নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

বৃহন্নলা

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫২

বৃহন্নলা
—মোবায়দুল সাগর

আম গাছের মগডালটায় আজও হলদে পাখিটা বসে আছে। কি অদ্ভুত এক পাখি! পালকগুলো সব হলুদ। গত তিনদিন ধরে পাখিটাকে লক্ষ্য করছি। দীর্ঘ সময় ধরে এক ডালেই বসে থাকে—ঠিক আমার মত। ফাঁকা মাঠের এই পুকুর পাড়ে দীর্ঘ সময় ধরে যেমন বসে থাকি। কিন্তু এই হলদে পাখির বসে থাকার কারণ কি? সে কি কারও জন্য অপেক্ষা করছে? দূর থেকে লক্ষ্য করলাম আকাঁ-বাকা মাটির পথটা দিয়ে যুঁথী হেঁটে আসছে। আজ ও বেগুনি রঙের একটি কামিজ পরেছে। খুব দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসছে।

"এত দ্রুত আসছ যে?"

"অনেক কষ্টে আসতে হয়েছে এখানে। মা খুব প্রশ্ন করছিল। বারবার বলছিল নীলাদের বাড়ি এত কি?"

"কি ঝলমলে রোদ বলো। তোমাকে আজ একটু বিষণ্ন মনে হচ্ছে।"

"পারভেজ তোমাকে একটা কথা বলতে হবে। সত্য কথা।"

"আমি কি মিথ্যা বলি?"

"তোমার সাথে আমার সম্পর্ক কি?"

"ঐ আকাশ এবং মাটির মাঝে যেমন সম্পর্ক।"

"তুমি কি দূরত্ব বোঝাতে চাচ্ছো। আমি তা জিজ্ঞাসা করিনি। জানতে চাই এই সম্পর্কের নাম কি।"

"খুব সম্ভবত একটি কবর।"

"পারভেজ আমি কি তোমার সাথে ঠাট্টা করছি।"

"দেখো যুঁথী—বারবার এত ঘড়ি দেখছ কেন। তাড়া আছে বুঝি।"

"আমাকে বিয়ে করবে?"

"বিয়ে কি তোমার সমস্যার সমাধান?"

"আমি তাই মনে করি।"

"আমি যদি তোমাকে না পাই তবে আমি কাপুরুষ না হলে বৃহন্নলা।"

"আমাকে কিভাবে পেতে চাও?"

"যদি মনে কর এই জীবনে তবে আমাকে বিদ্রোহ করতে হবে আমার বিরুদ্ধে।"

"তুমি সত্যি কাপুরুষ তবে বৃহন্নলা কি-না জানি না।"



০৭-০৩-২০২১
আলাদাৎপুর, নড়াইল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটা কি ছোট গল্প ?

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:১৩

মোবায়দুল সাগর বলেছেন: জ্বী! ছোট গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.