নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন

প্রভাষ প্রদৌত

প্রভাষ প্রদৌত › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামের আসল চরিত্র

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১১











ছাগুর দল এসব ছবিকে মিথ্যা প্রমাণ করতে না পেরে আমাকে গালাগলি করছে এবং প্রত্তুত্তরে ওদের জন্য বিশেষ ভাবে বরাদ্দ উত্তর পেয়ে যাচ্ছে ।



তবে মজার ব্যাপার হচ্ছে মানুষের মূর্খতা আর ইসলাম নিয়ে ভন্ডামি কোন পর্যায়ে যেতে পারে তা ছাগুরা নিজেদের কমেন্টে নিজেরাই প্রকাশ করছে ।

প্রগতিশীল ব্লগাররা ছাগু ট্যাগিং প্রাপ্তদের কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন ।



এই ছাগুর দল কখনোই ভন্ডপীর আল্লামা আহমদ শফীর ইসলাম নিয়ে করা অপব্যখ্যা যেগুলো এই পোস্টে তুলে ধরা হয়েছে , সেগুলো মিথ্যা প্রমাণ করতে তো পারছেই না , উল্টো আমাকে হিন্দু , তারপর আমি ব্লগিং করে কত নেই উদভ্রান্তের মতো এসব মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে । আমি এগুলোকে ব্যান করতে পারতাম , কিন্তু মানুষের সচেতনাতার জন্য ব্যন করি না । সবাই দেখুক ছাগুদের কাজকর্ম ।



















শেষ কয়েকটি ছবির সৌজন্য : কাজী মামুনহোসেন



এখানে আমার একটা পরিচয় দেই , আমি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে EEE তে পড়ছি , ব্লগিং করে ধর্মব্যাবসায়ীদের পরিচয় তুলে ধরতে গিয়ে এবং রাজাকারদের বিপক্ষে লিখতে গিয়ে আমার প্রচুর সময় নষ্ট হচ্ছে , কারণ আমি পোস্ট দেয়ার আগে যথেষ্ট তথ্যবহুল করার জন্য প্রচুর পরিশ্রম করি । ঘরের খেয়ে পড়াশোনার বারোটা বাজিয়ে ব্লগিং আমি করছি বিবেকের তাড়নায় । ১৯৭১ সালে শহীদ রুমী যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি তে বৃত্তিসহ চান্স পেয়েও নিজের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা না করে দেশমাতৃকার টানে মুক্তযুদ্ধ করে বীরের মত শহীদ হয়েছেন , আর আমি ওনার মেধার কাছে কিছুই না , তাহলে আমি কেন ভূমিকা রাখব না রাজাকারদের নিশ্চিহ্ন করার জন্য ? শহীদ রুমীরা সোনালি জীবনের হাতছানি পায়ে ঠেলে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য এক স্বাধীন সার্বভৈাম বাংলাদেশ উপহার দিয়েছেন , আর আমি তাদের উত্তরসূরি হয়ে জাতির এই ক্রান্তিলগ্নে যখন রাজাকাররা শহীদ রুমীদের স্বপ্নের বাংলাদেশ কুরে কুরে খাচ্ছে তখন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে বাসায় সে থাকব আর পড়াশোনা করব ??????? কখোনই না কখোনই না কখোনই না ।



রাজাকারদের বিপক্ষে ব্লগিং আর শাহবাগে আন্দোলন কর‌তে গিয়ে আমার সি.জি.পি.এ কমছে কমুক , দরকার হলে বি.এস.সি প্রকোশলি হয়ে টিভি ফ্রিজ ঠিক করে পেট চালাব , সুন্দরী বউ এর আমার দরকার নেই , প্রেমিকা যদি ভাল চাকরি করি না দেখে চলে যায় যাক আমার কোনো সমস্যা নেই । শহীদ রুমীরা পেট চালানো আর সুন্দরী বউ এর কথা চিন্তা করে মুক্তিযুদ্ধ করে নাই , তাই আমিও শহীদ রুমীদের স্বপ্নের বাংলাদেশ রাজাকার আর ধর্ম ব্যবসায়িদের হাত থেকে মুক্ত করে ছাড়বই ইন শা আল্লাহ । হে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন ।



যেসব ছাগু বলছিস যে আমি ব্লগিং করে কত পাই তারা উপরের লেখাগুলো পড় , তারপর চিন্তা কর , তারপর আমি কত টাকা পাই ধরণের প্রশ্ন করে নিজেদের ছাগুত্বের পরিচয় দে । আমি কাপুরুষ না , তোদের কমেন্ট আমি মুছব না, তাহলে ভবিষ্যতে রাজাকার ও ছাগু মুক্ত বাংলাদেশে রাজাকার ও ছাগুদের নমুনা এবং ষড়যন্ত্র আমি জাদুঘরে দেখাবো কিভাবে ??????????????????????






মন্তব্য ২৫ টি রেটিং +০/-১

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯

আমি মেহমান বলেছেন: হেফাজতের আসল চরিত্র তো দেখলামনা -
দেখলাম আওয়ামীদের প্রপাগান্ডা আর বাদর নাচ! খু...বই সুন্দর হয়েছে। আমাদের আওয়ামীদের মুখোশটা একেবারে খুলে দিছেন - ছি: ছি: ছি: !!

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭

প্রভাষ প্রদৌত বলেছেন: ঐ হারাজাদা ছাগুর বাচ্চা ছাগু এখানে আওয়ামিলীগ পাইলি কোথায় রে????????? তোর বাবাদের পরিচয়ের ছবি দেয়া হয়েছে এখানে , আওয়ামিলীগ কোথায় পালি ??????????

পারলে ভন্ডপীর আল্লামা আহমেদ শফী'র যে ভন্ডামি ও তার দেয়া ইসলামের অপব্যখ্যার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তা মিথ্যা প্রমাণ কর ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪

প্রযুক্তি বলেছেন: আপনেরটা দেখালেননা তো দাদা

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯

প্রভাষ প্রদৌত বলেছেন: আমারটা কোনটা দেখাবো ???

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

কলাবাগান১ বলেছেন: বাশেরকেল্লার ব্লগার রা কি ব্লগার না???

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯

আমি মেহমান বলেছেন: প্রভাষ প্রদৌত - তেলে বেগুনে কেন লাগে জানেন?
আপনার তো জানা থাকার কথা....।

আর গালি কারা দেয় জানেন? জানা নাও থাকতে পারে আপনার....
... যাদের শালীন ভাষায় মত প্রকাশ করার যোগ্যতা নাই!!

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৭

প্রভাষ প্রদৌত বলেছেন: ছাগুদের সাথে শালীনতা দেখিয়ে আমি আমার দেশমাতৃকার সাথে বেঈমানি করতে পারব না । আমার যোগ্যতা খোঁজার আগে তুই তোর বাবাদের খুঁজে বের । কারণ তোর একটা বাবা থাকা অসম্ভব , কারণ তুই রাজাকারদের সমর্থন করিস ।


আর আমার পোস্টে আওয়ামিলীগ কোথায় খুণনজে পেলি বলস না কেন পাকি বীর্যে উৎপন্ন ছাগুর বাচ্চা ছাগু ????????????

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩

আশিকুর রহমান ১ বলেছেন: গুয়াজমের পুত হনুর বাচ্চা টিনের চশমা পইড়া ব্লগে না ল্যাদাইয়ে আজ মতিঝিলে আইসা কইতি তোর এই গাজাঁখুরি গল্প। সবাইরে এভারেজ ছাগু ছাগু করছ ক্যান তোর বাপ কি ছাগল ছিলো নাকী?

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১১

প্রভাষ প্রদৌত বলেছেন: তোর মত এভারেজ ছাগুরাই ছাগু গালি খাচ্ছে । তোর মা বলছিলো যে আমি গুয়াজমের পুত হনুর বাচ্চা ????????????

ছবিগুলোর জবাব না দিয়ে মিথ্যা বলছিস কেন রে ছাগু????????????? হেফাজতে জামায়াত সাঈদীরে বাঁচানোর জন্য নামলো কেন রে ছআগুর বাচ্চা ছাগু ?????????

ইসলামে পর নারীর গায়ে হাত দেয়া হারাম , তাহলে হেফাজতে ইসলাম থুক্ক জামায়াত নারী রিপোর্টারের গায়ে হাত দিলো কিভাবে রে ছাগু???????????? জবাব দে যদি এক বাপের পোলা হস ।



ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শলা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব ।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৭

আমি মেহমান বলেছেন: @ক্লোরোফিল - আপনার লিংকের জন্য অনেক ধন্যবাদ। সত্যিই পাশবিকতার আরেক নমুনা। মানুষ কিভাবে পশুর মত হয়ে যায়, অন্য মানুষের সাথে পশুর মত ব্যবহার ও কথা-বার্তা বলে তার বিভিন্ন প্রকার সচিত্র প্রতিবেদন একই পোস্টে!

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০১

মুহসিন বলেছেন: আমাদের পরধর্মমতসহিষ্ণু হতে হবে। হিন্দু হয়ে মুসলমানদের কোনটা হারাম কোনটা ফরজ সেটা আপনারতো বুঝে উঠার কথা নয়!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

প্রভাষ প্রদৌত বলেছেন: শোনেন ভাই আমি মুসলমান এবং অবশ্যই মুনাফিক না । ত আমার ইসলামী জ্ঞান সম্বন্ধে প্রশ্ন তোলার আগে নিজেরটা চিন্তা করেন।


আমার দেয়া ছবিগুলোর ব্যাপারে জবাব দিন তারপর কথা বলুন ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

অসীম দিগন্ত বলেছেন: নির্লজ্জ প্রভাষ প্রদৌত, আপনি তো ২ দিন আগে সিআই এর স্টাইল এ বিশাল এক রিপোর্ট প্রসব করছিলেন। ব্যপক সংহতা আরও কত আমাবশ্যার কাহীনি আপনার বিশ্বস্ত সুএ দিয়েছিলো, তার কি হলো। সমাবেশ তো সফলভাবেই কোনো সংসতা ছাডাই শেষ হইলো। কোনো জামাতী তৎপরতাও তো দেখা গেলো না।
সারাদিনই তো লেদান, এখন একটু থামেন, যদি লজ্জা থাকে।

আজকের দিনের ঘটনাবলী, পর্যবেক্ষণ করে মনে হলো- বাংলাদেশে নতুন ধারার, এক প্রজন্মের অভিষেক ঘটছে। যারা-

> মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী। - তবে তারা আওয়ামী লীগ না।
> বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী।
- তবে তারা বিএনপি না।
> ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।
- তবে তারা জামায়াত না।
> শাহবাগের গণজাগরণের সমর্থক।
- তবে, সেখানে নাস্তিকদের উল্লম্ফন, দেখতে চায় না।
> হেফাজতে ইসলামের স্পিরিটের সাথে একাত্ম।
- তবে, সব দাবীর পক্ষে না।

প্রধান ২ ধারার বিপরীতে, প্রজন্মের এই অংশটি জেগে উঠছে।

অসংগঠিত এই তারুণ্যই নির্ধারণ করবে, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। দেখা যাক কে তাদের, সংগঠিত করতে পারে। যে পারবে তার বাক্সেই ভোট পড়ব

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩২

প্রভাষ প্রদৌত বলেছেন: তর কমেন্ট ই তোর ছাগুত্বের পরিচয় । হারামজাদা চোখ কি তোর পাকি বাবারা কিনে নিয়েছে যে তোর চোখে পড়ল না হেফাজতে ইসলাম থুক্ক জামায়াতে মেশিনম্যান সাঈদীর মুক্তি দাবি করেছে ???????


আর কখোনো দেখছিস চোর তার পরিকল্পনা ফাঁস হয়ে গেলে চুরি করে ??হেফাজতে জামায়াত তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় তারা তাদের ধ্বংসাত্নক কর্মকান্ড পরিহার করে ।



আর তোদের ভন্ডপীর যে ইসলামের অপব্যখ্যা দিল সগুলোর জবাব দিলি না কেন ছাগুর বাচ্চা ?????????



ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড । পারলে কথা গুলো মিথ্যা প্রমাণ কর তারপর কথা বলতে আয় মূর্খ।


আর আমি মুসলমান তোর মত মুনাফেক না ।


পাকিস্তান গিয়ে তোর বাবাদের ( তোর একটা বাবা থাকা অসম্ভব ) খুঁজে বের কর শলা হারামাজাদা ছাগুর বাচ্চা।

কারণ যারা রাজাকার বাচাঁনোর জন্য ইসলাম নিয়ে ভন্ডামি করে তাদের একটা বাপ থাকা একেবারেই অসম্ভব ।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

আলুমিয়া বলেছেন: "অসীম দিগন্ত বলেছেন: হেফাজতে ইসলামের স্পিরিটের সাথে একাত্ম।
- তবে, সব দাবীর পক্ষে না"
যদিও কথাটা ফেসবুকের থেকে নিয়েছেন - যেহেতু আপনি কোট করেছেন - আপনাকেই বলি - হেফাজতে ইসলামের স্পিরিটটা কি?

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

নয়ামুখ বলেছেন: আজ দাদার গাজার পরিমানটা একটু কম হয়ে গেছে। এভাবে লিখলেতো হবেনা। গাজার পরিমান বাড়ান।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

অসীম দিগন্ত বলেছেন: @আলুমিয়া: আমি বুঝি যে বা যারাই ধর্ম নিয়ে কটাক্ষ করবে, কুৎসিত আজেবাজে লেখালিখে করে মানুষের বিশ্বাসকে কটাক্ষ করবে। তাদের আমি বিচার চাই।
শুধু আমি না, ১০০% বাংলাদেশীই তাদের ধর্মের অবমাননা সহ্য করবেনা। শহবাগের চেতনাও আমার চেতনা, কিন্তু তাদেরকে তাদের যায়াগা্যই হবে। আসিফ গং কি লোখেছিলো, তা আমি জানি আপনাকে বলার দরকার হবেনা। আপনি পুরনো ব্লগার। শহবাগ এ ব্যাপারে কেনো নাক গলাবে, যেখানে তাদের বিচারের মুখমুখি করা হচ্ছে।
আসিফ গং ও যুদ্ধাপরাধীদের বিচার চায়, আমার মত কয়েক কোটি বাংলাদেশী ও বিচার চায়। আসিফ গং আল্লাহ ও নবীকে নিয়ে অনমাননাকর কথা লিখেছে এবং লিখতে চায়। আমরা চাই কঠোর আইন যেনো কেউ সীমা লংগন করতে না পারে। ধর্ম বিশ্বাস যার যার, কেউ চাইলে বিশ্বাস না ও করতে পারে। কাউ আমার নবী ও আল্লাহে গালি দিতে পারে না।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: প্রতিটা পয়েন্ট এর আলাদা আলাদা ব্যাখ্যা আছে.....

এই গুলি পয়েন্ট আকারে দিলে অপপ্রচার হবে......

নামাজে সময় দেন বেশি বেশি আরা দোয়া করেন যেন অল্লাহ আমাদের সকল কে সঠিক জ্ঞান দান করেন।
--আমিন

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

রৌহান খাঁন বলেছেন: এখানে দেখে হুজুরদের বক্তব্য

Click This Link

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

এই আমি সেই আমি বলেছেন: ব্যপারটা দেখি উলটে গেছে । রাজাকারদের চাইতে দেখি নাস্তিক উপাধি দেবার হার বেড়ে গেছে । এখন মুক্তি যুদ্বের কথা বললেই ফতোয়ায়ে গোলাপী অনুযায়ী নাস্তিক ট্যাগ দিয়ে দেয়া হচ্ছে ।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

মাইন রানা বলেছেন: অপপ্রচার দেখে মনে হচ্ছে হেফাজতে ইসলাম আসলেই বিশাল গনজাগরণ করে ফেলেছে।

হেফাজতকে ঠেকাতে সবাই কোরআনের ভুল ব্যখ্যা দিতে শুরু করেছে
মিথ্যা প্রপাগান্ডা বকতে শুরু করেছে।
যারা আগে কিছুই বলত না তারা আজ ভয়ে থর থর করে কাপছে। উল্টা পালটা পাগলের প্রলাপ বকতে শুরু করেছে।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: আমি মেহমান (হনুমান ভাই)

হেফাজতের সমর্থন দিয়া কোন লাভ নাই, তাহার কিন্তু আফনেরেও হত্যা করতে চায়....

কারন আফনি নাস্তিক


Click This Link

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

এনোমালী বলেছেন: প্রভাষ প্রদৌত এর আসল চরিত্র


তিনি কে?





তিনি কোথায় থাকেন?





অবসরে তিনি কি করেন?





মুসলিম দেখলে তার কি করতে মন চায়?

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.