![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ/ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ/আমি কোথাও থাকবো না তাই/ শব্দ সাজাই আজ
শহরটা খুব শান্ত চুপচাপ
নিয়ন আলোয় রোদ মেশানো রঙ
শহরটা খুব নৈঃশব্দের গান
রাত কুয়াশায় বিস্ময়ে বরং
সবাইকে কেউ গান শুনিয়ে যাক ...
গান শুনিয়ে যাক পাহাড়ি ফুল
গান শুনিয়ে চড়ুই পাখীর দল
শহর বাতাস শীষ কাটে, কোন সুর
অনেক দূরে থামছে কোলাহল
শান্ত শহর, স্মৃতিকাতর মন...
মন চলে যায় অশ্বত্থ, শীতকাল
মন চলে যায় উজান সে সব দিন
মন চলে যায় ভালোবাসার শব্দে
বাতাস হয়ে সুরের ভায়োলিন
শহরটা খুব শান্ত, চুপচাপ
ফুটপাথ- রোড, ট্রাফিক অলস রাত
এমন রাতে একটা মানুষ একা
আকাশ উজাড়, শব্দ খোঁজে খুব -
সেই মানুষের সুখী হাসিমুখ ।
ইউটিউব লিংকঃ সেই মানুষের সুখী হাসিমুখ
২| ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
মিরোরডডল বলেছেন:
কেমন আছে রানা।
সুখী হাসিমুখ লিরিক ভালো হয়েছে, রানা ভালো গায় কিন্তু গানের সুরটা আরও ভালো হতে পারতো।
রানার কথা ও সুরে দ্বন্দ্বমুখর গানটা অনেক ভালো লেগেছে, মিউজিক ভিডিও দেখে চোখে আরাম পেলাম।
আর গিটার এক কথায় অসাম প্লে করেছে।
আমার কাছে রানার লেখা সেরা গান বৃষ্টি পড়ে।
I'm in love with this song.
রানার কাছে এরকম গান আরও চাই।
ভালো থাকবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: বহুদিন পর আপনার পোস্টে আসলাম।
দারুন!