| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন শাহরিয়ার
✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D
হে ব্রাজিলিয়ান সমর্থকবৃন্দ (সবাইকের নয়, আজাইরা ক্রেজি সমর্থকদের বলছি)...!!!
আগামী ১৩ তারিখ রাতে রিও ডে জেনেরিওতে যে খেলাটি হবে, সেখানে আপনারা কোন দলকে সমর্থন করবেন??? ![]()
জার্মানি??? ![]()
উহু... লজ্জা থাকলে আপনারা জার্মানিকে সাপোর্ট করবেন না। কারণ সেমি ফাইনালে যে দলে আপনাদের বাংলালিংক দরে 7up খাওয়াইছে, (মানে ৭ গোল আর কি! বুঝতে কষ্ট হল না তো? ) তাদের কিভাবে সমর্থন করবেন??? লজ্জা শরম ও কি খাইলাইছেন নাকি গোলের সাথে??? নাকি মীর জাফরের খাতায় নাম লিখাবেন ??? ![]()
তাহলে কি আর্জেন্টিনা??? ![]()
ও উহু... নো নো.. এ্র তো হতেই পারে না! সারা বছর জুড়ে যে দলরে অভিশাপ দিলেন, তাদের কিভাবে সমর্থন করবেন??? আনবিলিভ ইট। ![]()
তাহলে আপনার কিয়া করবেন??? ![]()
লাইট নিভিয়ে দোয়া দরুদ পড়ে ঘুমায় পইড়েন।... ??? ![]()
![]()
১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৫
নির্জন শাহরিয়ার বলেছেন: হে হে হে... তারা শুধু তাদের বাপ দাদার পুরান কাহিনী বলবে। তাদের বাপ দাদায় ৫ বার কাপ জিতছে সে কাহিনী। তারা যে আগামী ৩০ বছরেও আর ফাইনাল দেখবে না সেটা বুঝে না। বিশ্বরেকর্ড ৬ মিনিটে ৪ গোল।
২|
১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
মৈত্রী বলেছেন: জার্মানী
(আজাইরা ক্রেজি সমর্থক নই)...!!!
১১ ই জুলাই, ২০১৪ রাত ২:২৬
নির্জন শাহরিয়ার বলেছেন: গুড।
ব্রাজিল থেকে জার্মানি নয় তো? ডাইরেক্ট জার্মানি?
৩|
১১ ই জুলাই, ২০১৪ রাত ২:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ডাইরেক্ট জার্মানী ![]()
১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
নির্জন শাহরিয়ার বলেছেন: ভাল ছেলে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২
হাসান মাহবুব বলেছেন: আমিও তাই কই! তবে ফাইনালের আগে হল্যান্ডের কাছে আরেকবার ধরা খাইবো।