনায় সোহাগা হয়ে উঠতো।
যাই হোক, ছবিগুলো বেশ। +
০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২২
মেহেরুন বলেছেন:
বর্ণনা না হয় অন্য কোন সময়ের জন্য রইলো। ধন্যবাদ আপনাকে।
৫|
০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২
ক্লে ডল বলেছেন: আপনার পরীর জন্য অনেক অনেক আদর আর শুভকামনা।
সুন্দর ছবি ব্লগ।
০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯
মেহেরুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬|
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫২
মাঘের নীল আকাশ বলেছেন: ভাল ভাল....ওয়েলকাম ব্যাক! ![]()
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০২
মেহেরুন বলেছেন: হুম!!
![]()
৭|
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬
মার্কো পোলো বলেছেন:
অনেক ভাল লাগলো। ভ্রমণে আমার আসক্তি খুব বেশি। বাইরে ঘুরাঘুরির সৌভাগ্য হবে কিনা জানি না, তবে দেশে ৪৯ টা জেলা ঘুরেছি, বাকি মাত্র ১৫ টা।
ছবিগুলো সুন্দর হয়েছে।
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬
মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে ঢুঁ মারার জন্য। আশা করছি বাকি ১৫ টা জেলা সহ দেশের বাইরেও ঘুরে আসবেন এবং আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন। ভালো থাকবেন।
৮|
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮
নীলপথিক বলেছেন: বাহ! ক্যাপশন কোথায়? ছবিগুলো কিন্তু ওগুলোর জন্যই প্রাণবন্ত হয়
১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩
মেহেরুন বলেছেন: আরে নীলপথিক!!!কেমন আছেন???
৯|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১২
একজন আরমান বলেছেন:
অনেক দিন পর ! তোমার মেয়ে তো মাশা আল্লাহ্ অনেক বড় হয়ে গেছে। ![]()
১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
মেহেরুন বলেছেন: আসলেইরে অনেকদিন পর। কেমন আছিস?? তোর নতুন লিখা কোই??
১০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬
শার্লক_ বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর আপনার লেখা পড়লাম। পরী কেমন আছে?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০
অদৃশ্য বলেছেন:
চমৎকার...
শুভকামনা...