নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন সাংবাদিক গোলাম সারওয়ার

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

------------------------------------------------------------------------------



জাতি হারাল একজন সাংবাদিক
আর শেখ হাসিনা হারালেন একজন সভাষদ সাংবাদিক !! -

মৃত্যুর পর মানুষের উপর ক্ষোভ থাকতে নেই -
মরহুমের রুহের মাগফারাত কামনা করি -

ফিরে দেখা -

রামপাল বিদ্যুৎ আনদোলের প্রেক্ষিতে গণভবনে সভাষদ সাংবাদিকদের নিয়ে শেখ হাসিনার সাংবাদিক সমমেলনে -

প্রধানমন্ত্রীর কাছে গোলাম সরওয়ারের প্রশন ছিল -

"আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে মারাত্মক হচ্ছে,আপনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।বলা হয়েছে,তিনি দেশের ক্ষতি করছেন, দেশকে বিক্রি করছেন।কিন্তু, যিনি দেশের জন্য জীবন দিতে পারেন, তাকে নিয়ে এই কথা।আমি মনে করি এ র জোরালো প্রতিবাদ হওয়া প্রয়োজন।- গোলাম সরোয়ার (সম্পাদক, দৈনিক সমকাল)"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মনতব্য করেছিলেন :এমন সাংবাদিকতা বই পড়ে শিখা সমভব নয় "

নোবেল পেতে প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন সমকাল সম্পাদক
------------------------------------------------------------------------------
প্রিয়.কম) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরের অর্জন নিয়ে বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন। প্রথমে লিখিত বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা মিডিয়া সরকারের মাদকবিরোধী এই অভিযান সমর্থন করি, একেবারে মনে প্রাণেই সমর্থন করি। মানবাধিকারের কিছু বিষয় লিখতে হয়, তাই লিখছি।’

এসময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি লিট ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোলাম সারওয়ার বলেন, ‘আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। আর এখনই সময় এ নিয়ে কাজ করার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম সারওয়ারের কথার মধ্যেই বলেন, ‘আমার নোবেল পুরস্কারের কোনো প্রয়োজন নেই।’

তখন গোলাম সারওয়ার বলেন, ‘আপা (প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে) একটু বলি।’

এরপর গোলাম সারওয়ার শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে। এমনে এমনে কখনোই আপনি নোবেল পুরস্কার পাবেন না। এজন্য লবিস্ট নিয়োগ করার ব্যাপার থাকে, আরও কিছু প্রক্রিয়া আছে। এখনই সময় এসব প্রক্রিয়া শুরু করার।’

গোলাম সারওয়ারের এই বক্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া চালানোর আমার কোনো ইচ্ছা নাই। লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সামর্থ্য থাকলেও এসব আমি সমর্থন করি না। বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারলাম কি না সেটাই বড় বিষয়।’
গণভবনে সমকাল সম্পাদকের এমন পরামর্শের সময় হাস্যরসের সৃষ্টি হয়। অনেকটা বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়।""

গোলাম সারওয়ারের মৃত্যুতে একজন আশাবাদ ব্যক্ত করেছেন : সবাইকেই চলে যেতে হয় ! যাওয়াটা যেন আমাদের সবার জন্যে সম্মানের হয় -

পরিশেষে

হে জন্মভূমী : যাহারা ভুমিষঠ হইয়া তোমার কোলে মাথা রাখিয়া বড় হয় আবার তোমার উপর আস্থা হারাইয়া বাচিবার আশায় তোমাকে ছাড়িয়া বিদেশের মাটির কোলে মাথা রাখিয়া মৃত্যুবরন করেন হে জন্মভূমী তাহাদেরও তুমি কোলে নিও যদি সে মরনের পর তোমার কাছে ফিরিয়া আসে -

পাদটিকা : উল্লেখিত সাংবাদিক সম্মেলন প্রতিতযশা সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে স্মৃতিচারন মাত্র -

সব শেষ মন্তব্য :

" মৃত্যুর পর মানুষের উপর ক্ষোভ থাকতে নেই -
মরহুমের রুহের মাগফারাত কামনা করি -"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.