নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফিজুল হক

মফিজুল হক › বিস্তারিত পোস্টঃ

নীতা’র জন্য পাগলামীতে ভরা জীবন

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

নীতা,
তোমার জন্য এমন একটা সমাজ গড়ে দেব
কোন হীনমন্যতা ছুঁতে পারবেনা তোমায় ;
কোন অনুশোচনার অসামন্জস্য দেয়ালের আড়ালে
লুকাবে না তুমি।
তুমি রবে জাগ্রত, কবি মনে,
ভোরের স্নিগ্ধ হাওয়ায়, গোধূলির লালচে আলোর গভীরে,
তুমি রবে মেঠো পথের ধারে বাবলা ফুলের রেণুই মিশে
কলমি ফুলে চঞ্চল শালিকের ভালোবাসার বেগুণী রঙে।
কালের স্রোতে ভেসে যাবে কুহেলিকা,
তুমি রবে চিরকাল।
শত বাধা, ব্যস্ততায় ছিন্ন হবে না এ পাগলামি,
তোমায় দেখে দেখে যে খ্যাপামির জাল বুণি
সেখানে তুমি নিরাপদ।
সেখানেই নির্দ্বিধায় থাকতে পারো, অনাদিকাল -
আমার গাঢ় ভালোবাসার মায়াজাল ঘিরে আছে
তুমি ভালো আছো, আমার উদ্মাদতাল সংসারে।
প্রতিবার শুরু করি হাতে হাত রেখে
তোমার চুলের বাঁধনের শিকল আমারে করেছে বন্দি,
তুমি বন্দি হলে কবি হৃদয়ে,
নিরাপত্তা বেষ্টনীর ভেতর তোমার বিচরণ সুখে সুখে ভরে যায়।
তুমি সুখ খুঁজে পেলে।
আমি পেলাম আমার নীতা, আমার ভালোবাসা, আমার পৃথিবী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.