নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমানের উপর হামলা কেন ?

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

-

--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------


আপাত: দৃষ্টিতে ঘটনার বিচার না করে ঘটনার গভীরে যান - ! এ দেশে ভারত বিরোধি কোন রাজনীতি থাকবে না - ভারত বিরোধি কোন রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব থাকবে না - এই অংগিকার নামা স্বাক্ষরিত হওয়ায় ১/১১ সৃষটি করে হাসিনাকে ক্ষমতায় এনেছে ভারত ! ২০০৮ এ র ইলেকশনের আগে আওয়ামি লীগ কোন ইলেকশনেই যুদ্ধাপরাধি বিচারের অংগীকারটি আনে নি ইলেকশন ইশতাহারে ! ভারতের সুদূরপ্রসারি এজেনডা বাসতবায়নের লক্ষ্যেই যুদ্ধাপরাধি বিচারের অংগীকারটি আওয়ামি লীগ ২০০৮ এ র ইলেকশনে ইশতাহারে যুক্ত করে দেয়া হয় -! শেখ মুজিবুর রহমান কর্তৃক সাধারন ক্ষমা স্বত্ত্বেও শুধু মাত্র ভারতের এজেনডা বাসতবায়ন দুর্বল তথ্য উপাত্ত্বের উপর ভিত্তি করে হলেও ফাসী দেয়া হয় ডাইহার্ড এন্টি ইনডিয়ান রাজনীতবিদদের !এতে করে ভারত বিরােধি শক্তির মাথা কেটে দেয়া হয় ! ( পড়ুন : যুদ্ধাপরাধি বিচার কার স্বার্থে
http://www.somewhereinblog.net/blog/mohammad1219/30093951
ফল কথা যাদেরকে যুদ্ধাপরাধি অপরাধে কোন না কোন ভাবে যাদের যুক্ত করা গেছে আদালতকে ব্যবহার করে তাদেরকে ফাসী দেয়া হয়েছে ! যাদের ফাসী দেয়ার মত কোন অপরাধের সাথে যুক্ত করা যাচছে না সে সব এন্টি ইনডিয়ান শক্তিকে ভারত দমন করছে অন্যভাবে - ফরহাদ মাজহারকে অপহরন করে সীমানতের ওপারে নিয়ে যাওয়ার চেষটা , ভারত বিরোধি রাজনীতি না করার মুচলেকায় স্বাক্ষরের চেষটায় খালেদার উপর চাপ সৃষটি করার জন্যে জেলে নেয়া , মাহমুদুর রহমানের উপর হামলা এ সব কিছুই সেই লক্ষ্যেরই অংশ - মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে তা হাসিনা বা আওয়ামি লীগের ইংগীতে হচছে না -হচছে দিল্লির ইংগীতে - হাসিনা তা বাসতবায়ন করছেন মাত্র -
কেন হাসিনা দিল্লির নির্দেশ বাসতবায়ন করছেন ? এর দুটো কারন-
১ ) ভারতকে এমন অংগীকার দিয়েই হাসিনা ভারতের সাহায্যে ক্ষমতায় আসে
২) ২০১৪ সালের ইলেকশনে জামাতকে আনার উদ্দেশ্য কাদের মোল্লাকে যাবজজীবন দিয়ে হাসিনা জামাতের সাথে আতাতের চেষটা নেন ! গণজাগরন মঞ্চের মাধ্যমে ভারত সে আতাত নষ্যাৎ করে দেয় ! গণজাগরন মঞ্চের সমাবেশের সময় ভারতের রাষট্রপতি প্রণব মুখার্জী ঢাকায় এসে বাংলাদেশের মাটিতে দাড়িয়েই বললেন " ভারত গণজাগরন মঞ্চের সফলতা দেখতে চায় "! জামাতের সাথে হাসিনার ষড়যন্ত্রের গন্ধ পেয়ে ভারত নড়ে চড়ে বসে ! হাসিনা যাতে অংগীকার থেকে সড়ে না আসতে পারেন সে জন্যে ভারত হাসিনাকে বনদী করেছে তার ষড়যন্ত্রে - সে ষড়যন্ত্র হল -বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে হাসিনাকে জন বিচছিনন করে ফ্যাসিষট বানিয়ে ওয়ান ওয়ে ঢুকিয়ে কঠিন মেসেজ দিয়েছে " হয় ভারতের কথা মত চল নয় ক্ষমতা থেকে বিচছিনন হয়ে কঠিন পরিণতি বরন করে নাও " ! এ থেকে বের হওয়ার পথ হাসিনার নাই -হাসিনা ভারতের " পীপড়া বিদ্যায় বনদি " -

সবশেষে ডা: জাফরুললাহ চৌধুরীর উপরও হামলা হতে পারে ! তার উপর মামলা মামলা চালাতে ইতসতত : করা হচছে কয়েকটি কারনে! তিনি একজন মুকতিযোদধা , তিনি একজন সৎ নির্লোভ ব্যক্তি , তার কোন কালিমা নেই , তিনি বিনা পয়সায় রােগীদের সেবা দেন - এমন লোকের উপর হামলা মামলা চালোালে সাধারন মানুষের সেনটিমেনটে নেগেটিভ রিয়্যাকশন হতে পারে সেটাও চিন্তা করছে দিল্লির অক্ষ শক্তি - তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে তিনিও রেহাই পাবেন না

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পড়লাম। এটা শুধু লীগের নয়, এটা আমাদের রাজনৈতিক সংকট। আজ বিম্পি ক্ষতায় থাকলেও প্রতিপক্ষের উপর হামলা হত।

কাকে ভালো বলবো?? তবুও বলি শেখের বেটি খারাপের ভালো....

২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

লালূ বলেছেন: আওয়ামি লীগের পরিবর্তে বিএনপি এলে ভাল হবে না এটা অনেকে মনে করেন ! এটাকে যদি সত্য বলে মেনে নেই তারপরও বলব গনতান্ত্রীক ধারা অব্যাহত থাকার ব্যবস্থা করুন ! গনতান্ত্রীক ধারা অব্যাহত থাকলে রাজনীতিবিদরা জবাবদিহীতার আওতায় থাকলে ! জবাবদিহীতাার আওতায় থাকলে আওয়ায়ামি লীগ বিএনপিকে দু দলকেই জনগনের ভয়ে ভাল হয়ে যেতে হবে ! আর যদি না হন মানুষ তৃতীয় দলকে বেছে নিবে ! মানুষ বিএনপি আওয়ামি লীগ বুঝে না মানুষ চায় সৎ রাজনৈতিক দল দেশ চালাক -
গনতন্ত্র থাকলে কি হয় দেখুন - গনতন্ত্র থাকলে রাজনৈতিক সরকার সুশাসন দিতে বাধ্য !কারন ৫বছর পর মানুষের সত্যায়ন নিয়ে আবার তাকে খমতায় আসতে হবে ! গনতনত্র না থাকলে রাজনৈতিক সরকার মানুষের সত্যায়ন নেয়াটা গেরাজ্জী করে না ! ফলে যা হয় :
পায়ের উপর তুলে পা
লুট পাট করে খা
সরকার ঠিক থাকবে
র‌্যাব পুলিশ সব ঠেকাবে

মানুষ চায় সুশাসন এটি না দিতে পাড়লে ৫ বছর পর মানুষের আদালতে তার শাসতির বিধান হয় ! মানুষ চায় সবার জন্যে সমান বিচার ! এটা না দিতে পারলে ৫ বছর পর জনগনেের দেয়া শাসতি তাদের মেনে নিতে হয় ! মানুষ চায় দুর্নীতি মুকত সমাজ এটি না দিতে পাড়লে ৫ বছর পর জনগনের শাসতি বিধান তাদের জন্যে রয়েছে ! মানুষ চায় সামাজিক ন্যায় বিচার এটি না দিতে পাড়লে ৫ বছর পর জনগনের শাসতি ! মানুষ চায় উননয়নে তার মালিকানার নিশচয়তা -এটি না দিতে পাড়লে ৫ বছর পর জনগনের শাসতির ভয় থাকে রাজনীতিবিদদের ! মানুষ চায় সামাজিক নিরাপও্বা এটি না দিতে পাড়লে ৫ বছর পর জনগনের শাসতি ! তাহলে বুঝতেই পারছেন সত্যিকার গনতন্ত্র থাকলে রাজনৈতিক দলকে কি রকম জনগনের ভয়ে ভীত থাকতে হয় -
দেশে গনতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখুন রাজনীতিবিদদের ভাল হওয়ার এটাই একমাএ পথ !আপনি যে দলকে ভালবাসেন এবং দলের কিছু কর্মে আপনি চান তারা সেটা পরিহার করুক সেটা বাসতবায়নের একটিই সঠিক পথ - " নির্ভেজাল গনতন্ত্র" - !ঐ ব্যবস্থা থাকলে জন গনের রায়ের ভয়ে আপনার পছনদের ঐ দল আপনার অপছনদের কর্ম গুলো পরিহার করতে বাধ্য হবে ! এখন আপনার অপছনদের বিএনপি যদি ক্ষমতায় আসে তারা যদি চরিত্র পরিবর্তন না করে আর আওয়ামি লীগ যদি চরিত্র পরিবর্তন করে আবার আওয়ামি লীগকেই মানুষ ক্ষমতায় আনবে - !মনে রাখবেন - ইলেকশনে একজন চোর ভাল মানুষকে ভোট দেয় - চোরকে ভোট দেয় না

৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @মানুষ বিএনপি আওয়ামি লীগ বুঝে না মানুষ চায় সৎ রাজনৈতিক দল দেশ চালাক -
... সহমত।

@মনে রাখবেন - ইলেকশনে একজন চোর ভাল মানুষকে ভোট দেয় - চোরকে ভোট দেয় না
... এটা ভাই মানা গেল না। আগে থেকে এখন পর্যন্ত চোরেরাই দেশ চালাচ্ছে।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৭

লালূ বলেছেন: ভাল মানুষ ইলেকশনে আসে না বলেই মানুষ অপেক্ষাকৃত কম চোরকে ভোট দেয় ! তবে আইন বিচার দুদক রাজস্ব সহ সব প্রতিষঠান নিরপেক্ষভাবে চললে আর বাম দল যে পদধতিতে নমিনেশন ও ইলেকশনের কথা বলে সেটি বাসতবায়িত হলে ভাল খারাপ কোন চোরই আর নমিনেশন পাবে না ! তারা অযোগ্য হবে কিংবা তারা সবাই জেলে থাকবে ! সেদিন আসিবে কবে জানি না - -

৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

লালূ বলেছেন: " স্যালুট মারো হিনদুদের "

https://www.facebook.com/bloggerpinaki/videos/1626262697501943/?t=0

কুষটিয়ায় হামলার শিকার মাহমুদুর রহমান কেন বলেছিলেন " স্যালুট মারো হীনদুদের " কারনটি আমার লিখা উপরের পােষটেই নিহীত

* * *
সামাজিক যোগাযোগ মাধ্যমে Nishu Bhuiyan ভুইয়া মনতব্য করেছেন
: রেকোর্ডিংটা অনেকেই শুনেছে, আপনি কি ভালো করে শুনেছেন ? 'স্যালুট মারো হিন্দুদের' কথাটা কেন বা কোন অর্থে বলেছেন ! এই হিন্দু তিনি ভারতীয় হিন্দুত্ববাদী শক্তিকেই বুঝিয়েছেন। কারণ দেশনীতি-কূটনীতি যেভাবেই বলুন তারাই জয়ী। মাহমুদুর রহমানকে আক্রমণ তাদেরই সাকসেস প্রোগ্রাম। যারা করেছে তারা দু'টাকার কেনা গোলাম মাত্র। তাই এই আধিপত্যবাদী শক্তিকে স্যালুট দিতেই হয় (মনে যত বিদ্রোহই থাকুক) আমার দেশ, আমার জাতি, আমাদের স্বার্থে কেউ কাজ না করে সাময়িক দানা পানির স্বার্থে যেখানে বিবেক বিক্রি করে দেয়! আধিপত্যবাদের দাসত্ব স্বীকার করে চরম আত্মতৃপ্তিতে ভোগে - এখানে হিন্দুত্ববাদী শক্তি অবশ্যই জয়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.