নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন

প্রভাষ প্রদৌত

প্রভাষ প্রদৌত › বিস্তারিত পোস্টঃ

সাকা'র রায় ফাঁস হওয়ার সচিত্র প্রমাণ ................(সংগ্রহীত)

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭

ছাগুরা ব্যাপক প্রচার চালাইতেসে যে সাকার রায় নাকি অনেক আগে থেকেই ডিসাইডেড, আর সেটা নাকি পাওয়া গেছে আইন মন্ত্রনালয়ের একটি কম্পিউটারে আলম নামের জনৈক টাইপিস্টের নামে রাখা একটা ফোল্ডারে।



ফাইলটা ডাউনলোড করলাম, ছাগুদের দেখান পথে প্রপারটিজে গেলাম। তাতে দেখা যাচ্ছে মজার সব জিনিশ।



১, ফাইলটা তৈরি হয়েছে ২৩শে মে ২০১৩ তারিখে রাত ১২টা ১ মিনিটে! প্রশ্ন নাম্বার এক, রাত ১২টা ১ মিনিটে কোন অফিসে কাজ চলে?



২- টোটাল ২৫৮৮ মিনিট ধরে এই ফাইল এডিট করা হয়েছে, ছাগুরা মনে হয় অনেক সময় দিসে এইটার পিছে।



৩- তারপরে দেখা যাচ্ছে যে ফাইলটা লাস্ট সেভ করেছে যে ইউজার তাঁর নাম ম্যাকবুক প্রো ১৩" (অনেক ক্ষেত্রে আসল ইউজার এর বদলে পিসির জেনেরিক নাম ইউজ করা হয় এই দেশে, যেমন আমার শ্যালকের ল্যাপটপের ইউজার নেম হল "এসার পিসি", উইন্ডোজ ইন্সটল করার সময় দোকানদার বানায় দিসে), প্রশ্ন নাম্বার দুই সরকারি অফিসের টাইপিস্ট আলম (যার নাম উল্লেখ করা হয়েছে খবরের সুত্রে) ম্যাকবুক প্রো কবে থেকে ইউজ করা শুরু করল?



৪ - এছাড়াও দেখা যাচ্ছে যে ফাইলের অথর এর নাম "আদি", আলম না, যেমনটি বলা হয়েছে খবর সুত্রে। আর তাঁর অরগানাইজেশন/কম্পানির নাম হচ্ছে



"অ্যারাবিয়ান হর্স"!! আইন মন্ত্রনলায় কবে থেকে অ্যারাবিয়ান হর্স হইল?



















Ayon Muktadir's status.



সংগ্রহীত : View this link

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

মনপবন বলেছেন: ভাল কৈচেন

২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯

বাবু পুলক বলেছেন: vai, ekhon cholse rumor er jug, ekhon online te dhuklei khali rumor r rumor . khuje paowa muskil je konta sothik r konta mittha?? but apnar step ta valo lagse. ekjon blogger er daitto palon korchen..

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

নিজাম বলেছেন: আহা! খামাখা ওদের দোষ দিচ্ছেন কেন? তারা নিষ্পাপ! সমস্যাটা তো ওখানে না। চোর চুরি করার সময় নিজের অজ্ঞাতসারেই কিছু প্রমাণ রেখে যায়। এটা বৈজ্ঞানিক সত্য। পৃথিবীর সুশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, বাঘা বাঘা অপরাধীরাইতো এই সত্য থেকে বের হতে পারে না। এই সত্য থেকে ছাগুরা বের হবে কেমন করে? আল্লাহ মনে হয় এতদিন পর অপরাধীর সঠিক বিচারে সাহায্য করেছেন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

তুহিন সরকার বলেছেন: বাংলাদেশে মনে হয় ওরাই প্রযুক্তিবিদ, আর সবাই মুর্খ চাষা।


ধন্যবাদ প্রভাষ। ভাল থাকবেন,শুভকামনা রইল।

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

রাহুল বলেছেন: আমিতো বোদাই হইতে পারুম না এই কথা বিলিভ করে। যদি ফাস হবে তা আজ দুপুরের পরে কেনো? আগে পাইলাম না কেনো?

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

ভোরের সূর্য বলেছেন: ভাই আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো খুব হাস্যকর।আপনি যখন কারো যুক্তি খন্ডন করবেন তখন আপনার কাছে আর বেশি শক্তিশালী যুক্তি থাকতে হবে।আমার এ লেখার উদ্দেশ্য আপনার যুক্তির দুরবল দিক গুলো তুলে ধরা।

১, ফাইলটা তৈরি হয়েছে ২৩শে মে ২০১৩ তারিখে রাত ১২টা ১ মিনিটে! প্রশ্ন নাম্বার এক, রাত ১২টা ১ মিনিটে কোন অফিসে কাজ চলে?

উত্তরঃযিনি এই যুক্তি তুলে ধরেছেন তিনি মনে হয় এখনও স্টুডেন্ট।চাকরির জগতে ঢুকেন নাই।
ব্যাংক আওয়ার ১০টা থেকে ৪টা কিন্তু ভিতরে কতক্ষন কাজ চলে সবাই জানে।
নরমালি ১০-৫টা অফিস আমরা বলি বরং খুব কম অফিস আছে যেখানে ৫টার মধ্যেই বন্ধ হয়ে যায়।অনেক অফিসে অনেক রাত অবধি কাজ চলে। আর এরকম একটা গুরুত্বপূর্ণ বিচারের রায়ের ব্যাপারে রাত দিন কোন ব্যাপার না।

২)টোটাল ২৫৮৮ মিনিট ধরে এই ফাইল এডিট করা হয়েছে, ছাগুরা মনে হয় অনেক সময় দিসে এইটার পিছে।

উত্তরঃ যেকোন রায় শুধু সাকা কে ফাঁসি দেয়া হল সেটাই শেষ নয়।
সেখানে সব কিছু ডিটেইল দেয়া থাকে যেমন কি কি অভিযোগ আছে।কি কি প্রমাণিত এবং কোন গুলা না কেন না।ইত্যাদি তাতে রায় কয়েকশ পৃষ্ঠা হইয়।এই রায়ের মুল ১৭২পৃষ্ঠা।এটার পিছে টোটাল ৪৪ ঘন্টা বা ২৫৮৮ মিনিট ধরে এই ফাইল এডিট করা কোন ব্যাপার না।

৩)ইউজার নেম ম্যাকবুক প্রো১৩ হয়েছো তো কি হয়েছে? একজন সরকারি কম্পিউটার অপারেটর কি এটা ব্যাবহার করতে পারেন না? ম্যাকবুক প্রো১৩ কি খুব আহামরি জিনিস যে ব্যাবহার করতে পারেন না?বরং সরকার ট্রাইবুনালের জন্য এরকম ভাল পিসি ব্যাবহার করবে। কম্পিউটার অপারেটর কোন পিসি ইউজ করেছে কি করেনি এটা খুব বাচ্চাদের মতন যুক্তি।

৪)এছাড়াও দেখা যাচ্ছে যে ফাইলের অথর এর নাম "আদি", আলম না, যেমনটি বলা হয়েছে খবর সুত্রে। আর তাঁর অরগানাইজেশন/কম্পানির নাম হচ্ছে

"অ্যারাবিয়ান হর্স"!! আইন মন্ত্রনলায় কবে থেকে অ্যারাবিয়ান হর্স হইল?

উত্তরঃ কোডনেম দিয়ে ফাইল সেভ করা কি যায়না? সব ফাইল তো আইন মন্ত্রনলায় দিয়ে সেভ করা হয় না। সেখানে সেটা বাংলাদেশি হর্স হলেই বা কি।

পরিশেষে এটাই বলছিঃ
যদিও এ ঘটনা কোনভাবেই প্রমাণ করে না যে, সাকা চো নির্দোষ।কিন্তু এত ঝামেলা করার দরকার কেন।এমনিতেই তো সাকার ফাঁসি হওয়া উচিত কিন্তু মাঝ খান থেকে বিতর্কিত করার দরকার কি ছিল রায়ের প্রক্রিয়াকে? এটা কি শুধুই জামাত এর চাল নাকি এর সাথে স্বয়ং আওয়ামীলিগ জরিত?তা না হলে কিভাবে এত গোপন বিষয় ফাঁস হল।

@রাহুল ভাই। এই খবরটি আজকে দুপুরে নয়।কালকেই পাওয়া গেছে। সামুতেই একজন পোস্ট দিয়েছেন।খুজে দেখে নিয়েন।

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

জগ বলেছেন: ভাইজান কি ম্যাকবুক প্রো ব্যবহার করেন নাকি? লাস্ট সেইভ মানে আপনের/বা যার থেকে আপনে কপি মারছেন তার কম্পিউটারে যখন সেইভ করছেন সেইটা বুঝায়।

এইটা একটা পুরা ছাগল টাইপের লেখা। ছাগুদেরকে গালি দিতে যাইয়া নিজেদেরকে "ছাগু" প্রমান করছেন আপনেরা। :D B-) :) ;)

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

চলতি নিয়ম বলেছেন: @ভোরের সূর্য , আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো ও হাস্যকর। আসলে আসল খবর আমরা কেউ জানি না হুদাই ফালাফালি করি। শেষদিক সেকে শুরু করি:

৫. আপনি সন্দেহ কর্ছেন সরকার জড়িত থাকতে পারে: এটা কতটা হাস্যকর যে সরকার রায়ের কপি সাকার পরিবারের কাছে পৌঁছার ব্যবস্থা করে দেবে রায় ঘোষণার আগেই =p~

৪। হ্যা ফাইল কোড নেম দিয়ে সেইভ করা যায় তবে এমন একটা গুরুত্ব পূর্ণ অফিস বা কাজের পিসি বা ইউজার নেম সামু ব্লগের আপনার আমার মত কোড নেইম হতে পারে না।

৩। আপনার মতো বললে তো হ্যা উনার সাইবার ক্যাফে তে বসেও এই রিপোর্ট লেখার রাইট আছে তাই না?? =p~

২ আর ১ এর সাথে সহমত। যদি ফাস হওয়া রায় আর আজকের ঘোষিত রায় একই হয় তাহলে খুঁজে বের করতে হবে কিভাবে ফাস হয়েছে যেটা আহামরি কোনো কঠিন কাজ নয়।

আর হ্যা, ফাইলটার লাস্ট এডিট দেখাচ্ছে আজ সকাল ১১ টা?? ক্যামনে কি? আপনার যদি বিন্দু মাত্র কম্পিউটার জ্ঞান থেকে থাকে তাহলে ছবিতে দেয়া তারিখ গুলো মিলিয়ে দেখুন তো কোনো গরমিল পান কিনা?? =p~

কম্পিউটারের তারিখ পিছিয়ে দিয়ে অনেক কিছুই বানানো যায় কিন্তু সেটা দিয়ে সত্য কে মিথ্যা বানানো যায় না।

দুনিয়াতে কোনো কুকর্মই নিখুত ভাবে করা যায় না কোনো না কোনো প্রমান থেকেই যায়।



৯| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

চলতি নিয়ম বলেছেন: আমার আগের কমেন্ট টা মুছে দেবার অনুরোধ করছি। এইটা সহ।

১০| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ভোরের সূর্য বলেছেন: @চলতি নিয়ম
আপনি আমার যুক্তি হাস্যকর বলেছেন আবার আমার যুক্তির ১ম এবং ২য়টার সাথে সহমত বলেছেন!!!!!
৩)আপনার মতো বললে তো হ্যা উনার সাইবার ক্যাফে তে বসেও এই রিপোর্ট লেখার রাইট আছে তাই না??____________আপনার এই কথাটা বুঝলাম না। কিসের ভিত্তিতে এই কথাটা বলেছেন।
৪)যে কেউ কোড নেম যে কোন কিছু দিয়েই দিতে পারে সেখানে আমার বা আপনার মত ব্লগারের মতন কোড নেম হতে পারে। সেটা যিনি সেভ করবেন তার ব্যাপার।কোড নেম কেমন হবে সেটার কোন নিয়ম নাই দুনিয়াতে।সাধারনত কোড নেম গুলো এমন হয় অপারেশন সার্চ লাইট বা অপারেশন মা। লাদেনের বিরুদ্ধে যে অপারেশন চালানো হয় তার নাম ছিল Operation Neptune Spear. যাইহোক আসলে ধরাবাধা কোন নিয়ম নাই।

৫)সরকার কত কিছু করতে পারে সেটা মনে হয় আপনাকে আর বলা লাগবে না। সরকার এত আন্তরিক হলে শাহবাগ আন্দলনের দরকার হত না। আসল যে মাথা,যে আসল গেম খেলেছে মাস্টার মাইন্ড গোলাম আজমের ফাঁসি না হয়ে যখন যাবতজীবন হল তখন সরকার বল্লো যে তারা রায়ে খুশি।তারা এরকম রায় চেয়েছিলেন যেখানে আমরা সাধারণ জনগণ গোলাম আযমের ফাঁসি চাচ্ছি সেখানে সরকার বা আওয়ামীলিগ কিভাবে যাবতজীবন রায়ে খুশি হয়!!!!!!!

আপনি আজকের সকালের তারিখের কথা বলছেন তো ভাল কথা।কিন্তু গতকালই তো খবর টা লিক হয়েছে আর বড় কথা হল লিক হল কিভাবে যেখানে নিরদৃস্ট কয়েকজন এই রায় নিয়ে ঘাটাঘাটি করছে।তার মানে কি সরষের ভিতর ভুত?

আর ধরে যদি নিই আজকে ১১টা তাহলেও বা সেটা রায় প্রকাশের আগে বাইরে আসলো কিভাবে যেখানে শুধু রায়টা ট্রাইবুনালের ৪/৫ জন বিচারপতি ছাড়া আর কারো কাছে থাকার কথা না।

প্রথম আলোতে প্রকাশ রায়ের সাথে লিক হওয়া রায়ের মিল পাওয়া গেছে।

সবচেয়ে বড় কথা হল আমি বলেছি কোন কিছুই নিশ্চিত হয়ে বলা যায় না।
আর আমি যখন কোন কিছু লিখি তখন হুদাই লিখিনা।আপনি আজকের সকালের কথা বলেছেন আর আমি কালকের আপডেট থেকে শুরু করেছি।
সব দিক বিবেচনা করেই চেস্টা করি লেখার।অন্ধের মতন এক দিকে যাই না।যেমন আমি বলেছি যে যদি ধরে নিই আজকে সকাল ১১টায় আপডেট তাহলেও বা এটা কেন হল।কিভাবে রায়টা আগে বেড় হল।কিন্তু রায়টা যে ভুল না সেটা তো প্রমাণ হয়েছে।

আর যখন কমেন্ট করবেন সব কিছু ভালমতন পড়েই কমেন্ট করলে খুশি হব।আমি শেষে কি লিখেছি সেটা ভালমতন পড়েন।

আবারো বলছি যে রায়টা আমরা গতকাল কে পেয়েছি সেটা কিভাবে বাইরে এল।এতা বেড় করতেই হবে।এমন যদি হত প্রপাগান্ডা ছড়ানোর জন্য হয়েছে তাহলে আলাদা কথা কিন্তু আজকে প্রকাশিত রায়ের সাথের গতকালকের রায়ের মিল আছে। তাই আমি মে মাসের কথা বাদই দিলাম যদি এটা গতকালকেও লেখা হয় সেটা কিভাবে সমইয়ের আগে বাইরে আসে।

যদিও এ ঘটনা কোনভাবেই প্রমাণ করে না যে, সাকা চো নির্দোষ।কিন্তু এত ঝামেলা করার দরকার কেন।এমনিতেই তো সাকার ফাঁসি হওয়া উচিত কিন্তু মাঝ খান থেকে বিতর্কিত করার দরকার কি ছিল রায়ের প্রক্রিয়াকে? এটা কি শুধুই জামাত এর চাল নাকি এর সাথে স্বয়ং আওয়ামীলিগ জরিত?তা না হলে কিভাবে এত গোপন বিষয় ফাঁস হল।

১১| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

চলতি নিয়ম বলেছেন: আপনার কমেন্টের উপরের কমেন্ট টা আবার পড়েন। কি বুঝলেন ? আমি আমার আগের কমেন্ট টা ডিলিট করতে বলেছি মানে এই বিষয়ে তর্ক করতে চাই না।

ভালো থাকুন।

১২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

রাজীব দে সরকার বলেছেন:
অলরেডি দুইটা ছাগু যুক্তিখণ্ডন করতে চলে আসছে
সবাই কাঠাল পাতা দাও :-B
হেঃ হেঃ হেঃ =p~

@লেখক, ভালো পোস্ট, সাহসী লেখা
পোস্টে + + + +

১৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

ভোরের সূর্য বলেছেন: @রাজীব দে সরকার দয়া করে কারো নামে কিছু না জেনে গালাগালি করবেন না।আশাকরি মিনিমাম ভ্রদ্রতা আপনার জানা আছে।আর সব লেখাগুলো পড়ে তারপর আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করবেন।আপনার কাছে কারো যুক্তি ভাল না লাগে বা মেনে নিতে না পারেন তাহলে আপনার যদি কোন ব্যাক্তিগত মতামত থাকে সেটা প্রকাশ করুন।একজন সুস্থ মানুষের কাছ থেকে সবাই এটাই আশা করে।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
এই ফাইলটি গতকাল প্রকশিত হয়েছে! বা ফাঁস হয়েছে বলছে।

কিন্তু সাকার পরিবার ও সাকা এইটা আগে জানলো কিভাবে?
গতকাল বা এই দুইদিন নিশ্চয়ই সাকার পরিবারের সাথে সাকার দেখা করেনি।
রায় আগামি কাল ঘোষনা হবে, এই অবস্থায় গুরুত্বপুর্ন আসামির সাথে শাক্ষাৎ অনুমতি দেয়ার কথা নয়।

নিশ্চই এটা সপ্তাহখানিক বা মাসখানেক আগের ছাগু পরিকল্পনা, যা সাকার পরিবারের ও আইনজীবিদের জানা ছিল

১৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

রাজীব দে সরকার বলেছেন:
@ভোরের সূর্য
জামায়াতে ইসলামী অচিরেই আমাদের দেশে নিষিদ্ধ হতে যাচ্ছে
অলরেডি এদের নির্বাচনী নিবন্ধন বাতিল হয়েছে
তাই জামায়াত পন্থী কিংবা যুদ্ধাপরাধী পন্থী কারো মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত না - ৪২ বছর সুযোগ দেওয়া হয়েছে, আর দেওয়া ঠিক হবে না!

আপনাকে গালিগালাজ করা হয় নি
মিনিমাম ভদ্রতা হিসেব করেই আপনার নাম ধরে ডাকা হয়েছে
যে নামে আপনারা সর্বত্রই পরিচিত - 'ছাগুউউ'

১৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

ভোরের সূর্য বলেছেন: @রাজিব দে সরকার আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার শিক্ষাগত যোগ্যতা অথবা আপনার জানার পরিধি।কিছুদিন আগে অামি একটি পোস্ট দিয়েছিলাম হুজুগে না লিখে সঠিক তথ্য দিয়ে কোনকিছু লেখা,পারলে লেখাটা পড়বেন আর বলেনতো জামাত-ই-ইসলিমী কেন নির্বাচনী নিবন্ধন বাতিল হয়েছে।

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৬

রাজীব দে সরকার বলেছেন: ভোরের সূর্য
আমার শিক্ষাগত যোগ্যতা তোমার থেকে ২ কলম বেশীই - এটা নিঃসন্দেহে বলতে পার -

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে
কারন বাংলার মাটিতে শুয়োরের রাজনীতি করার অধিকার নাই

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সাকার রাজাকার হোক আর না হোক শুধু মাত্র তার কুৎসিত অঙ্গভঙ্গি আর নোংরা ভাষা ব্যবহারের জন্য তাকে একবার ফাঁসিতে ঝুলানো উচিৎ তাও আবার আদালতের মত সন্মানিত জায়গা ব্যবহার না করে সরাসরি সাধারণ জনগনের হাতে ছেড়ে দিয়ে তার ফাঁসি কার্যকর করা উচীৎ যাকে বলে একদম বিচার বহির্ভূত।

এমন সব নোংরা মানুষের রায় ফাঁস হলো কি না হলো কিচ্ছু যায় আসেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.