নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন

প্রভাষ প্রদৌত

প্রভাষ প্রদৌত › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বর্ণবাদি ফ্রান্সের বর্ণবাদের অসহায় স্বীকার শহীদ মিনারের অন্যতম স্থপতি নভেরা আহমেদ ( মরেও শান্তি পেলেন না )

১৩ ই মে, ২০১৫ রাত ১১:১০



একজন মুসলিম নামধারী মহিলার খ্রিস্টান কবরস্থানে খ্রিস্টাীয় রীতিতে মাটিচাপা দেয়া হচ্ছে , এই জন্য আমি প্রচণ্ড অবাক হচ্ছি , এমনকি ক্ষুব্ধ । কারণ নভেরা আহমেদ কে আমি খুব পছন্দ করতাম , ফ্রান্সে মুসলমানদের কোন ধর্মীয় অধিকারই ঠিক মত পালন করতে দেয়া হয় নাহ , ভয়াবহ রকমের বর্ণবাদী এক দেশ হল ফ্রান্স ।

একজন মুসলিম হিসেবে শরীয়ত মোতাবেক যে অধিকার নভেরা আহমেদ এর ছিল সেটা কেন পালন করা হয় নাই ???????????? ফ্রান্সের সমস্যাটা কি ?????????????


একজন মুসলিম মারা গেলে যত মুমিন অথবা পাপীই হোক না কেন ( সবার জন্য একই) তার জন্য পরিপূর্ণ ভাবে গোসল করিয়ে পরিষ্কার কাফন পড়িয়ে জানাযার নামাজ পড়িয়ে দুরুদ শরীফ পড়তে পড়তে অত্যন্ত সম্মানের সাথে মুসলিম কবরস্থানে নিয়ে যেতে হয় , তারপর সম্ভব হলে পরিবার থেকে অথবা সম্ভব না হলে অন্য দুজন মুমিন ব্যক্তি অত্যন্ত সম্মানের সাথে কবরে শোয়ান , তারপর দোয়া পড়ে কবরে মাটি ফেলতে হয় । তারপর ইমাম সাহেব অথবা একজন মুমিন ব্যক্তি দোয়া করে শেষ যাত্রা সমাপ্তি করেন । আমি জানতে চাই নভেরা আহমেদ বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন মুসলিম নাগরিক ( জানামতে ) , কিসের ভিত্তিতে তাকে তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হল???????????????????

ফ্রান্স এক মুসলিম বর্ণবাদি দেশ । তারা মুসলমানদের কোন ধর্মীয় অধিকারই ঠিক মত পালন করতে দেয় না । এর থেকে রেহাই পেলেন না আমাদের শহীদ মিনারের অন্যতম স্থপতি ভাস্কর নভেরা আহমেদ । আমি এর তীব্র নিন্দা জানাই ।

আর ইসলাম এর বিরুদ্ধে যাদের চুল্কানি আছে তারা দয়া করে এই পোস্টের বাইরে থাকুন , আমি কোন মস্তিস্ক বিকৃত মানুষ দেখতে চাই না ।

নভেরা আহমেদ এর অসহায় শেষ যাত্রা , মরার পর শেষ অধিকারটুকুও পেলেন না এই হতভাগী বড়বোন আমাদের

আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ : চলে গেলেন নভেরা আহমেদ

খ্রিস্টান কবরস্থানে খ্রিস্টীয় রীতিতে মুসলিম ভাস্কর নভেরা আহমদে এর শেষ শয়ান

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৫ রাত ১:০৯

জাকারিয়া জামান তানভীর বলেছেন: মুসলিম ব্যারিয়াল হলে ভালো হত। তবে তিনি এটি চেয়েছেন কি না তা আমরা জানি না। পোস্টের জন্য ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৫ রাত ১:২৫

প্রভাষ প্রদৌত বলেছেন: ভাই আসলেই আমার খুব খারাপ লেগেছ । তবে ফ্রান্সের মুসলিম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে হবে ।

২| ১৪ ই মে, ২০১৫ রাত ১:৩৫

জাকারিয়া জামান তানভীর বলেছেন: আপনার সাথে একমত। এই নিয়ে আমার পুরনো একটা পোস্ট আছে, সময় পেলে পড়বেন আশাকরি। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৪ ই মে, ২০১৫ সকাল ৯:৩২

জনতার রায় বলেছেন: ফ্রান্স এবং জার্মানি হচ্ছে ইউরোপের দুটো দেশ, যারা তাদের মুসলিম অধিবাসীদের নিয়ে ব্যাপক ঝামেলায় আছে। এরা ঐসব দেশের নাগরিক অধিকার পুরোমাত্রায় ভোগ করে, কিন্তু তাদের সামাজিক মূলধারার সাথে মেশেনা। একারণেই ইস্রাইলের পরিকল্পনায় ফ্রান্সে 'শারলি হেব্দো' নাটক এবং জার্মানিতে পেগিডা আন্দোলন করার চেষ্টা হয়েছিল। কিন্তু মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়ে যাওয়ায় এসব চেষ্টা হালে পানি পায়নি।

১৪ ই মে, ২০১৫ রাত ১১:৪৫

প্রভাষ প্রদৌত বলেছেন: দেখুন আমাদের দেশে একজন খ্রিস্টান , একজন হিন্দু , একজন বৌদ্ধ অথবা অন্য ধর্মের মানুষ "নাগরিক অধিকার পুরোমাত্রায় ভোগ করে" ( আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে ) , কিন্তু এটা আমারা কোন ভাবেই বলতে পারি না "সামাজিক মূলধারার সাথে মেশেনা।" , তাদেরকে আমাদের মূলধারায় ( ইসলামী ) মিশতে হবে , কোনভাবেই নাহ , তবে আমাদের সমাজকে সম্মান জানাতে হবে ।

তাহলে ফ্রান্স আর জার্মানি কিভাবে এটা আশা করে??????????? এটা বর্ণবাদ , এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে ।

৪| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৫৪

কাউন্টার নিশাচর বলেছেন: ও আপনি মুসলিমদের পক্ষেও লেখেন নাকি? আমার ধারনা ছিল আওয়ামীলীগ মানেই মুসলিম বিদ্বেষী। তাই আপনার সাথে বাজে ব্যবহার করে ফেলেছিলাম। সরি ভাইয়া।

৫| ২৮ শে মে, ২০১৫ রাত ১০:০৪

তপ্ত সীসা বলেছেন: এইডা হইলো ছাম্বা স্টাইল। এইডা একটা ইউনিক পিস, ছাগু আর হাম্বার সংকর। একসময় ফাকিস্তান আর আরেক সময় হাম্বাল্যান্ডে ভরসা খুজে। =p~

৬| ০১ লা জুন, ২০১৫ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


ফ্রান্স তো ফরাসীদের জন্য

৭| ১৫ ই জুন, ২০১৫ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না, কি অবস্হায় মৃত্যু হয়েছিল; ভালো হতো শেষ জীবনে বাংলাদেশে চলে আসলে।

৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: দুঃখের ব্যাপার। সারা জীবন আঁধারেই কাটিয়ে গেলেন মানুষটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.