নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মধ্যরাতের আগন্তুক

তুমি, আমি এবং আমাদের ছোট্ট ছোট্ট খুনসুটি নিয়েই কেটে যাচ্ছে বেশ।

মধ্যরাতের আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

হাহ! প্রেম কইরা লাভ নাই রে মনু :'( খালি লস আর লস :'( :-(

০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩০

বিকালে বসিয়া বসিয়া টিভিতে মুভি দেখিতেসিলাম।
হঠাৎ করিয়া অনুভব করিলাম
ভুমিকম্প
হইতেছে। তৎখনাত ছোটোছুটি শুরু
করিলাম আর চিৎকার করিয়া বাসার
সবাইকে বলিতে লাগিলাম ভুমিকম্প
ভুমিকম্প। কিন্তু সবাই দেখি আমার
দিকে চক্ষু বড়
করিয়া তাকাইয়া রইয়াছে।
ব্যাপার
কি বুঝিবার জন্য
দাড়াইয়া গেলাম
ছোটোছুটি বন্ধ করিয়া। এবং তারপর
বুঝিলাম কাহিনী কি হইয়াছে।
দেখিলাম যে আমার মোবাইলে কল
আসিয়াছে আর
উহাকে আমি ভুমিকম্প
ভাবিয়া অযথাই
ছোটোছুটি করিলাম।
মুবাইলের স্ক্রিনে দেখিলাম
আমার
হাতি থুক্কু আমার জিএফ এর নাম।
মনে মনে বলিলাম,ফোন ধরার আগেই
ভুমিকম্প অনুভব করিলাম
না জানি ফোন
ধরলে কি হয়, এই
ভাবিতে ভাবিতে কল
টা ধরিলাম ধরার পরই খেলাম এক
রামঝারি, কল ধরিতে এত
দেরি করিলাম কেন এইই কারনে।
কিছুক্ষন ঝারি মারার পর হঠাৎ
করিয়া মিষ্টি করিয়া বলিল -
জান্টুস
তুমি একটু আসতে পারবা??
আমি বলিলাম- কেন জান্টুস।।। তখন
সে বলিল-আমি পাখি,,,,,, এইটুকু
শুনিয়া আমি অতীব
খুশি হইয়া বলিলাম
এক্ষুনি আসিতেসি জান্টুস এই
বলিয়া আমি দ্রুত
বাসা থেকে বাহির
হইয়া কাটাবনের
দিকে রিকশা দিয়া যাইতে লাগিলাম।
আর খুশি হইয়া ভাবিতে থাকিলাম -
আহা আমার জান্টুস টা কত্ত
ভালো ঈদের সময় কাপড়
না কিনিয়া পাখি কিনিবে। এই
ভাবিতে ভাবিতে কাটাবনে নামিয়া গেলুম।
তারপর চারিদিকে কিন্তু
তাহাকে কুথাও খুজে পাইলাম না।
তৎখনাত জান্টুস কে ফুন দিলাম
বলিলাম
জান্টুস তুমি কোথায়
আমি তো কাটাবনে আসিয়া খারাইয়া আছি তুমি কুথায়।
ফোনের অপরপ্রান্ত
থেকে কিছুক্ষন
রামঝারি খেলাম যাহা আর
নাইবা লিখিলাম।রামঝারি শেষ
হইবার পর বলিল -
তুমি এক্ষুনি বসুন্ধরার
সামনে আসো নইলে তুমার খবর আছে।
আমি আর কিছু
না বলিয়া তাড়াতাড়ি করিয়া আরেকটি রিক্সায়
করিয়া বসুন্ধরায় পৌছুলাম
ভাবিয়াছিলাম যে আরো কিছু
ঝারি খাবো কিন্তু যাইবার পর
আমাকে দেখিয়া আমার জান্টুস
তাহার
৩২ দন্ত বাহির করিয়া বলিল চল
জান্টুস
আমি একটি পাখি ড্রেস কিনিব
ইহা শুনিয়া আমি বলিলাম-
পাখি ড্রেস
কি???ইহা খায় নাকি মাথায় দেয়??
আমার প্রশ্ন শুনিয়া আমার
হাতি থুক্কু
জিএফ
এমনভাবে তাকাইলো যাহা দেখিয়া আমি আর
উত্তরের আশা না করিয়া তাহার
পিছু
পিছু ড্রেস কিনিতে মার্কেটের
ভিতরে ঢুকিলাম। প্রায় তিন
ঘন্টা ঘুরিয়া আমার মানিব্যাগ
কে পাংচার
করিয়া একটি পংখী ড্রেস
কিনিলো।
মার্কেট হইতে বাহির হইবার পর হঠাৎ
করিয়া একটি ব্যাগ
ধরাইয়া দিয়া বলিল
-জান্টুস তুমার ইদের উপহার।
আমি আনন্দে গদগদ হইয়া বলিলাম - এর
তো কুনু দরকার ছিল না। এর পর
আমি খুশিতে তিড়িং বিড়িং করিয়া নাচিতে নাচিতে বাসায়
আসিলাম। বাসায় আসিয়া ফ্রেশ
হইয়া ব্যাগ
টা খুলিয়া যাহা দেখিলাম
তাহা দেখিয়া আমি পুরোপুরো স্পীকার
হইয়া গেলুম।
কি পাইয়াছি তাহা বলিব
না বলিলে ইজ্জত পামু নাহ।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫১

শায়মা বলেছেন: জি এফ কে হাতী নাম দেওয়া!

ভালো !!!


খুব সুন্দর নাম!:)

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৫

মধ্যরাতের আগন্তুক বলেছেন: জ্বি অবশ্যই :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.