নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন সাহিত্য সম্পর্কে জানাবেন কি? অনেকে বলে তার সাহিত্যের গভীরতা কম। বিষয়টা কতটুকু ঠিক?

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৪

উপমহাদেশকে Rap মিউজিকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কে জানেন? তিনি আর কেউ নন ব্লু আইজ, লুঙ্গি ড্যান্স খ্যাত ইয়ো ইয়ো হানি সিং। বর্তমানে বলিউডে Rap মিউজিক খুবই জনপ্রিয়। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমানে তুমুল জনপ্রিয় Rapper বাদশাহ। তার ডিজে ওয়ালা বাবু, গেঁদা ফুল গানগুলো ব্যাপক জনপ্রিয় আমাদের এই উপমহাদেশে। হানি সিং বা বাদশাহ কোন জনরার গান করে বললাম—Rap মিউজিক। কিন্তু আমার কাছে তারা Rapper নয়। বা Rap মিউজিকের র টাও তারা তাদের গানে ব্যবহার করে না। কারণ তারা বাণিজ্যিক ধারার গায়ক। Rap এর কয়েকটি স্টাইল রয়েছে। যেমন লিরিক্যাল Rap । এটাই মূল ধারার Rap. যেটা হলিউডের Rapper এরা ব্যবহার করে থাকেন। তাহলে হানি সিং কেন মূল ধারার Rap উপমহাদেশে আনলেন না? কারণ তিনি মূলধারার Rap আনলে সাধারণ জনগন তা সহজেই গিলতে পারত না বা গিলতে পারলেও বদহজম হত। এবং তিনি এতটা জনপ্রিয়তাও পেতেন না। তাই তিনি বাণিজ্যিক ধারার Rap নিয়ে হাজির হন এবং উপমহাদেশীয়রা তা পান্তা ভাতের মত গিলে খায়।

হুমায়ূন আহমেদ সাহেব প্রথমদিকে ছিলেন মূলধারার সাহিত্যিক। কিন্তু তিনি জনগনের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে ওঠায় হয়ে ওঠেন একজন বাণিজ্যিক ধারার লেখক। ঠিক হানি সিং বা বাদশাহর মত। তিনি এত জনপ্রিয় ছিলেন যে প্রত্যেক বই মেলায় তার দুই-তিনটা বই প্রকাশিত হত। এখন দুই-তিনটা বই লিখতে গেলে অবশ্যই মূলধারা থেকে বেরিয়ে বাণিজ্যিক ধারার বই লিখতে হবে। সাধারণ জনগন মূলধারার সাহিত্য কখনই গিলতে পারবে না গিললেও বদহজম হবে। হুমায়ূন আহমেদের নন্দিত নরকে ছাড়া তার আর কোনো উপন্যাসই আমার মনে স্থান পাইনি। হিমু চরিত্রকে আমার কাছে একটি বিজ্ঞাপন বলে মনে হয়। ব্যবসা করার জন্য বেশ ভালো একটি বিজ্ঞাপন। এটা অবশ্যই মানতে হবে হুমায়ূন আহমেদ একজন কিংবদন্তী। জনপ্রিয়তাই হয়ত তার সাহিত্যকে ধ্বংস করেছে।

আমার কাছে সবচেয়ে ভালো ব্যবসায়ী লেখক হলেন মিস্টার আরিফ আজাদ। লোকটি খুব ভালো ব্যবসা বোঝেন।

অনেকে আবার দাবী করতে পারেন হানি সিং নয় হুমায়ূন আহমেদ বাংলাদেশে Rap মিউজিকের সাথে পরিচিয় করিয়ে দিয়েছেন। এই তথ্য অনেকটা সঠিক। হিমু সিরিজে একটি উপন্যাসে তিনি Rap মিউজিকের কথা উল্লেখ করেছিলেন। হুমায়ূন আহমেদ সকল বিষয়ে খোঁজ খবর রাখতেন। তার কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকের প্রধান চরিত্রের পোশাকের স্টাইলটি বা তিনি যে ফ্যাশন ব্যবহার করেছেন তা উক্ত সময়ের বলিউড নায়কদের মাঝেও পরিলক্ষিত হয়নি।

©মোবায়দুল সাগর



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.