নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শ সৈনিক

আদর্শ সৈনিক › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাদের প্রতি দেয়া ত্রাণে আওয়ামী লীগের লুটপাট শুরু হয়ে গেছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

১৯৭৩, সাড়ে সাত কোটি বাঙ্গালীর জন্যে ত্রাণ হিসেবে আট কোটি কম্বল আসে বাংলাদেশে। জনপ্রতি একটি করে হিসেবের পরও আরও ৫০ লক্ষ কম্বল অবশিষ্ট থাকার কথা, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ মুজিব তার নিজের ভাগেরটি না পাওয়ায় প্রাণপ্রিয় সহচর গাজিকে জিজ্ঞেস করেছিলো - " আমার কম্বলটি কোথায়? ভাগে তো আমিও একটা পাই "। নিজের ভাগেরটি লুট হয়ে যাওয়ায় তিনি বলেছিলেন -
" সবাই পেলো স্বর্নের খনি আর আমি পেলাম চোরের খনি "।

সাল ২০১৭ মে মাসের ১৫ ই তারিখ বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় নিউজ হয়েছিলো - "পবিত্র রমজান উপলক্ষে,সৌদি আরব বাংলাদেশকে ৫০ টন খেজুর উপহার দিয়েছে "।
বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি ধরে হিসাব করলে, ৫০ টন খেজুরের মধ্যে বাংলাদেশের প্রতিটি নাগরিক ৭.৯৬২ গ্রাম খেজুরের ভাগ পায়। রমজানের শুরু থেকে শেষ অব্দি খেজুর তো দূরের কথা ,সেই খেজুরের বিচি ও দেখেনি প্রায় ৮০% নাগরিক।
গরিবের জন্যে আসা এই উপহারের খেজুর সরকার দলের লুটেরাই ভাগাভাগি করে সাবার করে দেয়।

এইতো গতকালের ঘটনা, রোহিঙ্গাদের মাঝে বিলিয়ে দিতে ১৪০০০ বস্তা ত্রাণ নিয়ে বিএনপির প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তাদের ১৪০০০ বস্তা ত্রাণ আটক করে রাখে আওয়ামী পুলিশ। আজ বিএনপিকে ১০০০ বস্তা ত্রাণ ফেরত দিয়ে বাকি ১৩০০০ বস্তা ত্রাণ লুট করে নিয়ে যায় সরকার ।

গতকাল আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন " প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২ লক্ষ রোহিঙ্গাকে সরকার ত্রাণ দিয়ে এসেছেন" ।
কিন্তু জাতিসংঘের সুত্র দিয়ে দেশীয় গনমাধ্যম ও আন্তর্জাতিক গনমাধ্যমগুলো নিউজ করছে বাংলাদেশে প্রায় ৩ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে । যেহেতু যোগাযোগ মন্ত্রী নিজেই এমন তথ্য দিয়েছেন তবে ধরে নেওয়া যায় সরকার ঠিকই রাষ্ট্রীয় কোষাগার থেকে ১২ লক্ষ লোকের ত্রাণের সমপরিমান টাকার হিসেব দেখাবে । তাহলে বাকি ৯ লক্ষ রোহিঙ্গাদের ত্রাণ কোথায় ?

রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৬ কোটি মানুষকে খাওয়ান, সাথে ২/৫ লক্ষ রোহিঙ্গাকেও তিনি খাওয়াতে পারবেন । মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর এই বক্তব্যের প্রশংসা করি । কিন্তু যেভাবে সরকার বিএনপির ১৩০০০ বস্তা ত্রাণ লুট করে নিয়ে গেলো তাতে কি মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সাথে কোন মিল পাওয়া যায় ?

মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, আপনি ১৬ কোটি মানুষকে খাওয়ান ।এই ১৬ কোটি জনগনের মধ্যে আমার নাম ও রয়েছে।
এখনো আদমশুমারিতে আমাকে গননা করা হয়, এই ১৬ কোটি জনগনের মধ্যে আমিও একজন কিন্তু আমি এই জীবনে আপনার সরকারের আমলে ১ পয়সা পরিমান কোন খাবার আপনার সরকার থেকে খাইনি, তাহলে আমার হিসেবের খাবারটা কোথায় গেলো ? আমার ভাগের খাবারটা কই ?
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, তাই তিনি ৪৪ বছর আগেই বুঝে গিয়েছিলেন তিনি চোরের খনি পেয়েছেন, তাঁর পরিচালিত দলটি কম্বল চোর ও চাটার দল তাই তিনি বলেছিলেন "আমি বিদেশ থেকে যা ভিক্ষা করে আনি, চাটার দল সব চেটে খেয়ে ফেলে ।
আর আপনি এই শতাব্দীতে এসে আবারো তা প্রমান করে দিলেন, আপনার পরিচালিত দলটি চোর, চাটা ও লুটেরাদের দল। আপনি ও আপনার নেতা কর্মিরা মিলে নির্যাতিত এই মানুষগুলার ত্রাণ লুট করে চেটে খেয়ে ফেললেন।
লেখা- মেজর ডালিম

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

Nok Naim বলেছেন: ধন্যবাদ আপনাকে... পোষ্টটি প্রিয়তে রাখলাম...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

আদর্শ সৈনিক বলেছেন: রাখেন প্রিয়তে, আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:


রিলিফ চুরি করা বাংগালীর স্বভাব; বিএনপি থাকলেও চুরি হতো; রিলিফে আপনি থাকলে অবস্হা কি হতো?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

আদর্শ সৈনিক বলেছেন: আমি একজন ছাত্র, টিউশনি করিয়ে ৩ হাজার টাকা পেয়েছি, যার পুরোটাই রোহিঙ্গাদের ত্রাণের জন্য দান করেছি। এবার আপনি বলুন, রিলিফের দায়িত্ব্বে আমি থাকলে কি অমন চুরিং মারিং করতাম?
নুন্যতম চক্ষুলজ্জা থাকলে কেহ এই কাজ করে না। যাদের লাশ সমুদ্রে ভেসে আসছে, তাদের ত্রাণের টাকা মেরে খাওয়া কতটা মানবিক?

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

ধুতরার ফুল বলেছেন: লুটপাট কারিদের কখনোই মানুষ করা যাবে না। ওরা আঃ লীগের নামের উপর চাটাচাটি করে খায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

আদর্শ সৈনিক বলেছেন: ঠগ বাছতে গা উজার। পারলে একটা ভালো আওয়ামী লীগার দেখান যে আওয়ামী লিগার চুরি করে না।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

নতুন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
রিলিফ চুরি করা বাংগালীর স্বভাব; বিএনপি থাকলেও চুরি হতো; রিলিফে আপনি থাকলে অবস্হা কি হতো?

দেশের মানুষেরই সভাব ভালো না। রাজনিতি যারা করে তাই বেশিরভাগ চুরির সাথে যুক্ত....

সাধারন জনগনে কবে এই সব থেকে মুক্তি পাবে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

আদর্শ সৈনিক বলেছেন: জানি না, কেন যেন দিন গুলো মনমরা উদাস লাগে। পত্রিকার পাতা খুললেই দেখি প্রতিদিন ১০ টা-২০টা লাশ ভেসে আসছে। মেয়েরা ধর্ষিতা হয়ে আসছে। তাদের ত্রাণের টাকা মেরে খাচ্ছে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

আখেনাটেন বলেছেন: এ দেশে যত দুর্যোগ তত লাভ একশ্রেণির লোকের...

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

আবু তালেব শেখ বলেছেন: যে দলই আসুক না কেন লুটপাট করার প্রতিগ্গা করে আসে। বংগবন্ধুর নামের আগে স্বৈরশাসক বাদ দেয়ায় শ্রেয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

আদর্শ সৈনিক বলেছেন: লেখা আমার নয়, কোন রকমের পরিমার্জন লেখকের অনুমতি ছাড়া করা উচিত না।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

এম আর তালুকদার বলেছেন: স৽ালুট মেজর ডালিম।গত নয় বছরে যে হারে শোষনের স্বীকার হয়েছি তাতে মনে প৾শ্ন জাগে আমরা কি স্বাধীনতা ?

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চিরান ডেভিড বলেছেন: এখন হয়তো কিছু লুটপাট আমাদের সামনে এসেছে। এছাড়াও দেশের কোটি টাকা লুট নিয়ে যাচ্ছে এই লুটেরা গোষ্ঠী। এখনি এদের প্রতিহত না করলে কাল এই দেশের তরুণ প্রজন্ম দারিদ্রের অভিশাপ আর ওয়ার্ড ব্যাংকের ঋণ থেকে মুক্তি আসবেনা। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে। আওয়ামীলীগের মিথ্যা প্রচারণা বিরোদ্ধে আর সত্য প্রকাশে আমাদের এগিয়ে আসতে হবে।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন দেশে কী আশা করেন? এই দেশের সরকার, কাস্টম, বন্দর, ওয়াসা, পিডিবি, তিতাস সব জায়গায় দুর্নীতি আর রিলিফে তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.