![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
-
গুলি লাঠি চাপাতি ছেড়ে ছাত্রলীগের পদাক্রমন -
ব্লগার রাজজাকুর লিখেছেন -
ছাত্রলীগ ভাইদের এতো লম্বা পা লইয়া জাতি কী করিবে? -
" কোটা সংষকারের পর মফস্বলের কেউ যদি চাকুরি না পায় আমাকে দায়ি করতে পারবেন না " - শেখ হাসিনা
সমস্যাটি অন্য খানে -
মুক্তিযোদ্ধা কোটাটি চাকুরির সবচেয়ে বড় কোটা - প্রায় এক তৃতীয়াংশ চাকুরি এ কোটাতেই দেয়া হয় ! মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধারা চাকুরি পায় না - পায় তাদের উত্তরসূরীরা ! এটাকে মুক্তিযোদধা কোটা না বলে " মুক্তিযোদ্ধা উত্তরসূরী কোটা" বলাই যৌক্তিক ! এত বড় কোটায় বাণিজ্য হয় দুই ধাপে-! মুকতিযোদধা বানাতে ও মুকতিযোদধা উত্তরসূরীদের চাকুরি দিতে ! বাণিজ্যের হাজার হাজার কোটি টাকা কায়েমি গােষঠিরা ভাগ বাটোয়ারা করে নেয় ! গনতন্ত্র না থাকলে জনগনের কাছে সরকারের জবাবদিহীতা থাকে না,কায়েমি গোষঠি সরকারের চেয়ে শক্তিশালি হয় ! কোটা বাতিল কায়েমি গােষঠির বাণিজ্যে বিরাট আঘাত ! তারা সর্বোতভাবে চেষটা করবে কোটা বহাল রাখতে ! সরকার গনবিচছিনন হলে সরকার জনগনের শক্তি হারিয়ে কায়েমি গােষঠির কাছেই আতনসমর্পন করে !
শেয়ার লুট , রিজার্ভ চুরি, ব্যাংক লুটেরাদের না ধরা, মিতু হত্যায় স্বামী পুলিশ অফিসারকে আসামি না করা আমলাদের সুযোগ সুবিধা বাড়ান ,আমলাদের এমনকি মোবাইল কিনতেও অর্থ বরাদদ , ব্যাংক লুটের টাকা জনগনের টাকা দিয়ে পুরন করা ইত্যাদি তারই আলামত -
সরকার কেন করছে ? ক্ষমতায় টিকে থাকতে গেলে সরকারকে একটি শক্তিকে অবলমবন করে টিকে থাকতে হয় ! রাজনৈতিক সরকারের প্রধান শক্তি জনগন ! তুরসকে সরকারের বিরুদধে সেনা ক্যু জনগনই ঠেকিয়েছিল ! জনগনের শক্তি হারিয়ে ফেললে সরকার অন্য শক্তিকে অবলমবন করে টিকতে চায় ! ঐ শক্তির চাওয়া পাওয়াই তখন সরকারের কাছে মুখ্য হে দাড়ায় ! কায়েমি গােষঠিও চায় দেশ একটি জনবিচছিনন সরকার থাকুক !তারা ঐ সরকারকে সহযেই কবজা করে তাদের স্বার্থ উদধার করতে পারে ! সরকার ইচছা করলেই কায়েমি গােষঠির ইচছা বা দাবিকে উপেক্ষা পারে না- ভয়ে ! ভয়টা ক্ষমতা হরানোর ! এ ভাবেই চলছে হাসিনার সরকার ! এভাবে চলতে চলতে সমস্যাটি হবে যখন কায়েমি গােষঠির লোভ স্বার্থ পুরন করতে গিয়ে জনগনকে তার ন্যায্য পাওনা থেকে বনচিত করা হবে ! তখনই হবে গন বিসফোরন --! দুনিয়াতে সব গণ বিসফোরন বৈষম্যের কারনে হয়েছে ! গন আনদোলন ভোটের জন্যে হয় না - ! কোন দলকে ক্ষমতায় পাঠানোর জন্যেও হয় না ! হয় মানুষ তার বেচে থাকার প্রয়োজন থেকে বনচিত হলে ! মানুষ বনচিত হয় মুলত: বৈষম্যের কারনে ! বৈষম্য সৃষটি হয় একজনকে তার প্রাপ্য থেকে বনচিত করে আর একজনকে তার ভোগ দখলের নিশচয়তা দিলে - ! আমলাদের নানাহ সুযোগ সুবিধা দেয়া হচছে ব্যাংক লুটেরাদের স্বার্থ রক্ষা করা হচছে ব্যাংক লুটের টাকা সরকারি ফানড থেকে পুরন করা হচছে কিনতু নন এমপিও শিক্ষকদের দাবি , চাকুরির ব্যাপারে তরুনদের শংকা ক্ষোভ মেটান হচছে না ! প্রানতিক জনগনের দাবি মেরে পিটে দমন বা উপেক্ষা করার ফলাফল ভয়াবহ - ! রাজনৈতিক সরকার ক্ষমতা থেকে চলে গেলে কায়েমি গোষঠি তাকে আশ্রয় দেয় না - দেয় জন গন - সেখানেও আশ্রয় না পেলে পালিয়ে যেতে হয়
২| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০
লালূ বলেছেন: The higher you fly the harder you fall
৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৩
লালূ বলেছেন: মোসতফা কামাল পলাশ কবিতা লিখেছেন :-
ওরে হাতুড়ে লীগ ওরে আমার লমবা পায়ের সোনা
ওরে অবুঝ ওরে সবুজ
সবাইকে হাতুড়ি পেটা করে গদি মোর বাচা
সনএাসী গুনডা চাপাতিওয়ালা যে যা বলুক তোরে
সকল তর্ক হেলায় তুচছ করে
পা টাকে উচচ করে যেখানেই পাবি সেখানেই লাথি মেরে হাতুড়ি দিয়ে পেটা
৪| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
অর্থনীতিবিদ বলেছেন: কোটা সংস্কার যৌক্তিক দাবি। শেষ সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল হলো আন্দোলনকারীদের প্রতি দমন পীড়ন মনোভাব। ছাত্রলীগও আওয়ামী লীগের ছত্রছায়ায় যে পরিমাণ নৃশংসতা প্রদর্শন করেছে তা নজিরবিহীন। বিশেষ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি ছেলেকে পঙ্গু করে দেয়াটা অমানবিক। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। এই পাপ আওয়ামী লীগ তথা ছাত্রলীগকেও ছাড়বে না।