![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ/ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ/আমি কোথাও থাকবো না তাই/ শব্দ সাজাই আজ
-'পানি লাগবে পানি?'
মুগ্ধ তোমার জন্য শীতল
মাটির কবর খানি।
আমরা যখন কথার আড়াল
খুঁজতে চেয়ে মিথ্যে রাখাল
যায়নি ধরা, বরং আঘাত
ধেঁয়ে আসার দিনে-
তোমার মত সহস্র মুখ
মৃত্যু নিলো চিনে।
-'পানি লাগবে, পানি?'
সেই কন্ঠে মর্মর আজ
আমার হৃদয় খানি।
মুগ্ধ তোমার মুগ্ধতাকাল
ঝড়লো শিশির, ঝড়লো সকাল
আততায়ীর নিশানা খুব
নিখুঁত, হিংস্র জানি-
তোমার জন্য বৃষ্টি আকাশ
জোছনা প্রহর আনি...
মুগ্ধ, তোমার জন্য থাকুক
রহমতের পানি।
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৫৬
নস্টালজিক বলেছেন: ঠিক বলছেন! মৃত্যুগুলো অনিবার্য ছিলো না।
শুভেচ্ছা জানবেন,
২| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮
করুণাধারা বলেছেন: মুগ্ধতার গান কখনোই শেষ হবে না...
মুগ্ধ, তোমার জন্য থাকুক
রহমতের পানি।
আমাদের সকলের একই প্রার্থনা।
২২ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:১৩
নস্টালজিক বলেছেন: আমাদের সবারই প্রার্থনা।
শুভেচ্ছা, করুণাধারা।
৩| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: মুগ্ধ সাইদ সহ মানুষের মৃত্যু গুলোতে দেশবাসী ক্ষেপে যায়। তারপর রাস্তায় নামে। এই কারনেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়।।
২৫ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩৬
নস্টালজিক বলেছেন: মুগ্ধ পরকালে মুগ্ধ থাকুক সুন্দরে!
৪| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: মুগ্ধ সবাইকে মুগ্ধ করে দিলো। তবে নিজে হারিয়ে গেলো।
২৮ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩৮
নস্টালজিক বলেছেন: মুগ্ধকে নিয়ে মুগ্ধতা থেকে যাবে। হারাবে না কোনোদিন!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:০৬
ক্লোন রাফা বলেছেন: মৃত্যুগুলো অনিবার্য ছিলোনা খুব কষ্ট পেয়েছিলাম !