নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত অত বড় দার্শনিক হয়নি। সহজ, মুক্তচিন্তা, স্বাধীনচেতা, পরোপকারী, ন্যায় ও সুন্দরের পূজারী

নির্জন শাহরিয়ার

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D

নির্জন শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

রাফি ও আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থান!

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

গত দু’বছর ধরে একটি টিউশনিটা করাই। ছাত্রের নাম রাফি। সে এখন অষ্টম শ্রেণিতে পড়ে। এতদিন ধরে পড়াতে পড়াতে আসা যাওয়াই তাদের পরিবারের একজনের মতই হয়ে গেলাম। তাই একটু দেরিতে আসলেও কিছু বলেন না। প্রতিদিনকার মত বিকাল বেলাটা প্যারেড মাঠে ঘুরে ফিরে মাগরিবের নামায পড়ে টিউশনির উদ্দেশ্যে রওনা দিলাম। পৌছতে ১৫ মিনিট দেরি হয়ে গেল। রাফি পড়ার টেবিলে বসে আছে বই খাতা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। মুখ দেখে বুঝলাম ফুরফুরে হাসিখুশি কৌতুহলি ভাব!

চেয়ারে বসতে না বসতেই সে যা বলে উঠল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না! নিজেকে মোটেও বিশ্বাস করাত পারছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছিল না আমি ভুল শুনেছি, আমার ভুল হচ্ছে। তাকে আবার জিজ্ঞেস করলাম কি বললে তুমি? সে হাসিখুশি মুখে কৌতুহলী ভাব নিয়ে দ্বিতীয়বার আবার স্বগৌরবে বলল, স্যার “ব্লু ফিল্ম কি? এই ফিল্মে কারা অভিনয় করেন?” আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে তার প্রশ্ন শুনে!!! চেচামেচি শুরু করে দিলাম। চোখের পলকে হাসি খুশি মুখটি মলিন হয়ে গেল। আমার চেচামেছি শুনে আন্টি ততক্ষণে এসে পড়েছেন।

আন্টি এসে জানতে চাইল, কি হল মাষ্টার তুমি এত রেগে গেলে আজ হঠাৎ? আন্টির ভঙ্গিমা রাফির দিকে মুভ করে তাকে প্রশ্নটা আবার করতে বললাম। তখন রাফি ঘটনার আকস্মিকতা দেখে কাঁদো কাঁদো কন্ঠে তৃতীয়বারের মত নির্বিকারচিত্তেই কথাটা তার মায়ের সামনেই বলল! আমি লজ্জায় রক্ত লাল! ছেলের মুখে এই কথা শুনে মায়ের চেয়েরাও রক্ত বর্ণ ধারণ করেছে। ছেলের দু’গালে দুটো ঠাস ঠাস করে থাপ্পর দিয়ে বকতে লাগলেন, এই বয়সে এইসব নষ্টামি/ স্কুলে না গিয়ে যাও কোথায়? খারাপ ছেলেদের সাথে চলাফেরা কর?

আন্টির চেঁচামেচি শুনে রাফির দাদা-দাদীও এর মাঝে কখন জানি চলে এসেছেন ড্রয়িংরুমে।‘বৌমা, আমার নাতির দোষটা কি বলো তো? তোমরা দুজন মিলে ওর ওপর এমন পুলিশি রিমান্ড চালাচ্ছ কেন?’
পুরো ঘটনা শোনার পর দাদুভাই রাফিকে কাছে টেনে নিয়ে প্রশ্ন করলেন, ‘এই শব্দটা তুমি কোথা থেকে শিখেছ দাদুভাই?’
‘স্কুল থেকে’ কাঁদতে কাঁদতে জবাব দিল রাফি।
‘শোন দাদুভাই, এইসব কথা তোমার যেসব বন্ধু তোমায় শিখিয়েছে, তারা ভালো ছেলে নয়। তারা বাজে ছেলে। এইসব বাজে ছেলেদের সঙ্গে এখন থেকে তুমি মিশবে না, কেমন!’

‘কিন্তু দাদুভাই, এই কথা তো আজ আমাদের ক্লাসশিক্ষক বলেছেন! উনি তো বই থেকেই আমাদেরকে এসব পড়িয়েছেন!’
‘বই থেকে? এসব কি বলছ তুমি দাদুভাই? দেখি কোন বইয়ে এসব কথা লেখা আছে?’
রাফি এবারে ব্যাগ খুলে তার একটি বই বের করে দাদুভাইয়ের হাতে দিল। বইটির পাতা খুলে তিনি উল্টেপাল্টে দেখতে লাগলেন। যতই সময় যেতে লাগলো, তার মুখের চেহারা ততই পাল্টে যেতে থাকলো। একসময় বইটা রাফির মায়ের দিকে এগিয়ে দিয়ে তিনি নিঃশব্দে উঠে নিজের রুমের দিকে চলে গেলেন। কিছুই বুঝতে না পেরে আমি আন্টির হাত থেকে বইটা নিয়ে পাতা উল্টাতে লাগলাম। ঘৃণা ও অবিশ্বাসে শিউরে উঠলাম আমি। লজ্জায় একে একে সবাই প্রস্থান! সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রাফি! এসব কি দেখছি আমি! এই কচি বয়সেই ছেলেমেয়েদের প্রজনন শিক্ষা দেয়ার নাম করে তাদেরকে চরম নৈতিক অবক্ষয়ের দিকে যারা ঠেলে দিচ্ছেন, তারা কি মানুষ! এই বুঝি ডিজিটাল বাংলাদেশ!

আমি নির্বাক...
আহত বিবেক/ নিহত পাখি!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

খেলাঘর বলেছেন:



"এই কচি বয়সেই ছেলেমেয়েদের প্রজনন শিক্ষা দেয়ার নাম করে তাদেরকে চরম নৈতিক অবক্ষয়ের দিকে যারা ঠেলে দিচ্ছেন, তারা কি মানুষ! এই বুঝি ডিজিটাল বাংলাদেশ!

আমি নির্বাক... "


-আপনি নির্বাকই থাকুন; স্কুল দি ৮ম শ্রেণীতে এগুলো সঠিকভাবে না শিখায়, রাফি অন্য জায়গা থেকে ভুভাবে শিখবে; আপনি ভালো টিউটর নয়, মনে হচ্ছে।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

নির্জন শাহরিয়ার বলেছেন: আপনি কি একটুও চিন্তা করে দেখেছেন এতে নৈতিকতার কতটুকু অবক্ষয় ঘটছে? আর এটা তার এইসব শেখার বয়স? সুস্থ বিবেকবান মানুষ কিভাবে এটা সমর্থন করতে পারে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.