![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
13ই এপ্রিল 2012 ইৎ তারিখে মা-বাবার অনেক আশা আকাঙ্খার ফসল হিসেবে এ পৃথিবীতে তার আগমন । বাবা মা তার মুখ দেখে আনন্দে আন্দোলিত হয়। মমতা ও ভালাবাসায় আপ্লুত হয়ে তার নাম রাখে রিসান জাহান মায়া । সত্যিই মায়াবিই ছিল তার চেহারা, ফুটফুটে সুন্দর .. যেন ঘর আলো করে রেখেছিল সে। 1 বছর 4 মাস বয়সে আজ সে আব্বু আম্মু বলে পুরো ঘর মাতিয়ে রাখবে এটাই তার বাবা মার স্বপ্ন। কিন্তু এ স্বপ্নের মাঝে আঘাত হানলো এক মারাত্মক ব্যাধি ... দিনে দিনে মায়া মাথা বড় হতে লাগলো। দেখতে দেখতে ফুটবলের মত হয়ে গেল মাথাটি। এমকি তার চেয়ে অধিক... বাবা মা মেয়ের এ অবস্থায় দৌড়াতে থাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল... ঢাকা মেডিকেল.. পিজি হাসপাতাল... শিশু হাসপাতাল... । ডাক্তার জানালো তার মেয়ের Obstructive Hydrocephalus. অপারেশন করতে হবে। অপারেশন সফল হওয়ার সম্ভাবনা ও আছে। শিশুটি স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারবে.. হাসতে পারবে .. এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারবে.. । বাবা মা তাই বাচ্চাটাকে সাথে নিয়ে আশায় বুক বেঁধে এক দরজা থেকে আরেক দরজা দৌড়চ্ছে। এক অফিস থেকে আরেক অফিস.. পল্টনে আমার অফিসে আসার পর ঠিকানা ও বাচ্চাটির ছবি তুলে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার একটু সদিচ্ছা..... একটু পরামর্শ... একটু ভালবাসা.. একটু মায়া... একটু দান হয়তো একটি জীবনকে পরিবর্তন করতে পারে।
বাচ্চাটির বাবার ঠিকানা ঃ মোঃ মইনুদ্দীন লিটন, গ্রাম- বগাড়িয়া, ডাক- নদনাবাজার, থানা সোনাইমুড়ী, জেলা নোয়াখালী। ফোন ঃ 01932395580 (এটি মোবাইল নম্বর ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল একাউন্ট)
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
আহলান বলেছেন: কি রকম খরচ লাগবে কিছু তো বল্লেন না
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
আমিনুর রহমান বলেছেন:
আরো বিস্তারিত জানিয়ে পোষ্ট দিন।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
হেডস্যার বলেছেন:
মহব্বত উল্লাহ হারায়া গেল পোষ্ট দিয়া....
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
আহলান বলেছেন: কোন হাসপাতালে এখন চিকিতসাধিন আছে? কত নং ওয়ার্ড কোন ডাক্তার দেখছে, সব কিছু একটু জানান তো , সরাসরি দেখা করা যায় কিনা দেখি ..
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
কসমিক- ট্রাভেলার বলেছেন:
মহব্বত ভাই আপনার লেখায় তার জন্মগত তথ্য ভুল আছে।
আমি গত বছর কুষ্টিয়ার লালন মেলায় তাকে দেখেছিলাম,
সেই সময়ই তার বয়স ছিল ২ বছর
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
আম্মানসুরা বলেছেন: আমার খুব খারাপ লাগছে। চিকিৎসা ব্যয় কত টা জানেন কি? কোন বিকাশ নম্বর হবে কি?