নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

নলখাগড়ার নৌকো

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৬

নলখাগড়ার নৌকো
—মোবায়দুল সাগর

নলখাগড়ার নৌকোয় রুদ্ধশ্বাস যুদ্ধ !
দিবস পেরিয়ে রাত্রি গড়ালো।
কোথায় হারিয়ে গেল আমার পাল তোলা নৌকো?
ভোরেই বেরিয়েছিলাম শালুকের খোঁজে ,
হঠাৎ এলো কাল প্লাবন ভরা দুপুর মাঝে।

সময় এখন কত হবে?
বাড়িতে সবাই জেগে আছে চিন্তা যে তাদের
আমাকে নিয়ে।
কোত্থেকে যেন আসছে ভেসে গরুর ডাক;
আমি ভাবলাম কাছেই লোকালয় দিই একটু হাক।

ধলু আর আমি এসেছিলাম সেদিন
শালুক ফুল নিতে; পাইনি তো শালুক
এক কাছিম পেয়েছিলাম ঐ জঙ্গলটাতে।
কত খেলায় না করলাম সেই কাছিমটার সাথে!

সোনালী রোদ ছিল দুপুরটাই—ছিল ইচ্ছে নদীটাই।
নীলিমায় ছিল সাদা সাদা মেঘ,
ছিলনা শুধু সাদা কাশবনের দেশ।
অথৈ জলে চিকমিক রোদের হাঁসি
ছিল মুক্তো দানার মত বিন্দু বিন্দু রাশি।

বেশ তো ছিল নৌকো আমার নলখাগড়ার বনে।
কোন দিকে যাচ্ছি আমি মাঝি হয়ে!
হন্যে হয়ে খুঁজছি পাল তোলা নৌকো—কোথায়
গেল চলে?


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.