নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় গীতিকার, লেখক। তড়িৎ কৌশল পড়া বাদ দিয়ে একদিন গীতিকার হব বলে বেড়িয়ে পড়েছিলাম শব্দের তালাশে। ইদানিং আবার বেড়িয়ে পড়তে ইচ্ছে হয়। এবার এই অন্তর্জাল থেকে। নস্টালজিক এর নাম শেখ রানা। নিজেকে চেনার পর হাতে বেশী সময় থাকে না।

নস্টালজিক

রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ/ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ/আমি কোথাও থাকবো না তাই/ শব্দ সাজাই আজ

নস্টালজিক › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধতার গান

১৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:২৩




-'পানি লাগবে পানি?'

মুগ্ধ তোমার জন্য শীতল
মাটির কবর খানি।

আমরা যখন কথার আড়াল
খুঁজতে চেয়ে মিথ্যে রাখাল
যায়নি ধরা, বরং আঘাত
ধেঁয়ে আসার দিনে-
তোমার মত সহস্র মুখ
মৃত্যু নিলো চিনে।

-'পানি লাগবে, পানি?'

সেই কন্ঠে মর্মর আজ
আমার হৃদয় খানি।

মুগ্ধ তোমার মুগ্ধতাকাল
ঝড়লো শিশির, ঝড়লো সকাল
আততায়ীর নিশানা খুব
নিখুঁত, হিংস্র জানি-

তোমার জন্য বৃষ্টি আকাশ
জোছনা প্রহর আনি...

মুগ্ধ, তোমার জন্য থাকুক
রহমতের পানি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:০৬

ক্লোন রাফা বলেছেন: মৃত্যুগুলো অনিবার্য ছিলোনা খুব কষ্ট পেয়েছিলাম !

২০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৫৬

নস্টালজিক বলেছেন: ঠিক বলছেন! মৃত্যুগুলো অনিবার্য ছিলো না।

শুভেচ্ছা জানবেন,

২| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮

করুণাধারা বলেছেন: মুগ্ধতার গান কখনোই শেষ হবে না...

মুগ্ধ, তোমার জন্য থাকুক
রহমতের পানি।


আমাদের সকলের একই প্রার্থনা।

২২ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:১৩

নস্টালজিক বলেছেন: আমাদের সবারই প্রার্থনা।

শুভেচ্ছা, করুণাধারা।

৩| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: মুগ্ধ সাইদ সহ মানুষের মৃত্যু গুলোতে দেশবাসী ক্ষেপে যায়। তারপর রাস্তায় নামে। এই কারনেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়।।

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩৬

নস্টালজিক বলেছেন: মুগ্ধ পরকালে মুগ্ধ থাকুক সুন্দরে!

৪| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: মুগ্ধ সবাইকে মুগ্ধ করে দিলো। তবে নিজে হারিয়ে গেলো।

২৮ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩৮

নস্টালজিক বলেছেন: মুগ্ধকে নিয়ে মুগ্ধতা থেকে যাবে। হারাবে না কোনোদিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.