নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন

প্রভাষ প্রদৌত

প্রভাষ প্রদৌত › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামের আসল চরিত্র

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮





[img|http://ciu.somewherein.net/ciu/image/117433/small/?token_id=4cccda699398e405f9c151ca391c69ee











শেষ কয়েকটি ছবির সৌজন্য : কাজী মামুনহোসেন







মন্তব্য ৬৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হেফাজতের আসল চেহারা!

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

এ সামাদ বলেছেন: তা মুফতী কোথাকার?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

প্রভাষ প্রদৌত বলেছেন: আরে হারামজাদা ইসলাম সম্পর্কে শেখার চেষ্টা কর । পারলে ছবির কথা গুলো খোরআন ও হাদীসের আলোকে মিথ্যা প্রমাণ করা চেষ্টা কর ।


সেটা তো পারবি না । ইসলাম সম্পর্কে কতটুকু জানস রে ছাগু?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

এ সামাদ বলেছেন: হিন্দুদের এই একটি দোষ।

তারা খুবই মুসলমানদের ঘৃনা করে।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

প্রভাষ প্রদৌত বলেছেন: ঐ হারামজাদআ আমি মুসলমান , আমকে হিন্ডু বলবি নাশালা পকি জারজ ।

আমি নিজে হিযবুত তাহরীর করতাম এক সময়ে , এসব ইসলাম নিয়ে ভন্ডামি দেখে ছেড়ে দিয়েছি । আমি তোদের মত মিনাফিক ান

আমার দেশের সাথে , আমার মায়ের সাথে যারা বেঈমানী করেছে তাদের সাথে কোনো আপোষ নয় ।

আর ইষলাম নিয়ে ভন্ডামি রাস্তায় গিয়ে কর আমার সাথে করতে আসবি না। আমি তোদের চেয়ে ইসলাম এর ব্যাপারে ভালো জানি ।


কোনটা ভন্ডামি কোনটা মুনাফেকি তা তোদের ৌনাফিক দের চেয়ে ভালো জানি রে ছাগু ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

নিরব বাংলাদেশী বলেছেন: আগে কিআরসিলেন, গোল দেয়া শেষ এখন ঝুলি খুললেন? সরকার, শাহবাগী তাদের হাতে ধরায় দিতেন তাইলে তারা অন্তত লজ্জা ঢাকার জন্য কিছু পাইতো

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক

আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

প্রভাষ প্রদৌত বলেছেন: আরে হারামজাদা ইসলাম সম্পর্কে শেখার চেষ্টা কর । পারলে ছবির কথা গুলো খোরআন ও হাদীসের আলোকে মিথ্যা প্রমাণ করা চেষ্টা কর ।


সেটা তো পারবি না । ইসলাম সম্পর্কে কতটুকু জানস রে ছাগু?

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

মুহসিন বলেছেন: হিন্দু হলেও হয়তো মুসলমান আলেমদের থেকেও অধিক জ্ঞান রাখে!
তবে আমার জানামতে নবীরা ততটুকুই জানেন, যতটুকু সৃষ্টিকর্তা তাঁদেরকে জানাতেন। আপনাদের অবতারদের ব্যাপারেও বেদ-এ কি তাই লেখা নেই?

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

কোবা সামসু বলেছেন:

প্রভাষ প্রদৌত আপনি তো নাস্তিক না আপনি হলেন মালায়ন ভাদা আপনাদের এইভাবে কেলান উচিত।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

প্রভাষ প্রদৌত বলেছেন: ঐ হারামজাদা আমি মুসলমান , আমকে হিন্দু বলবি না শালা পকি জারজ ।

আমি নিজে হিযবুত তাহরীর করতাম এক সময়ে , এসব ইসলাম নিয়ে ভন্ডামি দেখে ছেড়ে দিয়েছি । আমি তোদের মত মুনাফিক না। আমি আমর মগজ কোনো রাজাকার এর কাছে বিক্রি করি নাই।

আমার দেশের সাথে , আমার মায়ের সাথে যারা বেঈমানী করেছে তাদের সাথে কোনো আপোষ নয় ।

আর ইষলাম নিয়ে ভন্ডামি রাস্তায় গিয়ে কর আমার সাথে করতে আসবি না। আমি তোদের চেয়ে ইসলাম এর ব্যাপারে ভালো জানি ।


কোনটা ভন্ডামি কোনটা মুনাফেকি তা তোদের মুনাফিক দের চেয়ে ভালো জানি রে ছাগু ।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মৌদুদির মতো আরেকটা ভুল প্রোডাকশন!! ধন্যবাদ পোস্ট এর জন্যে, ছড়িয়ে দেন বুলেটের গতিতে।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

প্রভাষ প্রদৌত বলেছেন: ধন্যবাদ । আপনিও শেয়ার করুন ।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

এ সামাদ বলেছেন: প্রভাষ প্রদৌত আপনি তো নাস্তিক না আপনি হলেন মালায়ন ভাদা আপনাদের এইভাবে কেলান উচিত।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

প্রভাষ প্রদৌত বলেছেন: ঐ হারামজাদআ আমি মুসলমান , আমকে হিন্ডু বলবি নাশালা পকি জারজ ।

আমি নিজে হিযবুত তাহরীর করতাম এক সময়ে , এসব ইসলাম নিয়ে ভন্ডামি দেখে ছেড়ে দিয়েছি । আমি তোদের মত মুনাফিক না। আমি আমর মগজ কোনো রাজাকার এর কাছে বিক্রি করি নাই।

আমার দেশের সাথে , আমার মায়ের সাথে যারা বেঈমানী করেছে তাদের সাথে কোনো আপোষ নয় ।

আর ইষলাম নিয়ে ভন্ডামি রাস্তায় গিয়ে কর আমার সাথে করতে আসবি না। আমি তোদের চেয়ে ইসলাম এর ব্যাপারে ভালো জানি ।


কোনটা ভন্ডামি কোনটা মুনাফেকি তা তোদের মুনাফিক দের চেয়ে ভালো জানি রে ছাগু


মুনাফেকদের বিরুড্ধে কথা বললে তোডের মত ভন্ড বকধার্মিকরা আমকে গালি দিবি এটাই স্বাভাবিক ।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

কোবা সামসু বলেছেন: উপরের এই তিন বান্দর তো আপ্নাগ নেতা (গান্ধির তিন বান্দর) m i right?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

প্রভাষ প্রদৌত বলেছেন: তোর বাবার ছবি উপরে হারামজাদা । সত্য বোঝার সামর্থ্য নাই আসছে ব্লগিং করতে ।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

এ সামাদ বলেছেন: লেখক বলেছেন---আমি নিজে হিযবুত তাহরীর করতাম এক সময়ে , এসব ইসলাম নিয়ে ভন্ডামি দেখে ছেড়ে দিয়েছি । আমি তোদের মত মিনাফিক ান

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কঠা গুলো মিথ্যা প্রমাণ করা তারপর কথা বলতে আয় মূর্খ।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

পথহারা সৈকত বলেছেন:
আপনার কথা শুনে খুব মজা পেলুম। দাদা ডাইরেক্ট কলকাতা থেকে আসলেন না কি?




[ বি:দ্র দাদা দালালী কারে কত করে পাচ্ছেন? পেমেন্ট টাকায় না রুপি তে পান ]

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

প্রভাষ প্রদৌত বলেছেন: ঐ হারামজাদা আমি মুসলমান , আমকে হিন্দু বলবি না শালা পকি জারজ ।

আমি নিজে হিযবুত তাহরীর করতাম এক সময়ে , এসব ইসলাম নিয়ে ভন্ডামি দেখে ছেড়ে দিয়েছি । আমি তোদের মত মুনাফিক না। আমি আমর মগজ কোনো রাজাকার এর কাছে বিক্রি করি নাই।

আমার দেশের সাথে , আমার মায়ের সাথে যারা বেঈমানী করেছে তাদের সাথে কোনো আপোষ নয় ।

আর ইষলাম নিয়ে ভন্ডামি রাস্তায় গিয়ে কর আমার সাথে করতে আসবি না। আমি তোদের চেয়ে ইসলাম এর ব্যাপারে ভালো জানি ।


কোনটা ভন্ডামি কোনটা মুনাফেকি তা তোদের মুনাফিক দের চেয়ে ভালো জানি রে ছাগু ।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

পোসেইডন বলেছেন: হেফাজতে ইসলাম কে নাস্তিক প্রমাণে ওদের এমন দৌড়া দৌড়ী দেখে আসলেই অনেক গর্ব হচ্ছে। হেফাজত ইসলাম আসলেই নাস্তিক ওয়ার্ড টারে পচাই দিছে। আগে যারা পার্ট নেয়ার জন্যে বলত আমি নাস্তিক ওগো পার্টএ ভরা বাঁশ দিয়া দিছে।

আর উপরে হেফাজতে ইসলামের লিডার আল্লামা শফীরে নাস্তিক প্রমানের যে হাস্যকর দলিল পেশ করা হয়েছে তা নিতান্তই বাচ্চা মানুষী কাজ কারবার। লেজে গোবরে করে কোন মতে বলে দিয়েছে নাস্তিক।

রে পাগলা নাস্তিকের মিনিং টা কি এইডা জানস?

আমাদের ধর্মের বেপারে আমরা ভাল জানমু। তদের এত মাথা ঘামাইতে হবে না। নিজের শীব চরণে যাইয়া মুড়ী খা,

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না । আল্লাহকে বিশ্বাস করলে এরা ইসলাম নিয়ে ভন্ডামি করতে পারত না , ইসলামের ভুল ব্যখ্যা দিতে পারত না । ।এ অর্থে এরা নাস্তিক

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

এ সামাদ বলেছেন: সবাই হারামজাদা। আর এই ব্লগার ওর বাপরে সন্তান।

ওই তোর পা কয়টা আমি জানিনা। তোর মায়ের কাছ থেকে শুনে নিস।

তুইতো মক্কা ভার্সিটির ছাত্র। আমি মাত্র থ্রি পর্যন্ত পড়িছি। তোর কাছে আবার একটু পড়বো। আমাকে একটু ভর্তি করে নে তোর বিদ্যালয়ে।

ঠিকানা দে আর মাসে কত খরচা হবে সেটাও দিস।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

কোবা সামসু বলেছেন: লেখক বলেছেন: ঐ হারামজাদআ আমি মুসলমান , আমকে হিন্ডু বলবি নাশালা পকি জারজ ।

আমি নিজে হিযবুত তাহরীর করতাম এক সময়ে , এসব ইসলাম নিয়ে ভন্ডামি দেখে ছেড়ে দিয়েছি । আমি তোদের মত মুনাফিক না। আমি আমর মগজ কোনো রাজাকার এর কাছে বিক্রি করি নাই। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P


দেখেন দেখেন এই মালু নাকি হিযবুত তাহরীর করত =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হযরত মুহাম্মদ (সঃ) আলেমুল গায়েব???? B:-) B:-) B:-)

তা আপনি কোন বাগী ভাই???

রাজারবাগ, দেওয়ানবাগ এবং এ জাতীয় সব বাগ মানুষ চিনে ফেলেছে, অন্য কোন বাগ হলে লাইনে খাড়ান... ;) ;)

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

এ সামাদ বলেছেন: এ পর্যন্ত কয়টি পক্ষে কয়টি বিপক্ষে হেদু দাদা?

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

এ সামাদ বলেছেন: লুঙ্গি তো খুইলা পড়তাছে। গিট্টু ভালা কইরা দেনগো দাদা???

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

এ সামাদ বলেছেন: পথহারা সৈকত এত সুন্দর লিখছে কারণটা কি?

ধন্যবাদ সৈকত সাহেব।
আপনার কথা শুনে খুব মজা পেলুম। দাদা ডাইরেক্ট কলকাতা থেকে আসলেন না কি?




[ বি:দ্র দাদা দালালী কারে কত করে পাচ্ছেন? পেমেন্ট টাকায় না রুপি তে পান ]

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

কোবা সামসু বলেছেন: লেখক বলেছেন: ঐ হারামজাদা আমি মুসলমান , আমকে হিন্দু বলবি না শালা পকি জারজ ।

আমার দেশের সাথে , আমার মায়ের সাথে যারা বেঈমানী করেছে তাদের সাথে কোনো আপোষ নয়

>>>>>আমার মায়ের সাথে আবার কে কি করল? :( :( :(

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কঠা গুলো মিথ্যা প্রমাণ করা তারপর কথা বলতে আয় মূর্খ।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

প্রভাষ প্রদৌত বলেছেন: আমর মা বলতে এখানে দেশকে , একত্তরের সময় ইজ্জত হারানো লক্ষ লক্ষ মা'র কথা বলা হয়েছে ।

তই বুঝবি কিভাবে এ কথা ছাগুর বাচ্চা ছাগু ????? তোর তো মা একটা কিন্তু বাবা অনেকগুলো ( পাকিস্তানিরা ) , এজন্যই তো রাজাকার বাচাঁতে ইসলাম নিয়ে ভন্ডামি করস ।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

দি সুফি বলেছেন: রাজারবাগী মার্কা পোষ্ট! প্রমান প্রথম ছবির ১ নম্বর লেখাটি।

একমাত্র আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়িব!

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

প্রভাষ প্রদৌত বলেছেন: ১ নম্বর লেখাটি মার্ক করা হয় নি । যেটা মার্ক করা হয়েছে সেটা পড়ুন।


আর মার্ক করা কথাগুলো মিথ্যা প্রমাণ করুন ।

এটা রাজারবাগী মার্কা পোষ্ট না । ভাল করে বোঝার চেষ্টা করুন এবং বুঝনু , তআরপর মন্তব্য করুন ।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: জটিল পোষ্ট !!

++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

প্রভাষ প্রদৌত বলেছেন: ধন্যবাদ ।পোস্ট টা শেয়ার করে সবইকে জানিয়ে দিন ।

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

প্যারাসিটামল বলেছেন: তুই তর কোন একটা বাপ মনে হয় মালু

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শলা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব ।

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

প্যারাসিটামল বলেছেন: তর কোন একটা বাপ মনে হয় মালু

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

কোবা সামসু বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: জটিল পোষ্ট !!

++++++++++
তোমার মত নিরলজ্জের মুখে এসব মানায় না।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শলা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব ।

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

কে.এম. মাহ্‌বুব শরীফ (রাতুল) বলেছেন: জামাতে ইসলাম আর হেফাজতে ইসলাম এর মধ্যে আচরনগত কোন তফাৎ নেই।
এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।
জামাতে ইসলাম এর সাথে সাথে হেফাজতে ইসলাম কেউ নিষিদ্ধ করা হোক।।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

প্রভাষ প্রদৌত বলেছেন: ধন্যবাদ ।

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

বিশ্বপ্রেমিক বলেছেন: পথহারা সৈকত বলেছেন:
আপনার কথা শুনে খুব মজা পেলুম। দাদা ডাইরেক্ট কলকাতা থেকে আসলেন না কি?




[ বি:দ্র দাদা দালালী কারে কত করে পাচ্ছেন? পেমেন্ট টাকায় না রুপি তে পান ]
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শলা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব ।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

দি সুফি বলেছেন: ৩ নাম্বার আর ১ নাম্বার একই!
৮ নাম্বারে সত্য কথাই বলা আছে! একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সকল বিষয়ে জ্ঞান নেই।
৯ নাম্বারও সত্য। তবে এই মূহুর্তে কারনটা মনে নেই।
৭ নাম্বার সম্পর্কে আমার জানা নেই। টাই বলতে পারছি না।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

প্রভাষ প্রদৌত বলেছেন: ৮ নাম্বারে তুলে ধরা হয়েছে যে ভন্ডপীর আল্লামা শফী তার বইয়ে লিখেছে খাবার সামনে রেখে খোরআন শরীফ থেকে কোনো কিছু পাঠ করা হলে তা হবে ভাত পূজা ( নাউজুবিল্লাহ )

এটা কিভাবে সত্য হল?????????? আপনি খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহির রাহমনির রহমান পড়েন , তাহলে তো এটা ভন্ডপীর আল্লামা শফী এর কথা অনুযায়ী ভাত পূজা , এটা কিভাবে সত্যি ?????????


আর ৭ নাম্বার অনুযয়ী মহানবী (স:) এর জীবন বৃতান্ত আলোচনা করা হারাম এটা কিভাবে সত্য ????????????? আপনার কি মাতাহ খারাপ হয়ে গিয়েছে ????????



২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: কোবা ছাগুরে একটা লাত্থি দেন তো ভাই X(

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

ফারুক রহ্মান বলেছেন: ভাই আপনি প্রত্যেকের জবাবে "হারামজাদা" শব্দটি ব্যাবহার করছেন কেন? আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে পোষ্টের জবাব দিচ্ছেন?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

প্রভাষ প্রদৌত বলেছেন: আমি কি রাজাকার বাচাঁনোর জন্য ইষলাম নিয়ে মুনাফেকি করছি যে আমি হারামজাদা হব ??????????


হারামজাদআ ওডের কে বলা হচ্ছে কারণ ওরা রাজাকার বাচঁানোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করছে ।

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

কোবা সামসু বলেছেন: প্রভাষ প্রদৌত সালা মালায়ন ভাদা আমার কথা বাদ দিয়া নিজের কথা বলেন, আপনার শরীরে তো ভারতীয় দাদা + আসিফ মহিউদ্দিন ের বীর্য বহন করছেন রাগটা তাদের উপ্রে ঢালুন মল্লাগো উপ্রে লাগছেন কেন + নাকি তাদের কিছু ইয়া আপনার শরীরে?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

প্রভাষ প্রদৌত বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শালা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব


আমার " শরীরে তো ভারতীয় দাদা + আসিফ মহিউদ্দিন ের বীর্য বহন করছেন " এটা কি তোর মা তোরে বলছে রে হারামজাদা ????????????

আমি তো কোনো মিথ্যা তথ্য দিচ্ছি না , তো মোল্লাদের পিছনে লাগলাম কিভাবে রে হারামজাদা ?????? না সত্যি কথা বললেই মোল্লাদের পিছনে লাগা হয় ??

একটা কথাও তো মিথ্যা প্রমাণ করতে পারলি না হারামজাদা ছাগুর বাচ্চা ছাগু , আবার ল্যাদাস কেন রে ?????????????

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

কোবা সামসু বলেছেন: @দায়িত্ববান নাগরিক
তুই আসলেই একটা নির্লজ্জ বেহাইয়া।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

প্রভাষ প্রদৌত বলেছেন: তোর মত মুনাফিক আবার আরেজনকে নির্লজ্জ বলিস কিভাবে রে ????????? আয়নায় গিয়ে নিজের চেহারা দেখ ছাগুর বাচ্চা ছাগু ।

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রদৌত সাব কই গেলেন, কোবা ছাগুরে একটা লাথি দেন না প্লিজ লাগে !

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

প্রভাষ প্রদৌত বলেছেন: দাড়ান দিচ্ছি ।

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

শোয়াইব আহেমদ বলেছেন: আপনার কমেন্টের ভাষা দেখে পুলকিত হইলাম :!>
ব্যাবহার বংশের পরিচয় :P

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

প্রভাষ প্রদৌত বলেছেন: ছাগুদের জন্য যেভাসা ব্যভার করাহয়েছে সেটা ঠিক আছে রে ছাগু


ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শালা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: দাদা কেউ গু জেনে ইচ্ছা করে খায়,কেউ না জেনে গু খায়।আবার কেউ গু জেনে ও চোখ বন্ধ করে খেয়ে ফেলে। =p~

৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

আফজালনবীনগর বলেছেন: ছোট লিখা বিধায় পড়তে সমস্যা হয়েছে ।
আপনার দলিল প্রমান করে এরা হেফাযতে ইসলাম নয় , এরা হেফাযতে কুফরী । আর এদের গুরু আহমদ শফি হল আহাম্মক মাও সেতুং ।

এদের মেইন নেতা হল ইবলিশ ।

৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

আমি মেহমান বলেছেন: প্রভাষ প্রদৌত - এই ব্লগের সন্মানিত লেখক। শ্রদ্ধেয় প্রভাষ মুসলমান, হিন্দু, ক্রিস্টান, বৌদ্ধ, শিখ, জুয়িস না আর কিছু তা তিনিই ভাল জানেন। আর এ ব্যাপারে কারো নাক গলানোর প্রয়োজন নাই মোটেই।

তবে উনার একটা স্বভাব মানুষকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করা। আরেকটা ভ্য় দেখানো বা পীড়ণ করা - ইংরাজীতে একে বলে । এই দুইটা স্বভাবই সামুর নিয়ম-নীতির পরিপন্হি। এর জন্য বাংলাদেশসহ সকল কমনওয়েলথ দেশগুলোতে কঠিন শাস্তির ব্যবস্হা রয়েছে। উপরের সব মন্তব্যের স্ক্রিনসট প্রয়োজনীয় তথ্যের জন্য যতেস্ট।

হ্যা, উনার প্রথম স্বভাবটি আমাদের দেশে এক শেণীর লোকদের মধ্যে অনেক সমর পরিলক্ষিত হ্য় - তাদেরকে আমাদের এদিকে বলে 'ছামার'।

আমি আশাকরি উনি উনার স্বভাব বরাবর আমার প্রতি কিছু 'ছামারী' কথা ছুড়বেন - অবশ্যই!!!

৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

আমি মেহমান বলেছেন: প্রভাষ প্রদৌত - এই ব্লগের সন্মানিত লেখক। শ্রদ্ধেয় প্রভাষ মুসলমান, হিন্দু, ক্রিস্টান, বৌদ্ধ, শিখ, জুয়িস না আর কিছু তা তিনিই ভাল জানেন। আর এ ব্যাপারে কারো নাক গলানোর প্রয়োজন নাই মোটেই।

তবে উনার একটা স্বভাব মানুষকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করা। আরেকটা ভ্য় দেখানো বা পীড়ণ করা - ইংরাজীতে একে বলে cyber bulling। এই দুইটা স্বভাবই সামুর নিয়ম-নীতির পরিপন্হি। Cyber bullying-এর জন্য বাংলাদেশসহ সকল কমনওয়েলথ দেশগুলোতে কঠিন শাস্তির ব্যবস্হা রয়েছে। উপরের সব মন্তব্যের স্ক্রিনসট প্রয়োজনীয় তথ্যের জন্য যতেস্ট।

হ্যা, উনার প্রথম স্বভাবটি আমাদের দেশে এক শেণীর লোকদের মধ্যে অনেক সমর পরিলক্ষিত হ্য় - তাদেরকে আমাদের এদিকে বলে 'ছামার'।

আমি আশাকরি উনি উনার স্বভাব বরাবর আমার প্রতি কিছু 'ছামারী' কথা ছুড়বেন - অবশ্যই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.